MCQ
901. The main purpose of timber seasoning is –
to make Timber caonter
To make Timber fire resistant
To remove moisture at uniform rate
none of the above
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: কাঠের কোষ ও কোষ প্রাচীরে অবস্থিত পলরস ও জলীয়কণা যে প্রক্রিয়ায় অপসারণ করে তাকে কাঠের সিজনিং বা ঋতু সংকরণ বলে। সিজনিং বিভিন্ন উপায়ে অর্জন করা যেতে পারে, তবে লক্ষ্য হল শুকানোর সময় (সিজনিং ডিগ্রেড) কাঠের ক্ষতি রোধ করার জন্য টুকরোটির মাধ্যমে সমান হারে (uniform rate) জল অপসারণ করা।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. A steel plate db is sandwiched rigidly between two timber joists each Dx B/2 in section. The steel will be (where Young's modulus of steel is m times that of the timber).-BL3+ mb-13)/61]
2. If S and H are strength and hardness index of a timber at 12% moisture content, the composite sleeper index, is- (S+10H)/20
3. in which of the following directions, the strength of timber is maximum? - Farallel to grains
4. The horizontal timber piece provided at the apex of a roof truss which supports the common rafter is called Ridge board
902. EIA কী?
environmental impact assessment
engineering impact assessment
economic impact assessment
elongated impact assessment
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: যে কোন উন্নয়নমূলক প্রকল্প, পরিকল্পনা ও প্রোগ্রাম পরিবেশ ও আর্থসামাজিকতার উপর ক্ষতিকর বা উপকারী প্রভাব ফেলে। এই সমস্ত বিষয়গুলো ধারাবাহিক ভাবে চিহ্নিত করাকে পরিবেশগত প্রভাব নিরুপন বা environment Impact assessment (EIA) বলে। UNEP এনভাইরনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ) কে সংঙ্গায়িত করে একটি টুল হিসাবে যা সিদ্ধান্ত নেওয়ার আগে একটি প্রকল্পের পরিবেশগত, সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব সনাক্ত করতে ব্যবহৃত হয়।
উত্তর সহ কয়েকটি অনুরূল শুরুত্বপূর্ণ প্রশ্ন
ASTM এর পূর্ণরূপ কী- American Society for testing and materials.
ACI means- American Concrete Institute.
AASHO means- American Association of State Higway Officials.
AREA means- American Railway Engineering Association.
BNBC means- Bangladesh National Building Code.
BCI-British Concrete Institute.
WSD means- Working Stress Design.
USD means- Ultimate Strength Design.
903. In brick field, pugmill is used for- (ইটের ক্ষেত্রে, পর্ণমিল। ব্যবহৃত হয়-)
preparation of clay
drying of bricks
burning of bricks
moulding of bricks
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: পারমিল একটি গোলাকার লোহার পাত্র বিশেষ। এর আকৃতি তলাবিহিন বালতির ন্যায়। বর্তমানে বিভিন্ন আকৃতির পাগমিল পাওয়া যায়। ইটের মাটিতে প্লাস্টিসিটি প্রদানের লক্ষে যে প্রক্রিয়া অবলম্বন করা হয় তাকে টেম্পারিং বলে যা পরবর্তী প্রক্রিয়ার জন্য মাটিতে উপযুক্ত করে। এটি সাধারণত পাণ মিলে করা হয়। এই হিসাবে সঠিক উত্তর হতে পারে Temperign brick earth। কিন্তু প্রদত্ব অপশনে এটা অনুপস্থিত।
904. 100 ml পানি 1000 গ্রাম সিমেন্টের সাথে মিশ্রিত করলে Standard consistency কত হবে?
10
5
20
25
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: Standard consistency (wt of water/wt of cement)x100=(100/1000)×100=10
905. সিমেন্ট গুদামজাত করলে স্কুপের উচ্চতা নিচের কোন পরিমাপের অধিক হওয়া উচিত নয়?
