Image
MCQ
961. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
WTO
MIGA
World Bank
UNCTAD
962. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৪৫ সালে
১৯৪৯ সালে
১৯৪৮ সালে
১৯৫১ সালে
963. নিচের কোনটি সত্য নয়?
ইরাবতী মিয়ানমারের একটি নদী
গোবি মরুভূমি ভারতে অবস্থিত
থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত
964. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?
জানুয়ারি
ফেব্রুয়ারি
ডিসেম্বর
মে
965. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
৩টি
২টি
৫টি
৪টি
966. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
নাইজেরিয়া
গাম্বিয়া
বাংলাদেশ
আলজেরিয়া
967. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?
১৯১২ সালে
১৯১৩ সালে
১৯১৪ সালে
১৯১৫ সালে
968. 'বঙ্গবন্ধু দ্বীপ' কোথায় অবস্থিত?
মেঘনা মোহনায়
সুন্দরবনের দক্ষিণে
পদ্মা এবং যমুনার সংযোগস্থলে
টেকনাফের দক্ষিণে
969. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
ক্যামেরুন এবং ইথিওপিয়া
পেরু এবং ভেনেজুয়েলা
ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
মালি এবং সেনেগাল
970. মার্বেল কোন ধরনের শিলা?
রূপান্তরিত শিলা
আগ্নেয় শিলা
পাললিক শিলা
মিশ্র শিলা
971. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
১৯৪৪ সালে
১৯৪৫ সালে
১৯৪৮ সালে
১৯৪৯ সালে
972. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
সৌদি আরব
মালয়েশিয়া
তুরস্ক
পাকিস্তান
973. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
সুইডেন
মার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
জার্মানি
974. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
রাশিয়া
ডেনমার্ক
সুইডেন
ইংল্যান্ড
975. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম-
আইসোপ্লিথ
আইসোহাইট
আইসোহ্যালাইন
আইসোথার্ম
976. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
দক্ষিণ আমেরিকা
আফ্রিকা
মধ্যপ্রাচ্য
ইউরোপ
977. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
কিউবা
ভিয়েতনাম
উজবেকিস্তান
সোমালিয়া
978. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
জিব্রাল্টার প্রণালী
বসফরাস প্রণালী
বাবেল মান্দেব প্রণালী
বেরিং প্রণালী
979. জাতিসংঘ নামকরণ করেন-
রুজভেল্ট
স্টালিন
চার্চিল
দ্যা গল
980. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
রুয়ান্ডা
সিয়েরা লিওন
সুদান
লাইবেরিয়া