MCQ
961. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
রাশিয়া
ডেনমার্ক
সুইডেন
ইংল্যান্ড
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: স্ক্যান্ডিনেভিয়ার বাল্টিক সাগরের পূর্ব পাড়ের স্বাধীন দেশ ফিনল্যান্ড ত্রয়োদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত সুইডিস সাম্রাজ্যের অবিচ্ছেদ্য অংশ ছিল। কিন্তু ১৮০৯ সালের 'ফিনিশ যুদ্ধের' মাধ্যমে রাশিয়া এটি দখল করে স্বায়ত্তশাসনের মর্যাদা দিয়ে শাসন করতে থাকে। জার দ্বিতীয় নিকোলাস-এর সময় স্বায়ত্তশাসিত ফিনল্যান্ডের শিল্পকলার আন্দোলন, সার্বজনীন ভোটাধিকার ও স্বাধীনতার আন্দোলন বেগবান হতে দেখে তিনি ফিনিশদের স্বায়ত্তশাসন বাতিলের সিদ্ধান্ত নেন। কিন্তু ১৯১৭ সালের রুশ বিপ্লবের পর ফিনল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে। তখন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের কঠিন সময়ে সোভিয়েত ইউনিয়ন ও জার্মানির নাৎসিদের সাথে যুদ্ধে কিছু ভূখণ্ড হারালেও ফিনিশরা তাদের স্বাধীনতাকে ধরে রাখতে সক্ষম হয়।
962. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?
জানুয়ারি
ফেব্রুয়ারি
ডিসেম্বর
মে
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস জানুয়ারি এবং উত্তর গোলার্ধে শীতলতম মাস। জানুয়ারি। বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল এবং শীতলতম মাস জানুয়ারি।
963. মার্বেল কোন ধরনের শিলা?
রূপান্তরিত শিলা
আগ্নেয় শিলা
পাললিক শিলা
মিশ্র শিলা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড তাপ, চাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে, তখন তাকে রূপান্তরিত শিলা বলে। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্কেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে প্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস, কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।
964. নিচের কোনটি সত্য নয়?
ইরাবতী মিয়ানমারের একটি নদী
গোবি মরুভূমি ভারতে অবস্থিত
থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: চীন ও মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে অবস্থিত গোবি মরুভূমি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। এটির আয়তন ১২ লক্ষ ৯৫ হাজার বর্গ কিমি।
965. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
সৌদি আরব
মালয়েশিয়া
তুরস্ক
পাকিস্তান
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ৪ এপ্রিল ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত North Atlantic Treaty Organization বা NATO-এর বর্তমান ৩০টি সদস্য রাষ্ট্রের মধ্যে দুটি মুসলিম রাষ্ট্র রয়েছে। যার একটি তুরস্ক অন্যটি আলবেনিয়া।
966. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
WTO
MIGA
World Bank
UNCTAD
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাণিজ্য প্রতিবেদন প্রকাশ করে থাকে। ২০২১ সালে প্রকাশিত UNCTAD-এর প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে চীনের অবস্থান দ্বিতীয়। WTO বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান প্রতিবেদন আর বিশ্বব্যাংক বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে।
967. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
জিব্রাল্টার প্রণালী
বসফরাস প্রণালী
বাবেল মান্দেব প্রণালী
বেরিং প্রণালী
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: আরব উপদ্বীপের ইয়েমেন ও হর্ন অব আফ্রিকার জিবুতি ও ইরিত্রিয়ার মাঝে ২০ কিমি প্রন্থের বাবেল মান্দের প্রণালি এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে। আর এ প্রণালি এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে। অপরদিকে জিব্রাল্টার, বসফরাস ও বেরিং প্রণালি যথাক্রমে ইউরোপ-আফ্রিকা, এশিয়া-ইউরোপ এবং এশিয়া উত্তর আমেরিকাকে পৃথক করেছে।
968. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
১৯৪৪ সালে
১৯৪৫ সালে
১৯৪৮ সালে
১৯৪৯ সালে
