MCQ
5041. যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন, তাকে বলে- (বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার: ২২/ প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পাউন্ডার: ২০)
যৌগিক শব্দ
যোগরূঢ় শব্দ
রূঢ়ি শব্দ
মৌলিক শব্দ
5042. 'মিতালি' কোন প্রকৃতির শব্দ? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক:১৬]
যৌগিক
রূঢ়ি
অব্যয়
যোগরূঢ়
5043. 'তুমি আসবে বলে, আমি অপেক্ষা করছি'। কোন ধরনের বাক্য? (প্রবাসী কল্যাণ ব্যাংক লি, অফিসার (ক্যাশ)। ১৪/
সরল বাক্য
যোগরূঢ়
জটিল বাক্য
যৌগিক বাক্য
5044. যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে।' কোন ধরনের বাক্য? ২৫তম বিসিএস।
সরল
অনুজ্ঞামূলক
যৌগিক
জটিল
5045. 'তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।' এটি কোন ধরনের বাক্য? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক। ১৩/
সরল বাক্য
ব্যাস বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
5046. 'যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম' এটি কোন জাতীয় বাক্য? (২৬তম বিসিএস।
সরল বাক্য
মিশ্র বাক্য
মৌলিক বাক্য
যৌগিক বাক্য
5047. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়- (১৭তম বিসিএস / প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (ক্যাশ): ১৯)
দুই ভাগে
তিন ভাগে
চার ভাগে
পাঁচ ভাগে
5048. 'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এটি একটি- (৩২তম বিসিএস)
জটিল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
সরল বাক্য
5049. ২৯. 'তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল।' এটি কোন ধরনের বাক্যের উদাহরণ?/৩৩তম বিসিএস
সরল
বিভ্রমপূর্ণ বাক্য
মিশ্র বা জটিল
যৌগিক
5050. কোনটি মৌলিক শব্দ? (সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: ১২।
কলোনা
ডিঙ্গা
ফুল
চাকা
5051. কোন দুটি শব্দ যৌগিক শব্দ? (সরকারী মাধ্যমিক সহকারী শিক্ষক: ০৮]
হস্তী, বাঁশি
গায়ক, বাবুয়ানা
রাজপুত, সহযাত্রা
ঢাকা, গোলাপ
5052. 'আমি যাব, তবে কাল যাব' এটি কোন শ্রেণির বাক্য? (ডাক বিভাগের পোস্টম্যান। ২৩/ সিলেট গ্যাস ফিল্ড লি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ১৩/
সরল বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
মিশ্র বাক্য
5053. মৌলিক শব্দ কোনটি? (১৪তম বিসিএস)
গোলাপ
শীতল
নেয়ে
গৌরব
5054. 'যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে' এটি কোন ধরনের বাক্য? বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী পরিচালক (প্রশাসন): ১৬
সংযুক্ত বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
5055. 'যতই পরিশ্রম করবে, ততই ফল পাবে'-৮ম প্রভাষক নিবন্ধন। ১২]
নির্দেশক বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
5056. গঠন অনুসারে শব্দ কয় প্রকার? (বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার: ২১ / পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯)
তিন
দুই
পাঁচ
চার
5057. কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না- (উত্তরা ব্যাংক লি. অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ): ০৮ / বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ০১)
যৌগিক শব্দ
যোগরূঢ় শব্দ
রূঢ়ি শব্দ
মৌলিক শব্দ
5058. নিচের কোনটি সরল বাক্য তা চিহ্নিত করুন। (সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ০৭/
ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে অনুপস্থিত
ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরের বাইরে আছে
ইহাদের মত রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই
ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই
5059. 'যদি বৃষ্টি হয়, তবে বের হব না।' বাক্যটি কোন ধরনের? [গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার। ১৩/
সরল বাক্য
নির্দেশাত্মক বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
5060. 'সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র।' কোন বাক্য? ১৯২ বেসরকারী প্রভাষক নিবন্ধন। ১৩/
নির্দেশাত্মক বাক্য
যৌগিক বাক্য
বিস্ময়বোধক বাক্য
জটিল বাক্য