Image
MCQ
3721. 'প্রত্যাবর্তন' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
প্রতি+বর্তন
প্রতি+আবর্তন
প্রতিঃ+বর্তন
প্রতিঃ+আবর্তন
3722. নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়?
গাছপাকা
বিদ্যালয়
সিংহাসন
দিলদরিয়া
3723. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
কারো ফাগুন মাস, কারো সর্বনাশ
সে প্রাণিবিদ্যায় দুর্বল
আগত শনিবার কলেজ বন্ধ থাকবে
বিধি লঙ্ঘিত হয়েছে
3724. সন্ধির প্রধান কাজ কী?
ধ্বনি পরিবর্তন
অর্থের পরিবর্তন
পদের পরিবর্তন
বাক্য সংকোচন
3725. কোনটি শুদ্ধ বাক্য?
আমার বড় দুরাবস্থা
আমার বড় দূরবস্থা
আমার বড় দুরবস্থা
আমার বড় দূরাবস্থা
3726. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
পরোপকার মানুষত্বের পরিচায়ক
আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা করা উচিত নয়
দীনতা প্রশংসনীয় নয়
বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে
3727. শুদ্ধ রূপটি দেখান-
সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্যিক ও সংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্য ও সংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্যক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
3728. শুদ্ধ বাক্য কোনটি?
দৈন্যতা নিন্দনীয়
দরিদ্রতা অভিশাপ
ভুল লিখতে ভুল করো না
ফুল দেখতে সুন্দর
3729. কোনটি শুদ্ধ বাক্য?
তাহার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি
তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
তাহার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
তার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি
3730. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
অনুষ্ঠান চলাকালীন সময় বৃষ্টি শুরু হয়
তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে
বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ
আরিফ সবচেয়ে শ্রেষ্ঠতম শিল্পী
3731. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
তিনি সস্ত্রীক শহরে থাকেন।
তিনি ও স্ত্রী শহরে থাকেন।
তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।
তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।
3732. কোন বাক্যটি শুদ্ধ?
সেদিন থেকে তিনি সেখানে আর যায় না
তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ
আপনি স্বপরিবারে আমন্ত্রিত
3733. কোনটি শুদ্ধ বাক্য?
মেয়েটি বুদ্ধিমান
আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম
এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না
নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল
3734. কোনটি শুদ্ধ বাক্য নয়?
ইহার আবশ্যকতা নাই
সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য
আপনি সপরিবার আমন্ত্রিত
সমুদয় পক্ষীই নীড় বাঁধে
3735. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
গায়ক
কুলটা
পবিত্র
ভাবুক
3736. 'পর্যন্ত' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
পর্য+অন্ত
পর্য+ন্ত
পর+যন্ত্র
পরি+অন্ত
3737. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
সূর্য পূর্বদিকে উদয়মান হয়।
সূর্য পূর্বদিকে উদিয়ামান হয়।
সূর্য পূর্বদিকে উদয় হয়।
সূর্য পূর্বদিকে উদিত হয়।
3738. শুদ্ধ বাক্য নয় কোনটি?
বিদ্বান হলেও তার কোনো অহংকার নেই।
ইশ। যদি পাখির মত পাখা পেতাম।
অকারণে ঋণ করিও না।
হয়তো সোহমা আসতে পারে।
3739. কোনটি ভুল বাক্য?
দীনতা সব সময় ভাল নয়
দেশের দারিদ্র দূর করতে হবে
সময় বড় সংক্ষিপ্ত
এখানে প্রবেশ নিষিদ্ধ
3740. 'মস্যাধার' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
মস+আধার
মৎস+আধার
মৎস+আঁধার
মসী+আধার