Bangla MCQ
761. নিচের কোনটি ভিন্নার্থক শব্দ?
বরুণ
সূর্য
সমুদ্রের অধিপতি
জলের দেবতা
762. 'রক্তকরবী' কোন শ্রেণির রচনা?
উপন্যাস
নাটক
গল্প
প্রবন্ধ
763. 'একেই কি বলে সভ্যতা' কার রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
মাইকেল মধুসূদন দত্ত
বিহারীলাল
764. চাকর, চাকু, তোপ- শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে-
চীনা
তুর্কি
ফরাসি
জাপানি
765. ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশাখির ঝড়ে" চরণটি কোন কবিতার-
প্রলয়োল্লাস
বিদ্রোহী
ধূমকেতু
আগমনী
766. কোন বাক্যটি শুদ্ধ?
৫ জন ছাত্ররা স্কুলে যায়
৫জন ছাত্রগণ স্কুলে যায়
৫জন ছাত্র স্কুলে যায়
767. কোন বানানটি শুদ্ধ?
সুস্ট
সুষ্ঠু
সুষ্ঠ
শুষ্ঠু
768. ঐকতান শব্দের অর্থ কী?
সেতার
সম্মিলিত সুর
তানপুর
একতারা
769. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন-
বিরাট গরু ছাগলের হাট
বিরাট গরু ও বিরাট ছাগলের হাট
গরু-ছাগলের বিরাট হাট
বিরাট গবাদি পশুর হাট
770. 'মেঘে বৃষ্টি হয়' 'মেঘে' কোন কারকে কোন বিভক্তি?
অধিকারণে সপ্তমী
অপাদানে শূন্য
অপাদানে সপ্তমী
কারণে সপ্তমী
771. নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ?
ঢেঁকি
লুঙ্গি
ভবন
চামার
772. কোনটি 'অবিনাশী" শব্দের সমার্থক নয়?
অক্ষয়
শাশ্বত
চিরন্তন
ক্ষণস্থায়ী
773. 'কারাগারের রোজনামচা' কত সালে প্রকাশিত?
২০১২
২০২০
২০১৭
২০২১
774. 'বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর' বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ট
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
775. 'অচলা' নিচের কোন উপন্যাসের প্রধান চরিত্র?
গৃহদাহ
চন্দ্রনাথ
দত্তা
চরিত্রহীন
776. 'জীবন থেকে নেওয়া' নামের চলচ্চিত্রটির পরিচালক কে?
খান আতউর রহমান
হুমায়ূন আহমেদ -
জহির রায়হান
সুভাষ দত্ত
777. বাংলা গদ্যরীতির জনক কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রমথ চৌধুরী
778. 'উষ্ণ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণ সমন্বয়ে গঠিত?
ষ+ন
ষ+ণ
ষ+ষ্ণ
য+ঙ
779. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অম্বু
হিমাংসু
সবিতা
বিধু
780. কোন বাক্যটি শুদ্ধ?
আমি সন্তোষ হলাম
আমি সন্তুষ্ট হলাম
আমি সন্তোষ্ট হইলাম
আমি সন্তুষ্ঠ হলাম