Image
MCQ
161. নাগাসাকি কোন দেশের শহর?
কম্বোডিয়া
জাপান
ফিলিপাইন
ভিয়েতনাম
162. 'পায়ের তলায় সর্ষে' বাগধারার অর্থ কী?
অলুক্ষণে
আসন্ন বিপদ
অস্থির
অকর্মণ্য
163. 'অদৃশ্য'শব্দের বিপরতিার্থক শব্দ কোনটি?
বাস্তব
দৃশ্যমান
দৃষ্টিমান
সদৃশ
164. হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
জিবুতি
মাদাগাস্কার
শ্রীলংকা
ভারত
165. IMF এর পূর্ণ অভিব্যক্তি কী?
International Mandatory Fund
International Monetary Fund
International Matching Fund
International Mutual Fund
166. পাওয়ার ট্রান্সমিশন কেন High Voltage এ করা হয়?
বেশি কারেন্ট পাবার জন্য
দূরবর্তী স্থানে ট্রান্সমিশন করার জন্য
ট্রান্সমিশন লাইনের খরচ কমানোর জন্য
উপারের সবকটি
167. Complete the sentence with the best option. If you had studied hard,
You would succeed in the examination
You should have succeeded in the examination
You could succeed in the examination
You would have succeeded in the examination
170. বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে?
আইন মন্ত্রী
আইন সচিব
এটর্নী জেনারেল
প্রধান বিচারপতি
171. বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে পুরোপুরি বের হয়ে যাবে?
২০২৬
২০৩০
২০৩৬
২০৪১
172. 'ভেটো' ক্ষমতার অধিকারী কোন কোন রাষ্ট্র?
জাতিসংঘের সাধারণ পরিষদের সকল সদস্য রাষ্ট্র
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্য রাষ্ট্র
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ
জাতিসংঘের মহাসচিব
174. FAO এর সদর দপ্তর কোথায়?
ওয়াশিংটন
মস্কো
রোম
টোকিও
175. ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কোনটি?
২০১৯-২০২৪
২০২১-২০২৫
২০২০-২০২৫
২০২১-২০২৬
176. ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট তৈরি করা হয়-
টাংস্টেন
আয়রণ
কার্বন
লেড
177. নিম্নের সংস্থাসমূহের মধ্যে বাংলাদেশ কোনটির সদস্য নয়?
BIMSTEC
OIC
D-8
ASEAN
178. নিম্নের কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নয়?
আফগানিস্তান
ভুটান
মালদ্বীপ
মিয়ানমার
179. রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা-
২৪০০ মেগাওয়াট
২২০০ মেগাওয়াট
২৩০০ মেগাওয়াট
২১০০ মেগাওয়াট
180. ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম
স্মার্ট বাংলাদেশ
প্রগ্রেসিভ বাংলাদেশ
এনলইটেড বাংলাদেশ
পোভার্টিলে বাংলাদেশ