Bangla MCQ
681. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
ছোটগল্প
গীতিকবিতা
প্রবন্ধ
নাটক
682. বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্যারীচাঁদ মিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর
683. কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ হচ্ছে --
নিরালোকে দিব্যরথ
বিরতিহীন উৎসব
প্রথম দিন
তৃষ্ণার তানপুরা
684. কোন পঙক্তিটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের অংশ-
ধানের ক্ষেতে ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে
ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই
অমানে তোর ধানের ক্ষেতে সোনার হাসি হাসলো কে
অমানে তোর ভরা ক্ষেতে কী দেখেছি মধুর হাসি
685. কোন বানানটি শুদ্ধ?
আভ্যন্তরিন
অভ্যন্তরীণ
অভ্যন্তরিন
আভ্যন্তরীন
686. 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'- পঙক্তিটির রচয়িতা কে?
জ্ঞানদাস
আলাওল
বিদ্যাপতি
চন্ডীদাস
687. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?
কাঁদো নদী কাঁদো
আনন্দ মঠ
চাঁদের অমাবস্যা
লালসালু
688. 'লবণ' শব্দের বিশেষণ কোনটি?
নোনতা
ললিত
লোনা
লবণাক্ত
689. গঠন অনুসারে বাংলা বাক্য কয় প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
২ প্রকার
690. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?
চিত্রা
চক্রবাক
বলাকা
সোনার তরী
691. Ballad কী?
গীতিকা
গাথা
লোকগাথা
সাদৃশ্য
692. বাংলা ভাষায় ব্যবহৃত দেশি শব্দ কোনটি?
খুশি
ছবি
চন্দ
ঢেউ
693. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
বলাকা
ঘরে বাইরে
রক্তকরবী
চোখের বালি
694. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
নূরলদীনের সারাজীবন
পায়ের আওয়াজ পাওয়া যায়
মুখরা রমণী বশীকরণ
শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ
695. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালেই রচিত হয়েছিল যে উপন্যাস-
দুই সৈনিক
রাইফেল রোটি আওরাত
১৯৭১
হাঙ্গর নদী গ্রেনেড
696. 'ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে'- বাক্যটি কোন কালের?
পুরাঘটিত অতীত
সাধারণ ভবিষ্যৎ
নিত্যবৃত্ত বর্তমান
পুরাঘটিত বর্তমান
697. মনরে কৃষি-কাজ জান না এমন মানব-জমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা" গানটির রচয়িতা কে?
নিধু বাবু
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
রামপ্রসাদ সেন
698. কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা?
দলিল
নেকড়ে অরণ্য
খোয়াবনামা
হাজার বছর ধরে
699. 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি কার রচনা?
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
বিষ্ণু দে
কাজী নজরুল ইসলাম
700. যার চক্ষু লজ্জা নেই-
চশমখোর
নির্লজ্জ
চাক্ষুষ
চোষ্য