১০ ব্যাগ
১৫ ব্যাগ
২০ ব্যাগ
কোনটি নয়
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: নোট:- গুদামজাত করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সিমেন্টের ব্যাগ সরাসরি মাটির উপর না রেখে শুষ্ক জায়গায় (সাধারণত মাটি থেকে ৬ ইঞ্চি উপরে) রাখতে হবে যাতে খুব সহজে পানির সংস্পর্শে না আসতে পারে এবং পাশের ব্যাগের সাথে একেবারে লাগিয়ে পরের ব্যাগগুলো রাখতে হবে যেন দুই ব্যাগের মাঝের পথ দিয়ে কোনভাবে বায়ু চলাচল না করতে পারে।
906. On the basis of Intensity of earthquakes in Bangladesh has been divided into generalized zone of. (বাংলাদেশকে কয়টি সিসমিক জোনে বিভক্ত করা হয়ে)
২
৩
৪
৫
Civil MCQ
হাইড্রোলজি এন্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
hydrology and water resource engineering mcq
ব্যাখ্যা: ভূমিকম্প প্রবণ এলাকাগুলোকে সিসমিক রিস্ক জোন (Seismic risk zome) বলে। ১৯৮৯ সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প বলয় সম্বলিত মানচিত্র তৈরি করে। এ মানচিত্রে বাংলাদেশকে তিনটি প্রধান বলয়ে ভাগ করা হয়। আর এ বলয়গুলোকে একসাথে বলা হয় "সিসমিক রিস্ক জোন" যদি ও না ইঘইঈ-২০২০ তে এটা কে এর মাত্রায় উপর ভিক্তি করে ৪ ভাগে ভাগ করা হয়েছে যা।
1.Low (Zone 1) 2.Modetate (Zone II) 3. Serve (Zone III) 4. Very Serve (Zone IV)
উত্তর সহ কয়েকটি অনুরল গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Hydrodynamic pressure due to earthquake acts at a height of-4H/3 above the base .
2. Horizontal acceleration due to earthquake results in-Inertia force into the body of the dam.
3. The bracing between two columns of a steel tank will be designed to resist - Horizontal, shear due to wind or earthquake 2.5% of column loads.
4. Steel tanks are mainly designed for - Weight of tank.
5. For earthquake resistant masonry buildings, the vertical distance between openings one above the other in a load bearing wall shall not be less than -60cm
907. The water bearing Strata is called –
an aquiclude
an aquifer
an aquifage
zone of saturation
Civil MCQ
হাইড্রোলজি এন্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
hydrology and water resource engineering mcq
ব্যাখ্যা: Aquifer হলো প্রবেশযোগ্য শিলা, বালি, পলল বা মাটির একটি ভূগর্ভস্থ স্তর, যা জল সংগ্রহ করে বা ধরে রাখে।
উত্তর সহ কয়েকটি অনুরুদ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. The drainage water intercepting the canal can be disposed of by passing the canal below the drainage in-
Super passage and canal syphon
2. River training for depth is achieved by - Groynes and bandalling
3. Pick up the correct statement from the following: - The top most water bearing strata having no aquifer, is known as non-artesian aquifer.
4. The rate of rainfall for successive 10 minute periods of a 60 minute duration storm, are shown in the below no
figure. If the value of index is 3 cm/hour, the runoff will be - 3cm.
5. A land is known as waterlogged - Capillary fringe reaches the root zone of plants
908. প্রথম শ্রেণির ইট পানিতে ভিজিয়ে রাখলে তা নিজস্ব ওজনের সর্বোচ্চ কত অংশ পানি শোষণ করবে?
1/5
1/4
1/6
1/3
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained:1/6 অংশ বা 20%
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1.প্রথম শ্রেণির ইট পানিতে ভিজিয়ে রাখলে তা নিজস্ব ওজদের সর্বোচ্চ কত অংশ পানি শোষণ করে -1/6
2. প্রথম শ্রেণির ইটের নূন্যতম ক্রাশিং স্ট্রেংথ সাধারণত কত MN/m² হয়ে থাকে- ১০.৫
3. ইট সাধারণত কত ঘন্টা পানিতে ডুবিয়ে রাখা হয়- ২৪ ঘণ্টা।
4. ১ম শ্রেণির ইটের বিচূর্ণন শক্তি হবে 400-700 ton/m^2.
