Image
Bangla MCQ
1681. 'মহাকীর্তি' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
মহতী যে কীর্তি
মহা যে কীর্তি
মহান যে কীর্তি
মহান কীর্তি যার
1682. 'জজসাহেব' কোন সমাসের উদাহরণ?
দ্বিগু
কর্মধারয়
দ্বন্দ্ব
বহুব্রীহি
1683. 'নরাধম' শব্দটি কোন সমাস?
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
দ্বন্দ্ব সমাস
তৎপুরুষ সমাস
1684. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
দুর্ভিক্ষ (ভিক্ষার অভাব)
দম্পতি (জায়া ও পতি)
নীলকণ্ঠ (নীলকণ্ঠ যার)
একাদশ (একের অধিক দশ)
1685. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
অরুণরাঙা
ঘরছাড়া
হাসিমুখ
ক্ষণস্থায়ী
1686. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
গায়েহলুদ
চালকুমড়া
ছয়ানি
ছায়াছবি
1687. 'গোবর গণেশ' কোন পরিচালক
উপমান কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
দ্বন্দ্ব
দ্বিগু
1688. 'প্রাণভয়' কোন সমাস?
৬ষ্ঠী তৎপুরুষ
অলুক দ্বন্দ্ব
উপমান কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
1689. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?
গুরুদেব
মৌমাছি
মহাজন
কাঁচামিঠে
1690. 'স্মৃতিসৌধ' কোন সমাস?
মধ্যপদলোপী কর্মধারয়
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
1691. 'নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
সমাস
সন্ধি
প্রত্যয়
উপসর্গ
1692. 'সিংহাসন' কোন কর্মধারয় সমাস?
মধ্যপদলোপী
উপমান
উপমিত
রূপক
1693. মধ্যপদলোপী কর্মধারয়ের দৃষ্টান্ত-
ঘর থেকে ছাড়া- ঘরছাড়া
অরুণের মতো রাঙা- অরুণরাঙা
হাসি মাখা মুখ- হাসিমুখ
ক্ষণকাল ব্যাপী স্থায়ী- ক্ষণস্থায়ী
1694. কাঁচা-মিঠা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
কাঁচা ও মিঠা
যা কাঁচা তাই মিঠা
কাঁচার মিঠা
কাঁচামিঠা
1695. 'নবপৃথিবী' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
নব ও পৃথিবী
নব পৃথিবী যার
নব পৃথিবীর ন্যায়
নব যে পৃথিবী
1696. 'সিংহাসন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
সমাস
সন্ধি
প্রত্যয়
উপসর্গ
1697. 'লঙ্কাবাটা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
লঙ্কা ও বাটা
যা লঙ্কা তাই বাটা
লঙ্কার বাটা
বাটা যে লঙ্কা
1698. 'মৌমাছি' কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)?
তৎপুরুষ
অব্যয়ীভাব
কর্মধারয়
দ্বিগু
1699. 'শ্বেতবস্ত্র' শব্দটি কোন সমাস?
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
অব্যয়ীভাব সমাস
1700. 'নীলাকাশ' কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব