MCQ
21. কোনটি বলের একক নয়?
ডাইন
নিউটন
পাউন্ডাল
জুল
22. ইনসুলিন মানবদেহের কোন অংশ হতে নিঃসৃত হয়?
যকৃত
অগ্ন্যাশয়
পাকস্থলি
ক্ষুদ্রাস্ত্র
23. এক গ্রাম ফ্যাট হতে যে পরিমাণ শক্তি পাওয়া যায়
৯.০ kcal
৯.৮ kcal
৯.৩ kcal
৯.৬ kcal
24. কক্ষ তাপমাত্রায় নিম্নের কোনটি তরল?
Fe
CI2
Br2
I2
25. চেহারা দেখার জন্য যে দর্পণটি ব্যবহৃত হয় সেটি হলো একটি-
উত্তল দর্পণ
অবতল দর্পণ
সমতল দর্পণ
উভোত্তল দর্পণ
26. কোনটি মানবদেহের জন্য ভাল কোলেস্টেরল?
HDL
VLDL
LDL
TG
27. দুধ হচ্ছে-
জেল
ইমালশন
দ্রবণ
সাসপেনশন
28. নিচের কোনটি আয়নিক যৌগ?
CH4
CH3CI
NaCI
PCI3
29. নিম্নের কোনটির মান সর্বদা ঋণাত্মক?
দহন তাপ
বিক্রিয়া তাপ
সংঘটন তাপ
দ্রবণ তাপ
30. কোনটি কলেরা, টাইফয়েড ও যক্ষ্মা রোগের সৃষ্টি করে?
ব্যকটেরিয়া
ভাইরাস
সিজেলা
জিয়াডিয়া
31. আমরা যখন কথা বলি তখন শব্দশক্তি রূপান্তরিত হয়-
তড়িৎ শক্তিতে
যান্ত্রিক শক্তিতে
আলোক শক্তিতে
গতি শক্তিতে
32. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হলো-
Uranium-235
Uranium-238
Uranium-233
Uranium-239
33. অ্যান্টিবায়েটিক কাদের উপর কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না?
ব্যাকটেরিয়া
ছত্রাক
শৈবাল
ভাইরাস
34. খাদ্যের কোন উপাদানটি মূলত পচনের জন্য দায়ী?
ভিটামিন
পানি
লিপিড
প্রোটিন
35. কোন আলোতে সালোকসংশ্লেষণ হয় না?
লাল
নীল
বেগুনী
সবুজ
36. নিচের কোনটি ভিনেগার?
6-10% C6H5COOH
6-10% CH3COOH
6-10% C2H5COOH
6-10% HCOOH
37. দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কোনটি?
অ্যান্টিজেন
এ্যান্টিবডি
প্রোটিন
রক্ত
38. কোনটি লিপিডের বৈশিষ্ট্য নয়?
এটি বর্ণহীন
এটি গন্ধহীন
এটি স্বাদহীন
এটি পানিতে অদ্রবনীয়
39. পৃথিবীর মুক্তি বেগ ∨ হলে, যে গ্রহের ব্যাসার্ধ ও ভর পৃথিবীর ব্যাসার্ধ ও ভরের দ্বিগুণ সে গ্রহের মুক্তি বেগ কত হবে?
4V
2V
V
1/2 V
40. স্পিরলিনা কী?
ছত্রাক
শৈবাল
ব্যকটেরিয়া
ভাইরাস