MCQ
981. 'সৃষ্টি-প্রলয়' বিপরীতার্থক শব্দজোড়টি তৈরি হয়েছে-
নতুন শব্দ যোগে
পৃথক শব্দ যোগে
বিদেশি শব্দ যোগে
অর্থ আংশিক পাল্টে
982. 'সংশয়' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
অলস
নিশ্চয়
কর্মঠ
দহন
983. জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে 'pandemic' ঘোষণা করেছে?
ECOSOC
FAO
WHO
HRC
984. 'দরদি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
নিরীহ
অদরদি
উদ্ধত
নির্দয়
985. 'সচেষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
দুশ্চেষ্ট
দুর্ভাগ্য
নিশ্চেষ্ট
দুর্লভ
986. ঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি?
পার্থিব-ইহলৌকিক
জঙ্গম-সন্ন্যাসী
নিরক্ষর-স্বাক্ষর
অনুরাগ-বিরাগ
987. 'হিত' শব্দের বিপরীত শব্দ-
বিহিত
অহিত
সুহৃদ
বিপরীত
988. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?
অ্যানেগরেট ক্রাম্প
লিনা হেডরিচ
অ্যাঞ্জেলা মারকেল
পেট্রা কেলি
989. . 'অনুরাগ' শব্দের বিপরীত-
বিতরাগ
বিরাগ
রাগহীন
অনুরাগহীন
990. 'প্রাচীন' এর বিপরীত শব্দ কী?
প্রবীণ
নবীন
অর্বাচীন
নতুন
991. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
২৫০০
১৯৯১
১৯৫০
১৮৯০
992. . 'তস্কর' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
সাধু
লস্কর
নিরীহ
নির্লোভ
993. নিচের কোন বিপরীত শব্দগুচ্ছ সঠিক নয়?
উৎকৃষ্ট-অপকৃষ্ট
উত্তল-অবতল
অর্বাচীন-প্রাচীন
আগ্রহ-নিগ্রহ
994. সামরিক ভাষায় 'WMD' অর্থ কী?
Weapons of Mass Destruction
Worldwide Mass Destruction
Weapons of Missile Defence
Weapons for Massive Destruction
995. সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
অবিনশ্বর-শ্বাশ্বত
কুশ্রী-বিশ্রী
প্রাচ্য-পাশ্চাত্য
হর্ষ-আনন্দ
996. 'খুশি' শব্দের বিপরীত শব্দ কী?
সকাল
অখুশি
উঠে
ভান্ডার
997. 'যাযাবর' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
সর্বজনীন
সার্বিক
স্থির
স্থায়ী
998. 'গ্রহণ' এর বিপরীতার্থক শব্দ কী?
বর্জন
পরিহার
অগ্রাহ্য
প্রদান
999. 'অম্ল' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
মধুর
মিষ্টি
বনাল
লোনা
1000. ২০২০ সালে প্রকাশিত 'আইনের শাসন' সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
ডেনমার্ক
নরওয়ে
জার্মানি
সিঙ্গাপুর