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন-উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের বৈঠকে গৃহীত এক চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা International Monetary Fund (IMF) প্রতিষ্ঠিত হয়। তবে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫। আর এটি কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭ এবং জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে ১৫ নভেম্বর ১৯৪৭। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক এ সংস্থাটির বর্তমান সদস্য দেশ ১৯০টি। আর সংস্থাটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক বুলগেরিয়ার নাগরিক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
969. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
রুয়ান্ডা
সিয়েরা লিওন
সুদান
লাইবেরিয়া
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: জাতিসংঘের শান্তি মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশের সেনাবাহিনী পশ্চিম আফ্রিকার আটলান্টিক পাড়ের দেশ সিয়েরা লিওনে শান্তি-শৃঙ্খলা স্থাপন ও নানা প্রকার অবকাঠামো বিনির্মাণ করে দেশটির মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। বাংলাদেশের মানুষের অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০২ সালে দেশটির প্রেসিডেন্ট বাংলা ভাষাকে সিয়েরা লিওনের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়।
970. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৪৫ সালে
১৯৪৯ সালে
১৯৪৮ সালে
১৯৫১ সালে
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের সমাজতন্ত্র বিরোধী ১২টি দেশকে নিয়ে ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক এ সামরিক জোটের বর্তমান সদস্য দেশ ৩০টি। যার সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)।
971. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম-
আইসোপ্লিথ
আইসোহাইট
আইসোহ্যালাইন
আইসোথার্ম
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ভূ-পৃষ্ঠের যেসব জায়গায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ একই রকম, সেসব জায়গাকে রেখার সাহায্যে যুক্ত করে মানচিত্রে যে কাল্পনিক রেখা দেখানো হয় তাকে সমবর্ষণ বা আইসোহাইট (Isohyets) রেখা বলে। সাধারণভাবে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি। বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতের মওসিনরামে।
972. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?
১৯১২ সালে
১৯১৩ সালে
১৯১৪ সালে
১৯১৫ সালে
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বঙ্গভঙ্গের ফলে ব্রিটিশ ভারতের বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলন চরমে পৌঁছালে ব্রিটিশ সরকার রাজধানী কলকাতা থেকে সমগ্র ভারত শাসন সমীচীন মনে করেনি। এমতাবস্থায় ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ ভারতে এসে ১২ ডিসেম্বর ১৯১১ দিল্লির দরবারে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা দেন। কিন্তু ১৯১২ সালের ১ এপ্রিলে আনুষ্ঠানিকভাবে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়। তবে সম্পূর্ণভাবে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হতে সময় লেগে যায় ১৯৩১ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
973. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
ক্যামেরুন এবং ইথিওপিয়া
পেরু এবং ভেনেজুয়েলা
ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
মালি এবং সেনেগাল
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: এপ্রিল ২০১৮ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আবি আহমেদ আলী। শপথ নেয়ার পর বিরোধীদলীয় হাজারো নেতাকে মুক্তি দেয়া, ভিন্নমতাবলম্বী মানুষদের দেশে ফেরার ব্যবস্থা করা, সংবাদপত্রের ওপর আরোপিত নিয়ন্ত্রণ প্রত্যাহার করা, দুর্নীতিবাজদের বরখাস্ত করা, মন্ত্রিসভায় অর্ধেক নারী সদস্য নিশ্চিত করার পাশাপাশি এক চুক্তির মাধ্যমে প্রতিবেশী দেশ ইরিত্রিয়ায় দুই দশক ধরে চলা এক যুদ্ধাবস্থার অবসান ঘটান ৯ জুলাই ২০১৮। উপর্যুক্ত দেশীয় ও আন্তর্জাতিক ইতিবাচক ভূমিকার জন্য তিনি ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র হচ্ছে স্থায়ী শান্তির একটি পূর্বশর্ত। সেই স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখার জন্য ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতভ।
