MCQ
921. কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
ক্লোরোপিত্রিন
মিথেন
নাইট্রোজেন
ইথেন
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: কাঁদুনে গ্যাসের রাসায়নিক নাম ক্লোরোপিক্রিন। এর সংকেত CCI-NO₂। এটি তৈল জাতীয় পদার্থ এবং অশ্রু উৎপাদক গ্যাস।
922. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
স্ট্রাটোমণ্ডল
ট্রপোমণ্ডল
মেসোমণ্ডল
তাপমণ্ডল
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ট্রপোবিরতির উপরের দিকে প্রায় ৫০ কিমি পর্যন্ত স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত। এই স্তরেই ওজোন (০১) গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। এ ওজোন স্তর সূর্যের আলোর বেশির ভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়।
923. 'সফেদ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
শুভ্র
নিকষ
লোহিত
নীলিমা
ব্যাখ্যা:
924. 'বিরত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
অবিরত
সরত
নিবৃত
নিরত
ব্যাখ্যা:
925. 'সৃষ্টি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
কৃষ্টি
সংহার
ব্যষ্টি
হাল
ব্যাখ্যা:
926. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম-
ভেগা
প্রক্সিমা সেন্টাউরি
আলফা সেন্টাউরি A
আলফা সেন্টাউরি B
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: প্রক্সিমা সেন্টাউরি সূর্যের নিকটতম নক্ষত্র। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৪.২ আলোকবর্ষ। এটি খুব কম ভরের লাল বামন নক্ষত্র। স্কটিশ জ্যোতির্বিদ রবার্ট আইনেস ১৯১৫ সালে এই নক্ষত্র আবিষ্কার করেন। প্রক্সিমা সেন্টাউরি বা আলফা সেন্টাউরি-সি হলো আলফা সেন্টাউরি নক্ষত্রপুঞ্জের অন্তর্গত তিনটি নক্ষত্রের মধ্যে তৃতীয় নক্ষত্র। আলফা সেন্টাউরি নক্ষত্রপুঞ্জের অপর দুইটি নক্ষত্র হলো আলফা সেন্টাউরি-এ এবং আলফা সেন্টাউরি-বি।
927. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
গ্লিসারিন
ফিটকিরি
সোডিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বোনেট
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ক্ষার ধাতু ব্যতীত অন্যান্য ধাতুসমূহের কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়। ক্যালসিয়াম ক্ষার ধাতু নয়, এটি একটি মৃৎক্ষার ধাতু। তাই ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয় না। অপরদিকে গ্লিসারিন, ফিটকিরি ও সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়।
928. 'দাতা' শব্দের বিপরীত শব্দ কোনটি?
দাত্রী
দানকারী
গ্রহীতা
গৃহিতা
ব্যাখ্যা:
929. সমার্থক শব্দ ব্যবহার করলে-
শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়
শব্দার্থ পরিবর্তিত হয়
শব্দার্থের অবনতি ঘটে
শব্দ ভাণ্ডার হ্রাস পায়
930. API মানে-
Advanced Processing Information
Application Processing Information
Application Programming Interface
Application Processing Interface
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: API হলো Application Programming Interface, যার মাধ্যমে একটি প্রোগ্রাম আরেকটি প্রোগ্রামের ডেটা শেয়ার করতে পারে।
931. 'আস্থা' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
অনাস্থা
অনিচ্ছা
অনিষ্ট
অনাচার
932. নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ?
অন্তরঙ্গ-বহিরঙ্গ
উত্তম-মধ্যম
আবশ্যিক-ঐচ্ছিক
শুষ্ক-সিক্ত
ব্যাখ্যা:
933. 'বিধবা' শব্দের বিপরীত শব্দ কী?
বহুপত্নীক
সধবা
বিপত্নীক
অধবা
ব্যাখ্যা:
934. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
৭ দিন
৩০ দিন
১৮০ দিন
উপরের কোনোটিই নয়
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: মানুষের লোহিত কণিকার আয়ু প্রায় চার মাস অর্থাৎ ১২০ দিন। উল্লেখ্য, শ্বেত রক্ত কণিকার গড় আয়ু ১-১৫ দিন।
935. 'আরোহন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
নীচে নামা
ওঠা
অবরোহণ
উপরে ওঠা
ব্যাখ্যা:
936. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
পুকুরের পানিতে
লেকের পানিতে
নদীর পানিতে
সাগরের পানিতে
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: পানির তাপমাত্রা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। একইভাবে লবণাক্ততা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেন অনেক কমে যায়। আবার যে পানিতে কঠিন বন্ধু (লবণ) বেশি দ্রবীভূত থাকে সে পানিতে অক্সিজেনের পরিমাণ কম। যেমন: সমুদ্রের পানিতে কঠিন বস্তু (লবণ) দ্রবীভূত থাকে, কিন্তু নদীর পানিতে থাকে না। ফলে সমুদ্রের পানি, এবং ভূগর্ভস্থ পানির তুলনায় নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে।
937. যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক । শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-
AND গেইট
OR গেইট
NAND গেইট
উপরের কোনোটিই নয়
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: Input Output
A B Y = A.B
0 0 1
0 1 1
1 0 1
1 1 0
938. সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের-
অর্থ পরিবর্তিত হয়
অর্থের অবনতি ঘটে
সৌন্দর্য বৃদ্ধি পায়
সৌন্দর্য হ্রাস পায়
939. 'সন্ধি' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
বিয়োগ
বিগ্রহ
বর্জন
তিরোভাব
940. 'নিরাকার' শব্দের বিপরীত শব্দ-
একাকার
সাকার
হাহাকার
আকার
ব্যাখ্যা: