EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
881. |x-2|<3 হলে, m এবং n এর কোন মানের জন্য 11 <3x+5
m=1, n=10
m=2, n=20
m=3, n=30
m=4, n=40
ব্যাখ্যা: |x-2|<3 ⇒-3<x-2<3 =-1<x<5 [2 যোগ করে) =-3<3x15 13 দ্বারা গুণ করে] 2<3x+5<2015 যোগ করে) m<3x+5<n হলে m = 2 এবং n = 20
882. তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
অক্টোপাস
কালো বরফ
ক্রীতদাসের হাসি
নাঢ়াই
ব্যাখ্যা: মোট উৎপন্ন ফসলের তেভাগ বা দুই-তৃতীয়াংশের দাবিতে সংগঠিত বর্গাচাষিদের আন্দোলনের নাম তেভাগা আন্দোলন। শওকত আলী রচিত 'নাঢ়াই' তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস। গরিব কৃষকের ঘরে এক বালক সন্তানের অল্পবয়সী জননী ফুলমতি বিধবা হলে শুরু হয় বাঁচা মরার লড়াই। লোভ, লালসা, সম্পদ আর সম্ভ্রম লুণ্ঠনের নানা চক্রান্তের বিরুদ্ধে তাকে লড়াই করে টিকে থাকতে হয়। এ লড়াই এক সময় গরিব কৃষকের লড়াই তেভাগার সঙ্গে একাকার হয়ে যায়। শামসুর রাহমান রচিত 'অক্টোপাস' উপন্যাসে দেশ ভাগের চিত্র ফুটে ওঠেছে। 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে রচিত শওকত ওসমানের উপন্যাস। মাহমুদুল হক রচিত 'কালো বরফ' উপন্যাসটি দেশভাগের পটভূমিতে রচিত। এ উপন্যাসে শেকড় হারাবার বেদনার বিমর্ষ চিত্র ফুটে ওঠেছে।
884. কোনটি 'অগ্নি' শব্দের প্রতিশব্দ নয়?
অনল
হুতাশন
ফুলশ্বর
পাবক
885. 5x+8.5x+16.5x= 1 হলে, x এর মান কত?
-3
-2
-1
-1/2
ব্যাখ্যা: 5x +8.5x +16.5x= 1 =25.5x=1 =52.5x=50 =5x+2=5° ⇒x+2=0 x=-2
886. নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?
Wi-Fi
Bluetooth
Wi-Max
Cellular network
ব্যাখ্যা: Bluetooth-এর কভারেজ এরিয়া সাধারণত 10-100 মিটার। Wi-Fi বা Wireless Fidelity-এর কভারেজ এরিয়া 50-200 মিটার। Wi-Max বা Worldwide Interoperability for Microwave Access-এর কভারেজ এরিয়া 50 কিমি পর্যন্ত হয়ে থাকে।
887. A soporific speech is likely to -
be incomprehensible
put one to sleep
appeal primarily to emotions
stimulate action
ব্যাখ্যা: Hints: A soporific speech বলতে সে ধরনের বক্তৃতাকে বোঝায় যা দর্শক-শ্রোতার চোখে ঘুম নিয়ে আসে। এ ধরনের বক্তৃতা শুনে শ্রোতারা ক্লান্ত হয়ে পড়েন এবং চোখে ঘুম জড়িয়ে আসে। Soporific-causing a person to become tired and ready to fall asleep |
888. ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেল কোনটি?
অবকাঠামোগত
প্লাটফর্মভিত্তিক
সফ্টওয়্যার
উপরের সবগুলো
ব্যাখ্যা: কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে বিভিন্ন কম্পিউটিং রিসোর্স, যেমন- হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার ব্যবহার করাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। উল্লেখিত অপশনগুলোর প্রতিটি ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেল।
889. √-8×√-2 = কত?
-4
4
4i
-4i
ব্যাখ্যা: √-8x-2=√8x√-1x√2x√-1 = 2√2xix√2xi =4×i²-414×i²]
890. 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
বহ্নি
অলক
হুতাশন
পাবক
891. 'Once in a blue moon' means-
always
very rarely
nearly
hourly
ব্যাখ্যা: Hints: Once in a blue moon অর্থ কদাচিৎ বা প্রায় কখনো না অর্থাৎ very rarely
892. 'পাবক' নিচের কোন শব্দের প্রতিশব্দ?
কিরণ
বাতাস
দিবস
অগ্নি
893. নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?
১১১
১০১
০১১
০০১
ব্যাখ্যা: ১০০ এর ১-এর কমপ্লিমেন্ট ০১১। শূন্য এর পরিবর্তে ১ এবং ১ এর পরিবর্তে ০ বসিয়ে ১'এর কমপ্লিমেন্ট পাওয়া যায়।
894. RFID বলতে বুঝায়-
Random Frequency Identification
Random Frequency Information
Radio Frequency Information
Radio Frequency Identification
ব্যাখ্যা: RFID হচ্ছে ক্রেডিট কার্ডের মত পাতলা এবং ছোট একটি ইলেক্ট্রনিক ডিভাইস যাতে খুব ছোট একটি চিপ, একটি কয়েল ও অ্যান্টেনা থাকে।
895. নিচের কোনটি সঠিক নয়?
(A+B)=A.B
(A+B)=A+B
(A.B.C)=A+B+C
(A+B+C)=A.B.C
ব্যাখ্যা: বুলিয়ান ফাংশন সরলীকরণ করার জন্য ডি-মরগ্যান দুটি সূত্র আবিষ্কার করেন। দুই চলকের জন্য ডি-মরগ্যানের উপপাদ্য- ১. A+B= A.B २. A.B = A+B তিন চলকের ক্ষেত্রে ডি-মরগ্যানের উপপাদ্য- ১. A+B+C=A.B.C 2. A.B.C=A+B+C
897. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
ছেঁড়াতার
চাকা
বাকি ইতিহাস
কী চাহ শঙ্খচিল
ব্যাখ্যা: 'কী চাহ শঙ্খচিল' (১৯৮৫) খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মমতাজউদদীন আহমদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। মুক্তিযুদ্ধ- পরবর্তী সময়ে মানুষের পাওয়া না পাওয়ার বেদনা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে ও বাস্তবে বীরাঙ্গনার অবস্থার নাটকীয় উপস্থাপনা দেখা যায় এখানে। 'ছেঁড়াতার' (১৯৫০) জনপ্রিয় চিত্রনাট্যকার তুলসী লাহিড়ী রচিত নাটক। নাট্যাচার্য সেলিম আল দীন রচিত নাটক 'চাকা' (১৯৯১)। 'বাকি ইতিহাস' (১৯৬৫) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি নাট্যবক্তিত্ব বাদল সরকার রচিত নাটক।
898. ∆ABC এর ∠A = 40° এবং ∠B = 80° । ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = ?
110°
100°
90°
80°
ব্যাখ্যা:
899. ৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল-
২১√৩ বর্গ সেমি.
২৩√২ বর্গ সে.মি.
২৫√৩ বর্গ সে.মি.
২৭√৩ বর্গ সে.মি.
ব্যাখ্যা:
900. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
বাস টপোলজি
রিং টপোলজি
স্টার টপোলজি
ট্রি টপোলজি
ব্যাখ্যা: স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাব বা সুইচ যুক্ত থাকে। সুইচকে বুদ্ধিমান ডিভাইস বলা হয়ে থাকে।