MCQ
3741. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
সূর্য উদয় হয়েছে?
তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি
যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
বিধি লঙ্ঘন হয়েছে
3742. কোন বাক্যটি শুদ্ধ?
রহিমা পাগলি হয়ে গেছে
রহিমা পাগল হয়ে গেছে
রহিমা পাগলিনী হয়ে গেছে
রহিমা পাগলী হয়ে গেছে
3743. শুদ্ধ বাক্য নির্দেশ করুন-
দৈন্যতা প্রশংসনীয় নয়
দীনতা প্রশংসনীয় নয়
দৈন্যতা নিন্দনীয়
দৈন্যতা অপ্রশংসনীয়
3744. নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন।
সভাপতি প্রস্তাবটি অনুমোদন করেছেন।
সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।
সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়নি।
3745. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
সমুদয় পক্ষীই নীড় বাঁধে
চোরটি সব মালসুদ্ধ ধরা পড়েছে
দশচক্রে ঈশ্বর ভূত
তার বৈমাত্রেয় সহোদর অসুস্থ
3746. 'সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন' বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন
সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
খ, গ উভয়েই
3747. নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
নিশ্চিত সংবাদ পেয়েছ কি?
চিক চিক করে বালি কোথা নাহি কাদা
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ
রাঙ্গামাটি পার্বত্য এলাকা
3748. কোনটি শুদ্ধ বাক্য?
এ কথা প্রমান হয়েছে
এ কথা প্রমাণ হয়েছে
এ কথা প্রমানিত হয়েছে
এ কথা প্রমাণিত হয়েছে।
3749. কোন বাক্যটি শুদ্ধ?
তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন
বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়
আমার আর বাঁচিবার স্বাদ নাই
কোনো বাক্যই শুদ্ধ নয়
3750. কোনটি শুদ্ধ বাক্য?
অধ্যয়নই ছাত্রদের তপস্যা
অধ্যায়ন ছাত্রদের তপস্যা
অধ্যাপনাই ছাত্রদের তপস্যা
অধ্যাপনা ছাত্রদের তপস্যা
3751. কোন বাক্যটি শুদ্ধ?
আমি সন্তোষ হলাম
আমি সন্তোষ্ট হইলাম
আমি সন্তুষ্ট হলাম
আমি সন্তুষ্ট হলাম
3752. কোনটি শুদ্ধ বাক্য?
ইহার আবশ্যক নাই
বুনো ওল, বাঘা তেঁতুল
বুনো কচু, বাঘা তেঁতুল
ইহা প্রমাণ হইয়াছে
3753. 'রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য' বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য
রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য
রচনাটির উৎকর্স অনস্বীকার্য
রচনাটির উৎকর্ণ অনস্বীকার্য
3754. শুদ্ধ কোনটি?
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার
অন্ন অভাবে প্রতিটি ঘরে হাহাকার
অন্ন অভাবে প্রতিটি ঘরে ঘরে হাহাকার
অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার
3755. কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে?
অন্যায়ের ফল অনিবার্য
অন্যায়ের ফল আবশ্যক
বিধি লঙ্ঘন হয়েছে
কোথায় আমরা একত্র হব?
3756. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত
আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত
আবশ্যক ব্যয়ে কার্পন্য অনুচিত
3757. কোনটি সঠিক?
চলাকালীন সময়ে
চলাকালের সময়ে
চলাকালে
চলাকালিন সময়ে
3758. কোন বাক্যটি শুদ্ধ?
তুমি কি ঢাকা যাবে?
তোমরা কী ঢাকা যাবে?
তোমরা কী ঢাকায় যাবে?
তুমি কী ঢাকা যাবে?
3759. 'সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে।' বাক্যটিতে কি ধরনের ভুল আছে?
বানান
বচন
পদ
বিভক্তি
3760. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
তিনি গুণীজন; সম্মান তাঁর প্রাপ্য
দুষ্কৃতিকারীদের ছুটি দেওয়া উচিত নয়
তিনি স্বস্ত্রীক বেড়াতে এসেছে
ছেলেরা সকলে একত্রিত হয়ে খেলছে