Bangla MCQ
1801. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
পরশুরাম
ভানুসিংহ
নীললোহিত
গাজী মিয়াঁ
1802. একাধিক পদের এক পদীকরণের নাম-
সন্ধি
সমাস
কারক
বাগধারা
1803. 'জায়া ও পতি' সমাস করলে কি হয়?
স্বামী-স্ত্রী
পতি-পত্নী
দম্পতি
জায়া-পতি
1804. দ্বন্দ্ব বলতে কি বোঝায়?
জোড়া
দুই
আগুনে পোড়া
সংগ্রাম
1805. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
বাংলার প্রকৃতির কথা
বাংলার মানুষের কথা
বাংলার সংস্কৃতির কথা
বাংলার ইতিহাসের কথা
1806. 'ভানুসিংহ ঠাকুর' কার ছদ্মনাম?
প্রমথ চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্রনাথ দত্ত
টেকচাঁদ ঠাকুর
1807. অব্যয়ীভাব সমাসে 'অব্যয়' পদের অর্থ-
পরিবর্তিত হয়
প্রধান থাকে
সংকুচিত হয়
বৃদ্ধি ঘটে
1808. দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে?
পূর্বপদ
পরপদ
উভয় পদ
অন্যপদ
1809. সমাস সাধিত পদ কোনটি?
চাষী
মানব
দম্পতি
বোনাই
1810. 'দম্পতি' শব্দটি কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
তৎপুরুষ সমাস
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
1811. রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
বাউল
ভাটিয়ালি
মুর্শিদি
ভাওয়াইয়া
1812. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান / কর্মধারয় সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে?
পূর্বপদ
পরপদ
উভয় পদ
অন্য পদ
1813. সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়?
পূর্বপদ
উত্তরপদ
পরপদ
দক্ষিণ পদ
1814. কোন কবি এককভাবে তিনটি দেশের জাতীয় সংগীত রচনা করেছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
জন মিল্টন
কাজী নজরুল ইসলাম
বার্সিল ফার্নান্দো
1815. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
পূর্বপদ
পরপদ
অন্যপদ
উভয় পদ
1816. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আমার সোনার বাংলা' কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীতরূপে নেওয়া হয়েছে?
১০ লাইন
২৫ লাইন
১৫ লাইন
৮ লাইন
1817. দ্বন্দ্ব সমাস এর সঠিক বিপরীত সমাস কোনটি?
অব্যয়ীভাব
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
1818. পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে কী বলে?
র্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
বহুব্রীহি সমাস
দ্বিগু সমাস
1819. রবীন্দ্রনাথ ঠাকুরের 'আমার সোনার বাংলা' গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়েছে?
২রা মার্চ, ১৯৭১
৩রা মার্চ, ১৯৭১
২৬শে মার্চ, ১৯৭১
১৭ই এপ্রিল, ১৯৭১
1820. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
দম্পতি
মহাবীর
নিটোল
প্রতিদিন