Image
Bangla MCQ
1541. 'অবরোধবাসিনী' কার রচনা?
উপেন্দ্রকিশোর রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
রোকেয়া সাখাওয়াত হোসেন
বেগম সুফিয়া কামাল
1542. 'জাপান যাত্রী' এর রচয়িতা কে?
জসীমউদ্‌দীন
ইব্রাহীম খাঁ
রবীন্দ্রনাথ ঠাকুর
আহমদ ছফা
1543. বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি?
অবরোধবাসিনী
সুলতানার স্বপ্ন
পদ্মরাগ
মতিচুর
1544. বাংলাদেশের 'জাতীয় সংগীত' রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেয়া হয়েছে?
সোনার তরী
বনফুল
সন্ধ্যা সংগীত
গীতবিতান
1545. কোন গ্রন্থখানি বেগম রোকেয়ার লেখা?
প্রপঞ্চ
মৃত্যুক্ষুধা
দেয়াল
মতিচুর
1546. নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?
মোহনিদ্রা
শোকানল
মোমবাতি
দিলদরিয়া
1547. 'চাঁদমুখ' কোন সমাস?
অব্যয়ীভাব
রূপক
উপমিত
উপমান
1548. রবীন্দ্রনাথের কোন ছোট গল্পটি উপন্যাসের পর্যায়ে পড়ে?
পোস্টমাস্টার
ছুটি
খোকাবাবুর প্রত্যাবর্তন
নষ্টনীড়
1549. "এ ধরার মাঝে তুলিয়া নিনাদ চাহি নে করিতে বাদ প্রতিবাদ।" কোন কবির উক্তি?
সত্যেন্দ্রনাথ দত্ত
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
1550. বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে?
তসলিমা নাসরিন
হুমায়ন আজাদ
রোকেয়া সাখাওয়াত হোসেন
সুফিয়া কামাল
1551. বেগম রোকেয়ার রচনা কোনটি?
ভাষা ও সাহিত্য
আয়না
লালসালু
অবরোধবাসিনী
1552. কোন কাব্যগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের?
মানসী, ক্ষণিকা, বলাকা
সোনারতরী, প্রভাতসংগীত, নাম রেখেছি কোমল গান্ধার
চিত্রা, চৈতালি, চিনে নেওয়াক্ষণ
পূরবী, বীরাঙ্গনা, নন্দিনী
1553. বাংলাদেশের নারী শিক্ষার প্রসারে কে অগ্রদূত?
শামসুন নাহার
সেলিনা হোসেন
সুফিয়া কামাল
বেগম রোকেয়া
1554. বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্ররচনা-
মুকুট
ভাঙারগান
ছিন্নপত্র
রাজর্ষি
1555. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
পদ্মাবতী
পদ্মরাগ
পদ্মগোখরা
পদ্মমণি
1556. কোনটি উপন্যাস?
শেষের কবিতা
ডাকঘর
বলাকা
কালান্তর
1557. রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ কোনটি?
ছায়ানট
গৃহদাহ
কালান্তর
পল্লীসমাজ
1558. 'মতিচুর' গ্রন্থের রচয়িতা কে?
রোকেয়া সাখাওয়াত হোসেন
ইসমাইল হোসেন সিরাজী
এয়াকুব আলী চৌধুরী
সুফিয়া কামাল
1559. কোন পদটি রূপক কর্মধারয় সমাস নয়?
যৌবনবন
ক্ষুধানল
জীবনপ্রদীপ
যুবজানি
1560. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন?
১৯১৮
১৯৩২
১৯২৬
১৯৩৬