5. ইটে লবণের পরিমাণ সর্বোচ্চ কত হবে ২.৫%।
6. একটি ১ম শ্রেণির ইটের ওজন সাধারণর কত হয়- ৩.১২৫ কেজি।
7. ১ম শ্রেণির ইটের মাপ 240mmx112mmx70mm/ 9.5”x4.5”x2.75"
৪. সাধারণত কত উচ্চতা থেকে ইটকে টি আকারে ছেড়ে দেওয়া হয়- 1.5 m.
909. দেশীয় ইটের আদর্শ আকার কত ইঞ্চি?
9.5" x 4.5" x 2.75”
9.5" x 4.5" x 3.75"
9.5" x 5.5” x 2.75”
8.5” x 5.5" x 2.75”
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: প্রমাণ সাইজের ইটের মাপ, মসলা বিহীন = 9.5" x4.5” x 2.75"=
24.2 cm x11.4 cm x 7 cm"
মসলাসহ ইটের মাপ = 10"×5"×3"
25.4 cm x 12.7 cm x 7.6 cm
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. PWD অনুসারে হাতে তৈরি ইটের সাইজ কত- 9.5"x4.5"x2.75".
2. প্রথম শ্রেণির ইট পানিতে ভিজিয়ে রাখলে তা নিজস্ব ওজনের সর্বোচ্চ কত আশ পানি শোষণ করে 1/6,
3. ইট সাধারণত কত ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখা হয়- ২৪
4. ১ম শ্রেণির ইটের বিচূর্ণন শক্তি হবে 400-700 ton/m^2.
5. ইটে লবণের পরিমাণ সর্বোচ্চ কত হবে- ২.৫%।
6. একটি ১ম শ্রেণির ইটের ওজন সাধারণত কত হয়- ৩,১২৫ কেজি।
7. ১ম শ্রেণির ইটের মাপ -240mmx112mmx70mm/ 9.5"x4.5"x2.75".
৪. সাধারণত কত উচ্চতা থেকে ইটকে টি আকারে ছেড়ে দেওয়া হয়- 1.5 m
910. ইট প্রস্তুতের মাটিতে সবচেয়ে বেশী প্রয়োজনীয় উপাদান দুটি হলো?
সিলিকা ও এলুমিনা
সিলিকা ও ম্যাগনেসিয়া
ম্যাগনেসিয়া ও লাইম
সিলিকা ও লাইম
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: সিলিকা কাঁচা ইটের ফাটল, সংকোচন ও দুমড়ানো মুচকানো প্রতিরোধ করে। অপরদিকে, এলুমিনা কাঁচা ইটের জোড়ক পদার্থ হিসাবে কাজ করে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1.'ইটে ফাটল, বক্রতা ও সংকোচন রোধ করে কোনটি- সিলিকা।
2.ইটকে শক্তি ও উচ্চ তাপ প্রতিরোধ ক্ষমতা দান করে কোনটি- সিলিকা।
3.ইটে সিলিকার পরিমাণ কত -55%.
4. ইটে অ্যালুমিনার পরিমাণ কত 30%.
5. ইটে আয়রন অক্সাইডের পরিমাণ কত- 8%,
6. ইটে ম্যাগনেসিয়াম পরিমাণ কত- 5%.
911. কোন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশের একমাত্র কৃত্তিম হ্রদ তৈরী করা
কর্ণফুলী
সাঙ্গু
তিস্তা
মেঘনা।
Civil MCQ
হাইড্রোলজি এন্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
hydrology and water resource engineering mcq
ব্যাখ্যা: কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয়।
912. A good quality of stone absorbs water less than- (একটি ভালো মানের পাথর... এর কম পানি শোষন করবে)
5%
10%
15%
20%
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: ওভেন ড্রাইড, ঠান্ডা নমুনা পাথর কক্ষ তাপমাত্রায় ২৪ ঘন্টা ভিজিয়ে রাখা হয়। একটি ভালো মানের নির্মাণ পাথর একদিন পানিতে নিমজ্জিত করলে তার নিজস্ব ওজনের ৫% এর বেশি পানি শোষন করবে না।
উত্তর সহ কয়েকটি অনুরুপ শুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Pick up the correct statement in case of water supply.-Pipes laid in trenches and pipes fixed to walls are measured separately. Cutting through walls and floors are included with the item. Pipes are classified according to their sizes and quality
2. Pick up the correct statement from the following: The quality of water governs the strength of concrete, 10% cxcess of water reduces the strength of concrete by 15%, 30% cxcess of water reduces the Strength of encritte by 30%
3. The strength and quality of concrete, depend upon:- Grading of aggregaten, Surface area of Agregates, Shape of aggregates
4. Quality of water is said to be good if it is-Fret from suspended matter. Colourless, Frez from pathogente ergmiom
5. The factor to be considered for the source of city water supply, is Quantity and quality of the available water, Elevation of the source of water, General terrain intervening the area
913. কাঠের Seasoning-এর উদ্দেশ্য কী?