974. জাতিসংঘ নামকরণ করেন-
রুজভেল্ট
স্টালিন
চার্চিল
দ্যা গল
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা থেকে বিশ্বকে মুক্তি দিয়ে বিশ্বশান্তি এবং অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৪২ সালের ১ জানুয়ারি জাতিসংঘ নামক একটি বিশ্বসংস্থার নামকরণ করেন। আর চার্চিল, স্টালিন ও দ্য গল যথাক্রমে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্সের শাসক ছিলেন যারা জাতিসংঘ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেন।
975. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
কিউবা
ভিয়েতনাম
উজবেকিস্তান
সোমালিয়া
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ভিয়েতনামের ক্যাম রন এয়ার বেস ও ক্যাম রন নেভাল বেস সামরিক ঘাঁটি ১৯৭৯ থেকে ২০০২ সাল পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়ন ও বর্তমানের রাশিয়ার নৌবাহিনী ব্যবহার করেছে। তবে ২০১৩-১৪ সাল থেকে রাশিয়ার নৌবাহিনী ও বিমানবাহিনী ব্যবহার করেছে। কিন্তু বর্তমানে উপরিউক্ত দুই কেন্দ্রে রাশিয়ার কোনো বাহিনীর সদস্য না থাকলেও তাদের ব্যবহারের জন্যই এগুলো এখনো রক্ষণাবেক্ষণ করা হয়। কিউবা ও উজবেকিস্তানেও একসময় রাশিয়ার সামরিক ঘাঁটি ছিল।
976. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
নাইজেরিয়া
গাম্বিয়া
বাংলাদেশ
আলজেরিয়া
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া ১১ নভেম্বর ২০১৯ নেদারল্যান্ডের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা করে। যার শুনানি অনুষ্ঠিত হয় ১০-১২ ডিসেম্বর ২০১৯। এ শুনানিতে গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবুবকর মারি তাম্বাদু আর মিয়ানমারের পক্ষে লড়তে আদালতে হাজির হয়েছিলেন তৎকালীন স্টেট কাউন্সেলর অং সান সুচি।
977. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
সুইডেন
মার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
জার্মানি
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী একটি বেসরকারি অলাভজনক আন্তর্জাতিক সংস্থা। বিশিষ্ট আইনজীবী ও উন্নয়ন অর্থনীতিবিদ পিটার ইজেন ১৯৯৩ সালে এটি প্রতিষ্ঠা করেন। এ সংস্থা বাংলাদেশে টিআইবি নামে ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। দুর্নীতি বিরোধী সংস্থাটি প্রতিবছর দুর্নীতির ধারণাসূচক বা Corruption Perceptions Index প্রকাশ করে থাকে।
978. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
৩টি
২টি
৫টি
৪টি
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া ১১ নভেম্বর ২০১৯ নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা করে। যার শুনানি অনুষ্ঠিত হয় ১০-১২ ডিসেম্বর ২০১৯। অতঃপর ২৩ জানুয়ারি ২০২০ ICJ'র অন্তর্বর্তীকালীন রায়ে ৪টি নির্দেশনায় বলা হয়- ১. গণহত্যা সনদ অনুযায়ী সব ধরনের নিপীড়ন থেকে নিবৃত্ত থাকতে হবে। ২. সেনাবাহিনী বা অন্য কারো উসকানি বা ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ৩. গণহত্যার সকল সাক্ষ্যপ্রমাণ সংরক্ষণ করতে হবে। এবং ৪. সময়ে সময়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে।
979. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
দক্ষিণ আমেরিকা
আফ্রিকা
মধ্যপ্রাচ্য
ইউরোপ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ইনকা সভ্যতা গড়ে উঠেছিল দক্ষিণ আমেরিকায়। এ সভ্যতার স্থপতি ছিলেন মানকো কাপেন, আর এ সভ্যতার বিলুপ্তি ঘটে ষোড়শ শতাব্দীতে। পেরুতে অবস্থিত ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ মাচুপিচু নতুন সপ্তাশ্চর্যের একটি। ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল ছিল ১৪৩৮-১৫৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।
980. 'বঙ্গবন্ধু দ্বীপ' কোথায় অবস্থিত?
মেঘনা মোহনায়
সুন্দরবনের দক্ষিণে
পদ্মা এবং যমুনার সংযোগস্থলে
টেকনাফের দক্ষিণে
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: প্রায় ১০ বর্গ কিমি আয়তন বিশিষ্ট বঙ্গবন্ধু দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উচ্চতায় অবস্থিত। এই দ্বীপটি মোংলা সমুদ্রবন্দর থেকে ৮০ কিমি দক্ষিণে এবং সুন্দরবনের হিরন পয়েন্ট থেকে ১৫ কিমি ও দুবলার চর উপকূল থেকে ২৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।।