Image
Bangla MCQ
1861. 'মহাশ্মশান' মহাকাব্যটি কার রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
কায়কোবাদ
মহাকবি আলাওল
1862. কবি কায়কোবাদের সঠিক জন্ম সন কোনটি?
১৮৫৮
১৮৫৭
১৮৬৭
১৮৭৭
1863. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
জগৎ মোহিনী
বসন্তকুমারী
আয়না
মোহনী প্রেমদাস
1864. কোন বিষয়ের উপর ভিক্তি করে 'মহাশ্মশান' কাব্য রচিত?
পানি পথের প্রথম যুদ্ধ
পানি পথের দ্বিতীয় যুদ্ধ
পানি পথের তৃতীয় যুদ্ধ
পলাশীর যুদ্ধ
1865. কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
চম্পাবতী
গঙ্গামণি
লাজুকলতা
বিরহবিলাপ
1866. নিচের কোন কাব্যগ্রন্থটি কায়কোবাদের রচনা?
অমিয়ধারা
পূবের হাওয়া
চৈতালি
ভাঙার গান
1867. 'অশ্রুমালা'র কবি কে?
মীর মশাররফ হোসেন
কায়কোবাদ
ইসমাইল হোসেন সিরাজী
মোজাম্মেল হক
1868. কবি কায়কোবাদের বাড়ি কোথায়?
দোহার
কেরানীগঞ্জ
নবাবগঞ্জ
ধামরাই
1869. কবি কায়কোবাদ রচিত 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল-
পলাশীর যুদ্ধ
তৃতীয় পানিপথের যুদ্ধ
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
ছিয়াত্তরের মন্বন্তর
1870. কায়কোবাদ কর্তৃক রচিত কাব্যগ্রন্থ-
অশ্রুমালা
মহাশ্মশান
অমিয়ধার
সবগুলো
1871. 'জমীদার দর্পণ' নাটকের লেখক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
মীর মশাররফ হোসেন
সৈয়দ ওয়ালীউল্লাহ
1872. নিচের কোনটি কায়কোবাদ রচিত মহাকাব্য?
অশ্রুমালা
মহাশ্মশান
বলাবান
মেঘনাদবধ
1873. নিচের কোনটি উপন্যাস নয়?
দিবারাত্রির কাব্য
শেষের কবিতা
মহাশ্মশান
লালসালু
1874. 'আযান' কবিতাটি কার রচিত?
আহসান হাবীব
কায়কোবাদ
জসীমউদ্দীন
শামসুর রহমান
1875. 'শিবমন্দির' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
গোবিন্দচন্দ্র দাস
কায়কোবাদ
অক্ষয় কুমার সরকার
নবীনচন্দ্র সেন
1876. 'বসন্তকুমারী' নাটক কার রচনা?
সঞ্জীবকুমার চট্টোপাধ্যায়
মীর মশাররফ হোসেন
সৈয়দ ওয়ালীউল্লাহ
শহীদুল্লা কায়সার
1877. কায়কোবাদের আসল নাম কী?
কাজেম আল কুরায়শী
আবু নাসের কায়কোবাদ
কায়কোবাদ ইসলাম
আবুল হোসেন কায়কোবাদ
1878. কায়কোবাদের রচনা নয় কোনটি?
মহাশ্মশান
অশ্রুমালা
চিন্তাতরঙ্গিণী
বিরহবিলাপ
1879. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?
নটির পূজা
বেহুলা গীতাভিনয়
নবীন তপস্বিনী
কৃষ্ণকুমারী
1880. কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থটি কোন ধরনের রচনা?
ইতিহাস
গীতিকাব্য
মহাকাব্য
উপন্যাস