জলীয় বাষ্প হ্রাস করা
ছত্রাকের আক্রমণ প্রতিহত করা
কাঠের আয়ুষ্কাল বৃদ্ধি করা
সবগুলো
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained:- কাঠের Seasoning-এর আরো কিছু উদ্দেশ্য রয়েছে-
১. টিম্বারকে রংকরনের উপযোগী করা।
২. টিম্বারের শক্তি বৃদ্ধি করা।
৩. টিম্বারের সংকোচন ও প্রশারণ দূর করা।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূন প্রশ্ন
১. কাঠের Seasoning এর উদ্দেশ্য কী জলীয় বাষ্প হ্রাস করা, ছত্রাকের আক্রমণ প্রতিহত করা, কাঠের আয়ুষ্কাল বৃদ্ধি করা।
২. ভেজা কাঠে সাধারণত শতকরা কত অংশ পানি থাকে 40% to 60%.
৩. কাঠের সিজনিং করে সাধারণত শতকরা কত অংশ পানি রাখা হয়- ৮% থেকে ১৪%।
৪. টিম্বারের আর্দ্রতা ১% হলে এর শক্তি কতগুণ বৃদ্ধি পায় - ৩ গুণ।
5. সিজনিং এর কোন পদ্ধতি বাংলাদেশের সর্বত্র ব্যবহৃত হয় পানি সিজনিং।
6. কোন সিজনিং কে সল্ট সিজনিং বলা হয় রাসায়নিক সিজনিং।
914. নিচের কোনটি ভালো ইটের বৈশিষ্ট্য?
ইট কিছুটা over burnt হলে
ইটের ওজন ৬ পাউন্ড হলে
আকার, আকৃতি, রং এবং শক্তি সঠিক হলে
কোনটিই নয়
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: উত্তম রুপে পোড়ানো সুষম আকার ও সমবর্ণ বিশিষ্ট ইটকে এক নম্বর ইট-(First Class Brick) বলে। এর রং গাঢ় লাল ও তলগুলো তুলনামুলকভাবে মসৃণ হয় এবং কোথাও কোন চিড়, ফাট বা বৃষ্টির দাগ থাকে না। এতে নক দিয়ে আঁচড় কাটা যায় না।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. একটি উত্তম ইট পানিতে ভিজিয়ে রাখলে তার ওজনের কত অংশ পানি শোষণ করে ১/৬.
2.বাংলাদেশে প্রচলিত ইটের ওজন -3.125 Kg.
3. প্রচলিত ইটের আকার 9.5"x4.5"×2.75",
4. ইটে পানি শোষনের পরিমাণ 20%
5. ১ম শ্রেণির ইটের বিচুর্ণন শক্তি হবে 400 to 700 ton/m2.
6. ইটে লবণের পরিমাণ সর্বোচ্চ কত হবে- 2.5%
7. সাধারণত ইট কত ঘন্টা ভিজিয়ে রাখা হয়- 24.
8. সিমেন্টের গুণাগুণ নির্ণয়ের পরীক্ষা কয়টি-৫
9. সিমেন্টে ফাইনাল সেটিং টাইম কত ঘন্টা- ১০
915. Flood hydrograph এর element কোনাটা ?
Rising limb
Base flow
Falling limb
উপরের সবগুলো
Civil MCQ
হাইড্রোলজি এন্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
Civil Department all mcq
hydrology and water resource engineering mcq
ব্যাখ্যা: flood hydrograph হল কোন স্থানের বৃষ্টিপাতের পরিমাণ ও নির্গমণের একটি গ্রাফিক্যাল উপস্থাপনা। flood hydrograph element
3 টি: Rising limb. Falling limb, Base flow or peak flow
উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. The quantity of water retained by the sub-soil against gravity, is known-Specific retention
2. To determine the discharge at a section in a stream from its rating curve, the required data are- stage at the section.
