Bangla MCQ
661. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
মায়াবতী
পদ্মাবতী
রূপবতী
পদ্মরাগ
662. ২৩। ৭ই মার্চের পটভূমিতে রচিত কবিতা-
'বাতাসে লাশের গন্ধ'- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো'- নির্মলেন্দু গুণ
'বুক তার বাংলাদেশের হৃদয়'- শামসুর রাহমান
'আমার পরিচয়'- সৈয়দ শামসুল হক
663. 'অক্ষির সমীপে' এর সংক্ষেপণ হলো-
সমক্ষ
পরোক্ষ
প্রত্যক্ষ
নিরপেক্ষ
664. 'লাভ করার ইচ্ছা'কে এক কথায় কি বলে?
লোপ
লোভ
লিপ্সা
বুভুক্ষা
665. এক কথায় প্রকাশ করুন: 'পাওয়ার ইচ্ছা'-
জিগীষা
ঈপ্সা
বুভুক্ষা
লিন্সা
666. যা কোথাও উঁচু কোথাও নিচু-
বন্ধুর
বর্ধিষ্ণু
প্রত্যুদ্গমন
মেদুর
667. এক কথায় প্রকাশ করুন: 'অনুকরণ করার ইচ্ছা'-
অনুচিকীর্ষা
অপচিকীর্ষা
অনুচিকীর্ষু
উপচিকীর্ষু
668. 'যা সহজে অতিক্রম করা যায় না'-
অনতিক্রম্য
অলঙ্ঘ্য
দুরতিক্রম্য
দুর্গম
669. 'মৈমনসিংহ গীতিকা'-র অন্তর্গত কাহিনিকাব্য কোনটি?
কাজলরেখা
সতমিয়না
লায়লমিজনু
লোরচন্দ্রানী
670. 'দেখবার ইচ্ছা'র এক কথায় প্রকাশ-
বিবক্ষা
তিতিক্ষা
দীক্ষা
দিদৃক্ষা
671. 'শোন একটি মুজিবরের কণ্ঠ থেকে, লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে উঠে রণি' এই গানটির গীতিকার কে?
মোহাম্মদ মুনিরুজ্জামান
গাজী মাজহারুল আনোয়ার
গৌরী প্রসন্ন মজুমদার
আবু হেনা মোস্তফা কামাল
672. 'কষ্টে অতিক্রম করা যায় যা'-
দুর্নিবার
দুর্লভ
দুরতিক্রম্য
দুর্গম
673. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিকগ্রন্থ কোনটি?
সীতার বনবাস
প্রভাবতী সম্ভাষণ
বেতাল পঞ্চবিংশতি
বাঙ্গালার ইতিহাস
674. কোথাও উন্নত কোথাও অবনত-
বন্ধুর
বর্ধিষ্ণু
প্রত্যুদগমন
মেদুর
675. এক কথায় প্রকাশ কর: 'যা কষ্টে নিবারণ করা যায়'-
অনিবার্য
দুর্নিবার
অনির্বাণ
কোনোটিই নয়
676. মীর মশাররফ হোসেন রচিত বিয়োগান্তক গ্রন্থ কোনটি?
মহাশশ্মশান
বিষাদসিন্ধু
শশ্মশানভস্ম
কুরুক্ষেত্র
677. 'যা চেটে খেতে হয়' তা হলো-
চর্ব্য
চোষ্য
লেহ্য
পেয়
678. 'যা প্রমাণ করা যায় না'-
অভূতপূর্ব
অপ্রত্য
অপ্রমেয়
অপসৃয়মান
679. স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
নেপাল
ভুটান
ভারত
সোভিয়েট রাশিয়া
680. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
এ. আর খান
সৈয়দ মঈনুল হোসেন
কামরুল হাসান
লুই কান