Image
MCQ
902. 'তিমির' শব্দের অর্থ কী?
কালো
সন্ধ্যা
কুশ্রী
অন্ধকার
903. 'অনুলোপ' এর বিপরীত শব্দ কোনটি?
অভিলোপ
সুলোপ
প্রতিলোপ
বিলোপ
904. 'কড়ি' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
কোমল
মধুর
সরল
হালকা
906. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-
Array
Linked list
Stack
Queue
907. মাইক্রোসফ্ট IIS হচ্ছে একটি-
ইমেইল সার্ভার
ওয়েব সার্ভার
ডাটাবেইস সার্ভার
ফাইল সার্ভার
908. 'অন্ধকার'এর সমার্থক শব্দ নয়
তিমির
অমানিশা
আঁধার
কাজল
909. 'অদৃশ্য' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
বাস্তব
দৃশ্যমান
দৃষ্টমান
সদৃশ
910. 'অশ্রু' শব্দের প্রতিশব্দ-
নীর
বিধু
লোর
সরিৎ
911. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে-
compiler
loader
operating system
bootstrap
912. 'আগুন' এর সমার্থক শব্দ কোনটি?
সুবর্ণ
কর
অনল
মার্তণ্ড
913. 'মধুর' শব্দের বিপরীত শব্দ-
তিক্ত
মিষ্টি
অম্লত্ব
মন্দ
914. 'বিসর্জন' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
আবাহন
বিসরন
আবির্ভাব
বিমর্শন
915. নিচের কোনটি 'অনুশীলন' শব্দের সমার্থক নয়?
রেওয়াজ
তালাশ
তালিম
মকশো
916. কোনটি 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ?
পাবক
তমসা
ধারাপাত
মনোজ
917. 'জনবিরল' শব্দের বিপরীত শব্দ হলো-
জনাকীর্ণ
জনহীন
নির্জন
জনশূন্য
918. 'সঠিক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
সরল
বেঠিক
সহজ
সত্য
919. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে-
Machine language
C
Java
Python
920. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
১০-৩০ মিটার
১০-৫০ মিটার
১০-১০০ মিটার
১০-৩০০ মিটার