MCQ
3781. 'প্রৌঢ়' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
প্র+উঢ়
প্র+উড়
প্রঃ+উঢ়
প্রো+উঢ়
3782. 'নিপাতনে সিদ্ধ সন্ধি' সম্পর্কে কোনটি সঠিক?
যে সন্ধি ব্যাকরণর কোনো নিয়ম মানে না
যে সন্ধি সকল বিষয় মানে
যে সন্ধি দুইটি ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়
কোনটিই নয়
3783. বাংলা সন্ধি কত প্রকার?
দুই
তিন
চার
পাঁচ
3784. . 'নবোঢ়া' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
নব+উঢ়া
নবঃ+উঢ়া
নবো+উঢ়া
নব+উয়া
3785. 'মহর্ষি' শব্দের সঠিক সন্ধি কোনটি?
মহ+আর্ষি
মহা+ঋষি
মহা+অর্ষি
মহো+ঋষি
3786. 'স্বৈর' শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-
স্বর+ইর
স+ঈর
স্বীয়+ইর
স্ব+ঈর
3787. কোনটি শুদ্ধ বাক্য?
একটি গোপন কথা বলি
একটি গোপনীয় কথা বলি
একটি গোপনীয়তার কথা বলি
এক গুপ্ত কথা বলি
3788. 'মহৌষধি' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
মহ+ওষধি
মহা+ওষধি
মহ+ঔষধি
মহা+ঔষধি
3789. 'গীতাঞ্জলি' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
গিত+অঞ্জলি
গীত+অঞ্জলি
গীত+আঞ্জলি
গীতা+অঞ্জলি
3790. নিচের কোনটি 'অন্বেষণ' শব্দের সন্ধিবিচ্ছেদ?
অণু+এষণ
অনু+এষণ
অণু+এষন
অনু+এষন
3791. সন্ধি বিচ্ছেদ করুন:
সূর্য+দয়
সূর্য+উদয়
সূর্যো+দয়
কোনাটিই না
3792. নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?
বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত
সমাসবদ্ধ পদে সন্ধি করা অনুচিত
ধাতুর সঙ্গে প্রযুক্ত উপসর্গে সন্ধি করা অনুচিত
উপরের কোনোটিই নয়
3793. 'পশ্বাধম' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
পশু+অধম
পশ্ম+অধম
পশ+ধম
পশু+ধম
3794. 'ইত্যাকার' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
ইতি+আকার
ইত্যা+কার
ইতি+কার
ইত+আকার
3795. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
গো+অক্ষ = গবাক্ষ
পৌ+অক = পাবক
গবি+অঙ্গ = বঙ্গ
যতি+ইন্দ্র = যতীন্দ্র
3796. 'প্রত্যেক' শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি?
প্র+তেক
প্রতে+এক
প্রতি+এক
প্রতি+ক
3797. 'অতীত' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
অতি+ইত
অতী+ত
অত+ইত
অত+ঈত
3798. 'মন্বন্তর' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
মন+অন্তর
মনু+অন্তর
মনন+অন্তর
মনুন+অন্তর
3799. 'বারীশ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
বারী+ঈশ
বারি+ঈশ
বারী+ইশ
বারি+ইশ
3800. 'নায়ক' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
নে+অক
নো+অক
নৈ+অক
নঃ+অক