852. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শেষ প্রশ্ন'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'
কাজী নজরুল ইসলামের 'কুহেলিকা'
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা'
ব্যাখ্যা: 'চোখের বালি' বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। বালবিধবা বিনোদিনীর চিত্তে পুরুষের প্রতি দুর্নিবার আকাঙ্ক্ষার জাগরণ ও তার মানসিক পরিবর্তনের টানাপোড়েন এ উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য। মহেন্দ্র ও আশার দাম্পত্যজীবন ছাপিয়ে বালবিধবা বিনোদিনীর প্রেমাসক্তি উপন্যাসে প্রাধান্য পেয়েছে। অন্যদিকে 'শেষ প্রশ্ন' উপন্যাসে তৎকালীন সমাজ ব্যবস্থা ও গোঁড়ামির চিত্র, 'কুহেলিকা' উপন্যাসে সমাজনীতি, রাজনীতি ও ধর্মনীতি এবং 'কপালকুণ্ডলা' উপন্যাসে রোমান্টিকতা প্রাধান্য পেয়েছে।