Image
MCQ
3761. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন।
আমি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি
তিনি স্বস্ত্রীক এসেছেন
তিনি সাক্ষ্য দেবেন না
তার কতায় মাধুর্যতা নেই
3762. শুদ্ধ বাক্যটি দেখান-
তুমি কী আজ যাবে?
তুমি কি আজ যাবে?
তুমি কী অদ্য যাবে?
তুমি কী আজ যাইবে?
3763. কোন বাক্যটি শুদ্ধ?
দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়
সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।
সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল।
3764. কোনটি শুদ্ধ বাক্য?
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
তোমার সাথে গোপন পরামর্শ আছে
আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
মেয়েটি দারুণ সবুদ্ধিমতী
3765. নিম্নের কোন বাক্যটি সঠিক?
আমার কথাই প্রমান হলো
আমার কথাই প্রমাণ হলো
আমার কথাই প্রমানীত হলো
আমার কথাই প্রমাণিত হলো
3766. কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন।
কীর্তিবাস বাঙালা রামায়ন লিখিয়াছেন
কীর্তিবাস বাংলা রামায়ন লিখিয়াছেন
কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন
কৃত্তিবাস বাঙালা রামায়ন লিখেছেন
3767. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
আপনি সপরিবারে আমন্ত্রিত
আপনি আপনার পরিবারসহ আমন্ত্রিত
আপনি পরিবারবর্গসহ আমন্ত্রিত
আপনি স্বপরিবারে আমন্ত্রিত
3768. কোন বাক্যটি শুদ্ধ?
তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন
তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন
তিনি তোমার বিরুদ্ধে সাক্ষি দিলেন
তিনি তোমার বিরুদ্ধে স্বাক্ষ্য দিলেন
3769. কোনটি শুদ্ধ বাক্য?
দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
দরিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা
দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা
দরিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা
3770. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
কেবলমাত্র তুমি যাবে
এ সংবাদে সন্তোষ হলাম
বিবিধ জিনিস কিনলাম
এতে আশ্চর্য হলাম
3771. কোন বাক্যটি শুদ্ধ?
দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
3772. 'বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।' বাক্যটির শুদ্ধ রূপ কোনটি?
বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে
বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে
বৃক্ষটি মূলসহ উৎপাটিত হয়েছে
খ ও গ উভয়ই
3773. শুদ্ধ বাক্য কোনটি?
দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
দুর্বলবশতঃ অনাথা বসে পড়ল
3774. কোন বাক্যটি শুদ্ধ?
জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
জানি মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
জ্ঞানি মূর্খতা অপেক্ষা শ্রেষ্ঠ
জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
3775. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
বিদ্যান মুর্খ অপেক্ষা ভাল
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
3776. নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার
সাবধানপূর্বক চলবে
আমি সন্তোষ হলাম
সে আরোগ্য লাভ করেছে
3777. নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
আমি সাক্ষী দিয়েছি
আমি সাক্ষী দিতেছি
আমি সাক্ষ্য দিয়েছি
আমি সাক্ষী দিলাম
3778. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
তার সাংস্কৃতি নাই
তার সাংস্কৃত নাই
তার সাংস্কৃতিক নাই
তার সংস্কৃতি নাই
3779. কোনটি শুদ্ধ বাক্য?
তাকে স্নেহাশীষ দিও
তাকে স্নেহশীষ দিও
তাকে স্নেহাশিস দিও
তাকে স্নেহশিষ দিও
3780. কোন বাক্যটি সম্পূর্ণ শুদ্ধ?
তুমি কী করবে সেটা কি তুমি জান না?
তুমি কি করবে সেটা কি তুমি জান না?
তুমি কী করবে সেটা কী তুমি জান না?
তুমি কি করবে সেটা কী তুমি জান না?