Image
MCQ
1101. কোন চরিত্রটি 'বিষাদসিন্ধু' গ্রন্থের অন্তর্গত নয়?
হাসান
হোসেন
রাধা
মারোয়ান
1102. মুক্তিযুদ্ধ নির্ভর কাব্যগ্রন্থ কোনটি?
বন্দী শিবির থেকে
পাগলা গারদ থেকে
সূর্যদীঘল বাড়ি
এখন যৌবন যার
1103. 'তোমাকে অভিবাদন, বাংলাদেশ' কে বাংলাদেশকে অভিবাদন জানিয়েছেন?
আল মাহামুদ
সৈয়দ শামসুল হক
সৈয়দ আলী আহসান
সুকান্ত ভট্টাচার্য
1104. বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
স্বর্ণলতা
বিষবৃক্ষ
নৌকাডুবি
গৃহদাহ
1106. চাঁদ সদাগরকে কোন মঙ্গলকাব্যে পাওয়া যায়?
কালিকা মঙ্গল
শীতলা মঙ্গল
অন্নদা মঙ্গল
মনসামঙ্গল
1107. 'মোদের গরব, মোদের আশা/আ মরি বাংলা ভাষা' চরণটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
রজনী কান্ত সেন
অতুলপ্রসাদ সেন
1108. 'ইউসুফ জোলায়খা'র কাহিনী কাব্য কোন কবি লিখেছেন?
শাহ মুহাম্মদ সগীর
দৌলত উজীর বাহারাম খাঁ
আব্দুল করিম খোন্দকার
মুহম্মদ উজীর আলী
1109. 'লোকে বলে, বলে রে ঘরবাড়ি ভালা না আমার' চরণটির রচয়িতা কে?
লালন শাহ
মদন বাউল
পাগলা কানাই
হাসন রাজা