3. In the derivation of Thiem's formula, Q (SI- S2)/[2.3 log10(/)] the following assumption is not applicable-The well has been sunk up to the surface of the unconfined aquifer.
4. The peak of a 4 hour flood hydrograph is 240 m3 /sec. If the rainfall excess is 80 mm and base flow which is constant is 40 m3/sec, peak of 4hours unit hydrograph will be 25 m3/sec.
5. For the estimate of high floods in fan-shaped catchment, the formula used is - Inglis formula
916. cement উৎপাদনে জিপসাম কেন ব্যবহার করা হয়?
to control strength of cement
to control setting time of cement
to control density of cement
to control temperature
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: জিপসাম সিমেন্টের জমাট বাধার সময় নিয়ন্ত্রন করে। জিপসাম সিমেন্টের সেটিং এ্যাকশন এর গতিকে রোধ করে সেটিং টাইম বৃদ্ধি করে। জিপসাম সিমেন্টের Flash Sensing রোধ করে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. হাতে মিশ্রন পদ্ধতিতে সিমেন্ট বেশি লাগে- 10%
2. সিমেন্ট প্লাস্টারের পুরুত্ব-6-25 mm
3. সিমেন্ট মসলা দ্বারা গাঁধুনির কাজ প্রতিদিন কত উচ্চতার বেশি করা
উচিত নয়?- 1.5 m
917. Which of the following is the purest form of iron?
Cast Iron
Steel
Pig iron
wrought iron
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained:- পেটা লোহা (wrought iron) রোহার বিশুদ্ধতম রুপ। এটি ঢালাই লোহার (২.১% থেকে৪%) বিপরীতে খুব কম কার্বন (০.০৮% এর কম) সামগ্রীসহ একুট লোহার সংকর ধাতু। ইস্পাত লোহা এবং অন্যান্য উপাদানের একটি সংকর প্রাথমিকভাবে কার্বন। পিগ আয়রনে খুব বেশি কার্বন উপাদান থাকে, সাধারণত ৩.৫-৪.৫%।
918. Soundness of cement is tested by (সিমেন্টের সাউন্ডনেস দ্বারা পরীক্ষা করা হয়) ?
Vicat's apparatus
Le- chatelier apparatus
Compressive strength testing apparatus
None of these
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained:-সিমেন্টের সাউন্ডনেস প্রধানত দুটি পদ্ধতি দ্বারা পরীক্ষা করা হয়। EN-১৯৬(১৯৯৫), যা লে চ্যাটেলিয়ার পরীক্ষা পদ্ধতির উপর ভিত্তি করে এবং অটোক্লেভ পরীক্ষা (ASTM-C151,2015), যাতে নমুনার উপর চাপ প্রয়োগ করা হয়।
919. নিচের কোনটি এর উপাদান নয়?
Source of water
reatment system
Distribution system
Sanitation system.
Civil MCQ
হাইড্রোলজি এন্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
hydrology and water resource engineering mcq
ব্যাখ্যা: Water supply system এর উপাদানগুলো হলো:
Source of water
Collection system
Treatment system
Distribution system
920. নিচের কোন আকৃতির Soil particle কে Fine Aggregate বলে?
4.75 mm
below 4.76 mm
6.75 mm
above 6.75 mm
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: এমিগেটের আকার ASTM অনুযায়ী মূলত ব্রিটিশ স্টান্ডার্ড চালুনি দ্বারা পরিমাপ করা হয়। এই সকল চালুনি দ্বারা এগ্রিগেটের এফ এম নির্ণয় করা হয়।75 mm-4.75 mm পর্যন্ত coarse Aggregate এবং 4.75mm -0.15 mm পর্যন্ত Fine Aggregate হিসাবে বিবেচনা করে এর এফ এম নির্ণয় করা হয়। অর্থাৎ ফাইন এগ্রিগেটের সর্বোচ্চ আকার 4.75 mm.
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1.CBR test এ Soil particle এর maximum size -20 mm.
2.Pycnometer System এ Soil Particle এর size maximum -2 mm.
3. Soil particle এর effective size এর notation কী- D10.