Image
MCQ
921. 'শান্ত' এর বিপরীত শব্দ-
স্থির
অনবরত
গতিশীল
অনন্ত
922. 'সৌম্য' এর বিপরীত শব্দ কী?
অসুন্দর
কুৎসিত
কাপুরুষ
কোনোটিই নয়
923. 'সুরভী' এর বিপরীতার্থক শব্দ-
কৃষ
শুভ্র
পুতি
সুশীল
924. নিচের বিপরীত শব্দযুগলের মধ্যে অশুদ্ধ-
খাতক-মহাজন
আসমান-জমিন
সিক্ত-রিক্ত
স্বপ্ন-বাস্তব
925. 'স্থাবর' শব্দের বিপরীত শব্দ কোনটি?
জঙ্গণ
স্থাবরহীন
জঙ্গম
স্থাবরবিহীন
926. 'সন্নিকৃষ্ট' এর বিপরীত শব্দ কোনটি?
বিস্তৃত
বিশ্লিষ্ট
দূরবর্তী
বিপ্রকৃষ্ট
927. পনির ও তপনের আয়ের অনুপাত 4:3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে, রবিনের আয় কত?
36 টাকা
12 টাকা
72 টাকা
84 টাকা
928. 'সংশয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
নির্ভর
প্রত্যয়
বিস্ময়
দ্বিধা
929. 'সন্ন্যাসী' এর বিপরীত শব্দ কোনটি?
গৃহী
গৃহি
সন্ন্যাস
কোনোটিই নয়
930. 'আলো' শব্দের বিপরীত শব্দ কোনটি?
আধার
কালো
অন্ধকার
আঁধার
931. 'ব্যষ্টি' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
সৃষ্টি
সমষ্টি
বৃদ্ধি
ভবিষ্যৎ
932. 'আলো' শব্দের বিপরীত শব্দ কোনটি?
আধার
কালো
মন্দ
তিমির
933. নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩, ও ৪ অবশিষ্ট থাকে?
৪৮
৫৪
৫৮
৬০
934. . 'হৃদ্য' শব্দের বিপরীত শব্দ-
ঘৃণা
অহৃদ্য
বিরক্ত
অবহেলা
935. 'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
গরল
কুটিল
জটিল
বক্র
936. 'সৌম্য' এর বিপরীত শব্দ-
উগ্র
শান্ত
কঠিন
উদ্ধত
937. নিচের কোন বিপরীতার্থক শব্দজোড় অশুদ্ধ?
শুষ্ক-রুক্ষ
স্বতন্ত্র-পরতন্ত্র
সুবহ-দুর্বহ
ক্রয়-বিক্রয়
939. নিচের কোন বিপরীত শব্দযুগল শুদ্ধ নয়?
ঊর্ধ-অধ
আকাশ-পাতাল
সম্মুখে-পেছনে
ভিতর-বাহির
940. . কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
অনুলোম-প্রতিলোম
নশ্বর-শাশ্বত
গরিষ্ঠ-লঘিষ্ঠ
হৃষ্ট-পুষ্ট