Bangla MCQ
1481. রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
জলযান
মনমাঝি
সিংহদ্বার
একাদশ
1482. 'মনমাঝি' কোন সমাসের উদাহরণ?
দ্বিগু
বহুব্রীহি
রূপক কর্মধারয়
নিত্য সমাস
1483. 'প্রাণভয়' শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
প্রাণের ভয়
প্রাণ যাওয়ার তরে ভয়
প্রাণের নিমিত্ত ভয়
প্রাণ যাওয়ার ভয়
1484. 'আনন্দাশ্রু' যে সমাসের উদাহরণ-
দ্বন্দ্ব
দ্বিগু
নিত্য
কর্মধারয়
1485. 'ধান্য তার বসুন্ধরা যার'- এ বাণীটি নিচের কোন রচনায় উদ্ধৃত হয়েছে?
বিড়াল
অপরিচিতা
সাম্যবাদী
চাষার দুক্ষু
1486. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?
অব্যয়ীভাব
বহুব্রীহি
দ্বন্দ্ব
কর্মধারয়
1487. 'শশব্যস্ত' কোন সমাস?
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
1488. বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় কোনটি?
লাভ-লোকসান
আয়-ব্যয়
স্বর্গ-নরক
ছেলে-মেয়ে
1489. মুসলিম নারী জাগরণের অগ্রদূত?
সুফিয়া কামাল
জাহানারা ইমাম
সেলিনা হোসেন
বেগম রোকেয়া সাখাওয়াত
1490. 'পোকা-মাকড়' কোন সমাসযোগে গঠিত শব্দ?
দ্বন্দ্ব
দ্বিগু
কর্মধারয়
অব্যয়ীভাব
1491. কোনটি রূপক কর্মধারয় সমাস?
করকমল
কালস্রোত
করপল্লব
কচুকাটা
1492. 'জীবনবীমা' কোন সমাস?
তৎপুরুষ
কর্মধারয়
দ্বন্দ্ব
অব্যয়ীভাব
1493. 'কাজলকালো' এর সঠিক ব্যাসবাক্য কোনাটি?
কাজলের ন্যায় কালো
কাজল ও কালো
কাজল রূপ কালো
কালো ও কাজল
1494. যে রচনাটির সঙ্গে রোকেয়ার সাহিত্যকর্মের সম্পর্ক নেই-
পিপাসা
সৌরজগৎ
সওগাত
লুৎফউন্নেসা
1495. 'রেলগাড়ি'-কোন সমাসের উদাহরণ?
দ্বিগু সমাস
মধ্যপদলোপী কর্মধারয়
তৎপুরুষ সমাস
দ্বন্দ্ব সমাস
1496. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
পল্লী সমাজ
শেষ প্রশ্ন
পদ্মরাগ
পরিণীতা
1497. বহুভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমে মনে আসে?
শেক্সপীয়র
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আলবার্টো মোরোভিয়া
চেখভ
1498. নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে?
আমরা
হিমাচল
হিমাচল
ঘরামি
1499. 'বিষাদ সিন্ধু' কোন সমাস?
দ্বিগু
রূপক কর্মধারয়
দ্বন্দ্ব
তৎপুরুষ
1500. অরুণরাঙা' কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ?
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
অলুক তৎপুরুষ
উপমান কর্মধারয়