MCQ
1021. রাখাইনের পূর্ব নাম কী?
রেঙ্গুন
আরাকান
কাচিন
শানা
1022. 'ভাসানচর' কোন জেলায় অবস্থিত?
চট্টগ্রাম
ভোলা
নোয়াখালী
কক্সবাজার
1023. কোভিড-১৯ ভাইরাস বাংলাদেশে প্রথম কবে সনাক্ত হয়?
২০ ডিসেম্বর, ২০১৯
১৮ ফেব্রুয়ারি, ২০২০
৮ মার্চ, ২০২০
০১ এপ্রিল, ২০২০
1024. Which one is the correct spelling?
desiase
desease
disease
disese
1025. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি উইলিয়াম এ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক?
ভারত
অস্ট্রেলিয়া
যুক্তরাজ্য
নেদারল্যান্ড
1026. Choose the correct preposition. Be aware –
At
Of
to
about
1027. ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে-
ইউনেস্কো
বিশ্ব খাদ্য কর্মসূচি
ইউনিসেফ
নিরাপত্তা পরিষদ
1028. Exclusive Economic Zone (EEZ) এর দৈর্ঘ্য কৃত?
২০০ নটিকেল মাইল
৪০০ নটিকেল মাইল
৩০০ নটিকেল মাইল
১০০ নটিকেল মাইল
1029. কম্পিউটার মনিটরকে আরও বলা হয়-
DVU
UVD
VDU
CCTV
1030. নাচোল বিদ্রোহের নেত্রীর নাম কি?
প্রীতিলতা
লক্ষীরাণী
কাদম্বিনী
ইলা মিত্র
1031. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তর কোথায়?
রোম
প্যারিস
হেগ
জেনেভা
1032. বাংলাদেশ কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে?
২০২৪
২০২৬
২০২৮
২০৩০
1033. www (world wide web) এর জনক কে?
বিল গেটস
স্টিভ জবস
টিম বার্নাস লি
জেফ বেজোস
1034. Fill in the blank with the right option: 'River' is a/an--- noun.
proper
collective
abstract
Common
1035. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
১৩৩টি
১৪৩টি
১৫৩টি
১৭৩টি
1036. 'রাতারগুল' কোন জেলায় অবস্থিত?
রাঙ্গামাটি
সাতক্ষীরা
সিলেট
কক্সবাজার
1037. নির্মাণাধীন পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি?
৩৯টি
৪০টি
৪১টি
৪২টি
1038. দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
অর্থ সচিব
বাংলাদেশ ব্যাংকের গভর্নর
অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী
1039. Complete the sentence is observed as the Vivtory Day in Bangladesh.
16th December
26th March
17th April
14th December
1040. Fill in the blank with the right option: The poor ........... born to suffer.
are
is
were
has