Bangla MCQ
581. 'হুলিয়া' কবিতার কবি কে?
আবুল হাসান
শামসুর রাহমান
হুমায়ূন কবির
নির্মলেন্দু গুণ
582. 'অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে'-কার?
উপসর্গ
সমাস
সন্ধি
কারক
583. 'যা বলা হবে' এর বাক্য সংকোচন কোনটি?
উক্ত
বক্তব্য
ভবিতব্য
অনুমিত
584. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি / যিনি ইতিহাস জানেন-
ইতিহাসবেত্তা
ঐতিহাসিক
ইতিহাসবিদ
ইতিহাস রচয়িতা
585. 'যিনি ভাল ব্যাকরণ জানেন' এক কথায় কি হয়?
ব্যাকরণবিদ
ব্যাকরণ বিশেষজ্ঞ
বৈয়াকরণ
বৈয়াকরণিক
586. 'দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন' এক কথায়-
সায়াহ্ন
প্রদোষ
অপরাহ
গোধূলি
587. এক কথায় প্রকাশ কর: 'দিন ও রাতের সন্ধিক্ষণ'-
পূর্বাহ্ণ
সায়াহ্ন
গোধূলি
অপরাহ
588. 'অত্যন্ত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
অত্য + অন্ত
অতি + স্ত
অতি + অন্ত্য
অতি + অন্ত
589. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
সোনার তরী
নৈবেদ্য
গীতাঞ্জলি
চিত্রা
590. তৎসম শব্দ কোনটি?
ভাগর
হস্ত
হায়াত
নাগর
591. 'শ্যামল ছায়া' উপন্যাসটি কার রচনা?
জসীমউদ্দীন
আল মাহমুদ
হুমায়ূন আহমেদ
আবু ইসহাক
592. 'যা চুষে খাওয়া হয়'-
লেহা
চুষ্য
চর্ব্য
পেয়
593. 'যে উপকারীর অপকার করে' তাকে এক কথায় বলে-
অকৃতজ্ঞ
কৃতঘ্ন
অপকারী
শত্রুঘ্ন
594. 'যা বলা উচিত নয়' কোন শব্দের বিস্তৃত?
কুকথ্য
অকথ্য
অসত্য
অযোগ্য
595. হাছন রাজা কোন শতকের কবি?
সপ্তদশ
অষ্টাদশ
উনিশশতক
বিংশ
596. যে প্রবীণ নয়, তাকে এক কথায় কি বলে?
বৃদ্ধ
নবীন
শিশু
যুবতী
597. 'তিন মোহনার মিলন যেখানে' এক কথায় কী হবে?
তিন মোহনা
ত্রয়ী
ত্রিমোহনা
তেমোহনা
598. 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
দুল্ + অনা
দোল্ + অনা
দোল্ + না
দোলনা + আ
599. 'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অংশু
জ্যোতি
ভাতি
অনল
600. উপকারীর অপকার করে যে-
কৃতজ্ঞহীন
অকৃতজ্ঞ
কৃতঘ্ন
অপকারী