ব্যাখ্যা: Hints: Mourn over something অর্থ কোনো কিছুতে শোক করা, শোকসন্তপ্ত হওয়া। আর the death of his mother অর্থ তার মায়ের মৃত্যু। শূন্যস্থানে over এবং of বসিয়ে বাক্যটির অর্থ তার বন্ধুরা মায়ের মৃত্যুতে শোক করল।
ব্যাখ্যা: Hints: 'By dint of phrase-টির বাংলা অর্থ সাহায্যে, দ্বারা। শূন্য স্থানে of যোগে বাক্যটির বাংলা: তার কঠোর পরিশ্রমের সাহায্যে সে সফলতা লাভ করল।
ব্যাখ্যা: Hints: শূন্যস্থানে in বসবে। In বসিয়ে বাংলা হবে সে corner store-এ হাঁটাহাঁটি করছে। কোনো স্থানের মাঝে বোঝাতে পূর্বে in বসে। তাছাড়া walk into অর্থ খুশি হয়ে যাওয়া; ইচ্ছা করে কোনোকিছুর সম্মুখীন হওয়া। Walk for বলে কোনো pltrasal verb নেই আর walk over অর্থ অনায়াসে হারানো।
1036. Employees must adhere---some rules set----the management.
ব্যাখ্যা: Hints: যানবাহন (train, plane, rickshaw, bus) দ্বারা ভ্রমণ করা বোঝালে তার পূর্বে by
preposition বসে। শূন্যস্থানে by বসিয়ে বাক্যটির বাংলা: রাশেদ প্লেনে করে/চড়ে বাংলাদেশে আসবে।