Image
Bangla MCQ
1621. "বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান- বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এলো বান।" পঙ্ক্তিটির রচয়িতা কে?
ঈশ্বরচন্দ্র গুপ্ত
সত্যেন্দ্রনাথ দত্ত
দ্বিজেন্দ্রলাল রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
1622. যৌগিক বাক্যের অন্যতম গুণ কী?
একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
1623. 'তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি' এটা কোন ধরনের বাক্য?
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
সাধারণ বাক্য
সরল বাক্য
1624. 'লোকটি ধনী, কিন্তু কৃপণ' কোন ধরনের বাক্য?
জটিল
সরল
যৌগিক
মিশ্র
1625. "একখানি ছোট ক্ষেত আমি একেলা" রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
সোনার তরী
মানসী
চিত্রা
বলাকা
1626. 'তিনি সৎ, কিন্তু কৃপণ' কোন ধরনের বাক্য?
সরল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
বিস্ময়বোধক বাক্য
1627. "নীল নবঘনে আষাঢ় গগনে... ঠাঁই আর নাহিরে।"
তিল
বিন্দু
এতটুকু
সামান্য
1628. "মা তোর বদন খানি মলিন হলে, আমি ভাসি"- শুন্যস্থান পূরণ –
চোখের জলে
নয়ন জলে
বুকের জলে
নদীর জলে
1629. “ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল" ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার?
প্রমথ চৌধুরী
প্রথমনাথ বিশী
প্রেমেন্দ্র মিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর
1630. "মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না' কার কথা?
ঈশ্বরচন্দ্র গুপ্ত
শেক্সপীয়র
রবীন্দ্রনাথ ঠাকুর
কবি কায়কোবাদ
1631. "ধরাতলে দীনতম ঘরে যদি জন্মে প্রেয়সী।' কার লেখা?
মোহিতলাল মজুমদার
দীননাথ সেন
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
1632. 'যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে' এটি কোন ধরনের বাক্য?
সংযুক্ত বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
1633. "এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান" কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছেন?
সত্যেন্দ্রনাথ দত্ত
নবীনচন্দ্র সেন
আশুতোষ মুখোপাধ্যায়
চিত্তরঞ্জন দাস
1634. 'সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।' কোন শ্রেণির বাক্য?
সরল
জটিল
মিশ্র
যৌগিক
1635. 'তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান।' কোন ধরনের বাক্য?
সরল
যৌগিক
জটিল
খণ্ডবাক্য
1636. 'তাঁর বুদ্ধি হয়েছে, কিন্তু বুদ্ধি পাকেনি' এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
1637. 'তাঁর চুল পেকেছে, কিন্তু বুদ্ধি পাকেনি' এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
1638. "সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা” রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
সোনার তরী
বলাকা
চিত্রা
চক্রবাক
1639. "আজ হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার... কৌতূহলভরে" শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?
রচনা খানি
গ্রন্থখানি
কবিতাখানি
কাব্যখানি
1640. তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি" রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
পূরবী
আকাশ প্রদীপ
শেষ লেখা
সেঁজুতি