Bangla MCQ
781. 'অরুণরাঙা' শব্দটি কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
দ্বন্দ্ব
অব্যয়ীভাব
782. অমর একুশের প্রথম কবিতা কোনটি?
বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা
স্মৃতিস্তম্ভ
কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি
একুশে ফেব্রুয়ারি
783. ভাষার মূল উপরকরণ কী?
বাক্য
শব্দ
ধ্বনি
বর্ণ
784. মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান নিদর্শন কোন্ কাব্য?
শ্রীকৃষ্ণ কীর্তন
চর্যাপদ
মৈয়মনসিংহ গীতিকা
ঠাকুরমার ঝুলি
785. 'হুলিয়া কার কবিতা?
শামসুর রাহমান
নির্মলেন্দু গুণ
কাজী নজরুল ইসলাম
রফিক আজাদ
786. রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি?
দিবারাত্রির কাব্য
চোখের বালি
মেজদিদি
রিক্তের বেদন
787. বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে?
ঈশ্বরগুপ্ত
বিহারীলাল চক্রবর্তী
অমিয় চক্রবর্তী
প্রভাত কুমার মুখোপাধ্যায়
788. 'আবির্ভাব' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
তিরোধান
নির্গমন
তিরোভাব
অনাবির্ভাব
789. চর্যাপদের প্রকৃত নাম কী?
চর্যাচর্যবিনিশ্চয়
চর্যাগীতিকোষ
বৌদ্ধ গান ও দোহা
চর্যাপদ
790. 'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসটির রচয়িতা কে?
শওকত ওসমান
আব্দুল মান্নান সৈয়দ
সৈয়দ শামসুল হক
শওকত আলী
791. কোন চারটি বর্ণকে 'উষ্ণবর্ণ' বলা হয়?
ঙ, ঞ, ন, ণ
শ, ষ, স, হ
ঙ, চ, ভ, প
থ, ছ, ঝ, প
792. 'জীবন আমার বোন' গ্রন্থেটি রচনা করেন-
হুমায়ূন আহমেদ
সেলিনা হোসেন
শওকত ওসমান
মাহমুদুল হক
793. 'ভিক্ষালব্ধ' সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ?
কর্মধারয়
দ্বন্দ্ব
বহুব্রীহি
তৃতীয়া তৎপুরুষ
794. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রকাশ পেয়েছে তাঁর-
মহাকাব্যে
সনেটে
খণ্ডকবিতায়
পত্রকাব্যে
795. 'ঈহা' শব্দের বিপরীত শব্দ কোনটি?
অনীহা
ইচ্ছা
অভিপ্রায়
আকাঙ্ক্ষা
796. বাংলা গদ্যের জনক কে?
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উইলিয়াম কেরি
হরপ্রসাদ শাস্ত্রী
797. 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে' কেন-
কল্যাণের জন্য
যৌবনের জন্য
ধ্বংসের জন্য
আঘাতের জন্য
798. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' পঙক্তিটির রচয়িতা কে?
মুকুন্দরাম চক্রবর্তী
ঈশ্বরগুপ্ত
কানাহরিদত্ত
ভারতচন্দ্র রায় গুণাকর
799. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
৭টি
৯টি
১০টি
১১টি
800. হুমায়ুন আহমেদের 'জোছনা ও জননীর গল্প' উপন্যাসটি কী বিষয় অবলম্বনে রচিত?
মুক্তিযুদ্ধ
গণঅভ্যুত্থান
দেশভাগ
ভাষা আন্দোলন