Image
MCQ
821. 'সবকিছু নষ্টদের অধিকারে যাবে' গ্রন্থটির রচয়িতা কে?
সৈয়দ আলী আহসান
সুকান্ত ভট্টাচার্য
হুমায়ুন আজাদ
ঘনির্মলেন্দু গুণ
822. ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক-
একই দিকে
উল্টো দিকে
উলম্ব রেখায়
সমান্তরালে
823. নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
রা ত্র হো অ
র বা ধী প নি
দ্র তা রি দা
সা ব ব অ ধ্যা
824. ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?
স্যার এ. এফ. রহমান
রমেশচন্দ্র মজুমদার
সৈয়দ সাজ্জাদ হোসায়েন
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
825. নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা?
১৮/ ৩৬
৫/৩
১৬/ ৩১
৪/১২
826. কে 'কর্তব্যের নৈতিকতা'র ধারণা প্রবর্তন করেন?
হ্যারল্ড উইলসন
এডওয়ার্ড ওসবর্ন উইলসন
জন স্টুয়ার্ট মিল
ইমানুয়েল কান্ট
827. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
শওকত আলী
সেলিনা হোসেন
আখতারুজ্জামান ইলিয়াস
সৈয়দ শামসুল হক
828. একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
০.৫% বেড়েছে
০.২৫% বেড়েছে
০.২৫% কমেছে
০.৫% কমেছে
830. 'RELATION'- এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
ИОГТАЈЗЯ
RELATION
ИОГТАЈЗЯИ
ЙОГТАЈНЯ
831. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?
চৈতালী ঘূর্ণি
রক্তের অক্ষর
বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
১৯৭১
834. কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
বিষের বাঁশি
যুগবাণী
ভাঙার গান
প্রলয় শিখা
835. "তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন- সাহেবের কথা"।
আইয়ুব খান
ইয়াহিয়া খান
ভুট্টো
কিসিঞ্জার
836. রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
পূর্ব
পশ্চিম
উত্তর
দক্ষিণ
837. 'Call me if you have any problems regarding your work.' Here 'regarding' is a/an-
Gerund
apposition
preposition
conjunction
839. উনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
ভূমিপুত্র
মাটির জাহাজ
কাঁটাতারে প্রজাপতি
চিলেকোঠার সেপাই