836. উনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
ব্যাখ্যা: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে আখতারুজ্জামান ইলিয়াস রচিত মহাকাব্যিক উপন্যাস 'চিলেকোঠার সেপাই' (১৯৮৬)। উনসত্তরের গণঅভ্যুত্থানে যারা প্রধান শক্তি ছিল সেই শ্রমজীবী জনসাধারণ কিভাবে আন্দোলন পরবর্তী সময়টিতে প্রতারিত এবং বঞ্চিত হলো, বামপন্থীদের দোদুল্যমানতা, জাতীয় মুক্তির আকাঙ্ক্ষাকে যথাযথভাবে ধারণ করতে না পারার ফলে অজস্র রক্তপাত ও রাজনীতির ময়দান থেকে তাদের পশ্চাদপসরণ, আওয়ামী লীগ প্রধান শক্তি হয়ে ওঠা ইত্যাদি উপন্যাসটিতে মূল উপজীব্য হয়ে ওঠেছে। গ্রামজীবন নিয়ে লেখা ইমদাদুল হক মিলনের উপন্যাস 'ভূমিপুত্র'। 'মাটির জাহাজ' মাহমুদুল হকের উপন্যাস, 'কাঁটাতারে প্রজাপতি' সেলিনা হোসেনের উপন্যাস।