MCQ
3701. 'সতীন্দ্র' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
সতি+ঈন্দ্র
সতী+ঈন্দ্র
সতী+ইন্দ্র
সতি+ইন্দ্র
3702. অভীষ্ট = ?
অভি+ইস্ট
অভি+সিস্ট
অভি+ইষ্ট
কোনোটিই নয়
3703. 'বিচ্ছিন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
বিচ+ছিন্ন
বি+ছিন্ন
বিৎ+চ্ছিন্ন
বিৎ+ছিন্ন
3704. নিচের কোনটি ভাষার ধ্বনিগত মাধুর্য স্থাপন ও সম্পাদন করে?
সমাস
কারক
সন্ধি
ধ্বনি
3705. 'ছেলেমি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ছে+লেমি
ছেলে+মি
ছেলে+আমি
ছে+এলেমি
3706. 'গো+অক্ষ = গবাক্ষ' এটি কোন ধরনের সন্ধি বিচ্ছেদ?
নিপাতনে সিদ্ধ
বিসর্গ সন্ধি
স্বরসন্ধি
স্বর ব্যঞ্জন সন্ধি
3707. 'ষড়ানন' এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ষড়া+আনন
ষড়া+আনন
ষট্+আনন
ষঢ়া+নন
3708. 'দ্রবণ' শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-
দ্র+অন
দ্রো+অন
দ্র+ওন
দ্রো+বন
3709. 'বিচ্ছেদ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
বিঃ+ছেদ
বি+ছেদ
বিৎ+ছেদ
বিচ+ছেদ
3710. 'চলচ্চিত্র' এর সন্ধি-বিচ্ছেদ-
চল+চিত্র
চলত+চিত্র
চলৎ+চিত্র
চল+চীত্র
3711. 'বাগাড়ম্বর' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
বাগ+আম্বর
বাগ+আড়ম্বর
বাক+অম্বর
বাক্+আড়ম্বর
3712. 'হিমালয়' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
হিমা+আলয়
হিম+আলয়
হি+আলয়
হিমা+লয়
3713. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
স্বরসন্ধি
ব্যঞ্জনসন্ধি
বিসর্গসন্ধি
বাংলা সন্ধি
3714. 'উচ্ছ্বাস' শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-
উত+চ্ছাস
উৎ+ছাস
উৎ+শ্বাস
উঃ+চ্ছাস
3715. 'আশাতীত' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
আশা+অতিত
আশা+অতীত
আশ+অতিত
আশ+অতীত
3716. সন্ধি-বিচ্ছেদ করুন: 'তদবধি'।
তদ+বধি
তদ+অবধি
তদো+বধি
তৎ+অবধি
3717. 'দিগন্ত' এর সন্ধি বিশ্লেষণ-
দিক্+অন্ত
দিগ্+অন্ত
দি+অন্ত
দিখ্+অন্ত
3718. 'গবাক্ষ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
গো+অক্ষ
গো+পরোক্ষ
গব+অক্ষ
গবি+অক্ষ
3719. সন্ধি-বিচ্ছেদ কোনটি ঠিক?
জগ+দীশ
জগ+ঈশ
জগৎ-দীশ
জগৎ+ঈশ
3720. 'বজ্জাত' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ করুন:
বৎ+জাত
বদ্+জাত
বজ+জাত
ব+জাত