MCQ
121. 'যা পূর্বে ছিল এখন নেই'- তাকে কি বলে?
অভূতপূর্ব
ভূতপূর্ব
অদৃষ্টপূর্ব
অনিবার্য
122. 'নষ্ট হওয়া স্বভাব নয় যার'- এক কথায় কী হবে?
অবিনশ্বর
নশ্বর
নষ্ট স্বভাব
বিনষ্ট
123. 'যার আগমনের কোনো তিথি নেই' এক কথায় কী?
ভিখারী
অতিথি
শরণার্থী
একাদশে বৃহস্পতি
124. 'নষ্ট হওয়া স্বভাব যার' তাকে কি বলে?
নষ্ট স্বভাব
ফেলনা
নশ্বর
ওপরের কোনোটিই নয়
125. 'ভোজন করার ইচ্ছা' এক কথায় কি হবে?
পেটুক
ভোজনবিলাসী
বুভুক্ষা
খাদক
126. 'জানবার ইচ্ছা' এ বাক্যটির বাক্য সংকোচন কী?
জিগীষা
জিজ্ঞাসা
জিঘাংসা
জুগুলা
127. 'যা চিরস্থায়ী নয়'-
অস্থায়ী
ক্ষণস্থায়ী
চিরন্তন
নশ্বর
128. 'যিনি অধিক কথা বলেন না'- এক কথায় কি হবে?
সংযত
মিতভাষী
অল্পভাষী
সন্ন্যাসী
129. 'কোনভাবেই যা নিবারণ করা যায় না' এক কথায় কি হবে?
অনিবার্য
অনন্যেপায়
অদম্য
অসম্ভব
130. যা কষ্টে লাভ করা যায়-
অলভ্য
দুর্লভ
দুর্জয়
কষ্টসাধ্য
131. 'খেয়া পার করে যে' এর এক কথায় প্রকাশক কোনটি?
মাঝি
পাটনী
ঘাটাল
কর্ণধার
132. 'বিশ্বজনের হিতকর' এক কথায় কি হবে?
বিশ্বজনীন
সর্বজনীন
সার্বজনীন
হিতৈষী
133. 'উপকারীর উপকার স্বীকার করে না যে' তাকে এক কথায় কি বলে?
উপচিকীর্ষা
অকৃতজ্ঞ
কৃতঘ্ন
কোনোটিই নয়
134. 'যা কষ্টে জয় করা যায়' এক কথায় কি হবে?
কষ্টার্জিত
পরিশ্রমলব্ধ
দুর্জয়
দুর্লভ
135. 'হনন করার ইচ্ছা' এক কথায় কি হবে?
হননেচ্ছা
জিঘাংসা
হত্যা
অদম্য
136. 'যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়' এক কথায়:
মাধুকরী
মধুকর
অর্বাচীন
অবিমৃষ্যকারী
137. 'নিন্দা করার উচ্ছা' এর বাক্য সংকোচন কি?
জুগুঙ্গু
জুগুপ্সা
জিগীষা
জিহীর্ষা
138. 'অকালে যাকে জাগরণ করা হয়' এক কথায়-
অকুতোভয়
অনন্যসাধারণ
অঘটনঘটনপটিয়সী
অকালবোধন
139. যে পুরুষের এ যাবৎ দাড়ি-গোঁফ গজায়নি তাকে কি বলে?
অজাতশত্রু
অজাতমিত্র
অজাতশ্মশ্রু
বর্ণচোরা
140. 'যা অধ্যয়ন করা হয়েছে' এক কথায় কি হবে?
পঠিত
অধীত
অধ্যয়িত
অধ্যায়িত