989. সামরিক ভাষায় 'WMD' অর্থ কী?
Weapons of Mass Destruction
Worldwide Mass Destruction
Weapons of Missile Defence
Weapons for Massive Destruction
ব্যাখ্যা: সামরিক পরিভাষায় WMD-এর অর্থ তথা পূর্ণরূপ হলো- Weapons of Mass Destruction। এ ধরনের গণবিধ্বংসী অস্ত্র বলতে পারমাণবিক, তেজস্ক্রিয়, রাসায়নিক ও জৈব সেসব অস্ত্রকে বোঝায় যেসবের দ্বারা বহু মানুষের হতাহতের ঘটনার পাশাপাশি দালানকোঠা, পাহাড়-পর্বত ও জীবমণ্ডলের ব্যাপকতর ক্ষতিসাধন করতে পারে।