Image
Questions
5061. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়- ( রাকাব এর অফিসার: ১৪)
পদ
ধ্বনি
কারক
ঘবর্ণ
5062. 'হযরত মোহাম্মদ (স.) ছিলেন একজন আদর্শ মানব' বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণির- (১৭তম বিসিএস)
মিশ্র
যৌগিক
জটিল
সরল
5063. শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয়? (জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১১)
রূপ
বাক্য
শব্দাংশ
অর্থ
5064. অর্থবোধক ধ্বনিকে বলা হয়- [পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক:১১]
বাক্য
উপসর্গ
শব্দ
প্রত্যয়
5065. 'সকল আলেমগণ আজ উপস্থিত।' এ বাক্যটি কোন দোষে দুষ্ট? (বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২২/৭ম শিক্ষক নিবন্ধন: ১১।
গুরুচণ্ডালী দোষে
বিদেশি শব্দ দোষে
দুর্বোধ্যতা দোষে
বাহুল্য দোষে
5066. 'সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে'। বাক্যটি- (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক। ২৩/ জনতা ব্যাংক লি. অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার। ১৫/
মিশ্র
সরল
যৌগিক
জটিল
5067. এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী: ১১]
পদ
শব্দ
প্রকৃতি
ধাতু
5068. 'জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র' এটি কোন ধরনের বাক্য? প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক। ০৯)
জটিল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
সরল বাক্য
5069. গঠন অনুসারে বাক্য কত প্রকার? নির্বাচন কমিশনের অফিস সহায়ক। ২০/ জাতীয় সংসদ সচিবালয়ের হারিণত কর্মকর্তী। ২৩/ মাউশি'র হিসাব সহকারী। ২৩/
দুই প্রকার
তিন প্রকার
পাঁচ প্রকার
ছয় প্রকার
5070. বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়- (সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: ০৯)
৫ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
২ প্রকার
5071. 'মিথ্যাবাদীকে কেউ ভালবাসে না' কোন ধরনের বাক্য? (রাজশাহী বিশ্ববিদ্যালয় (আইন): ০৮-০৯)
যৌগিক
মিশ্র
জটিল
সরল
5072. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? (১০তম বিসিএস)
শবপোড়া
শবমড়া
শবদাহ
মড়াদেহ
5073. বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? [৩৫তম বিসিএস]
লিঙ্গ পরিবর্তন দ্বারা
সমাস দ্বারা
উপসর্গ যোগে
ক, খ, গ তিন উপায়েই হয়
5074. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়/ কোনটি সার্থক বাক্যের গুণ নয়? ৩৮তম/৩৫তম বিসিএস)
যোগ্যতা
আসত্তি
আসক্তি
আকাঙ্ক্ষা
5075. 'মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।' কোন ধরনের বাক্য? (পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর: ২৩/ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা। ২২/ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০১/
সরল
বিবৃতিমূলক
যৌগিক
মিশ্র
5076. 'গুরুচণ্ডালী দোষ' বলতে বুঝায়- ডাক বিভাগের উচ্চমান সহকারী: ২২ / তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা: ৯৭)
সাধু ও চলিত ভাষার মিশ্রণ
সাধু ও আঞ্চলিক ভাষার মিশ্রণ
বিদেশি ও দেশি ভাষার মিশ্রণ
বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণ
5077. নতুন শব্দ গঠন করে- (১২তম বেসরকারী প্রভাষক নিবন্ধন: ১৫)
সন্ধি ও সমাস
সন্ধি ও কারক
সমাস ও পদ
প্রত্যয় ও পুরুষ
5078. কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত? (৯ম প্রভাষক নিবন্ধন: ১৩]
তার বাহিরে যাবার সময় হয়েছে
সে স্কুলে যাবে
তার বিবাহ হয় নাই
তাহারা রওয়ানা হলো
5079. 'সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত' এটি কোন ধরনের বাক্য? সিমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা অফিসার: ০৭/
সরল
মিশ্র
জটিল
যৌগিক
5080. 'আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো' বাক্যটিতে কোন দোষ আছে? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০১]
বাগধারার দোষ
বাহুল্য দোষ
উপমার ভুল প্রয়োগ
গুরুচণ্ডালী দোষ