MCQ
101. 'যে ভূমিতে ফসল জন্মায় না' এক কথায় কি হবে?
পতিত
বন্ধ্যা
অনুর্বর
ঊষর
102. 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই'-
নির্বাক
হতবাক
অভিজ্ঞ
কোনোটিই নয়
103. 'যার কোনো উপায় নেই' এক কথায় কি হবে?
নাচার
নিরুপায়
অনন্যোপায়
অনুপায়
104. 'যার আকার কুৎসিত' এক কথায় প্রকাশ করুন।
কুশ্রী
বিশ্রী
কদর্য
কদাকার
105. 'দীপ্তি পাচ্ছে এমন' এক কথায় কী হবে?
দ্বীপ্যমান
দীপ্তিমান
দীপ্যমান
দেদীপ্যমান
106. 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় কি হবে?
উদ্বাস্তু
সর্বহারা
বস্তিহীন
কাঙ্গাল
107. 'ইহলোকে যা সামান্য নয়' এক কথায় কি হবে?
অনন্যসাধারণ
আনন্যসাধারণ
অলোকসামান্য
আলোকসামান্য
108. 'শত্রুকে দমন করে যে' এক কথায় প্রকাশ করুন।
শত্রুঘ্ন
অরিন্দম
শত্রুহন্তা
কৃতঘ্ন
109. 'যা দীপ্তি পাচ্ছে' এক কথায় কি হবে?
সন্দীপন
দীপ্তিমান
আলোকিত
দেদীপ্যমান
110. 'সর্বজনের হিতকর'/'সকলের জন্য প্রযোজ্য' এক কথায় কি হবে:
সর্বজনীন
সার্বজনীন
বিশ্বজনীন
সর্বহিতকর
111. 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন-
ক্ষমা
ক্ষমাপ্রার্থী
ক্ষমার্হ
ক্ষমাপ্রদ
112. 'যে বিষয়ে কোনো বিতর্ক / বিবাদ / বিরোধ নেই'-
অবিমৃষ্যকারী
অবিতর্ক
অবিমিশ্যকারী
অবিসংবাদী
113. 'মৃত্তিকা দিয়ে তৈরি'- কথাটি সংকোচন করলে হবে-
তন্ময়
মন্ময়
মৃন্ময়
চিন্ময়
114. 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ কোনটি শুদ্ধ?
বস্তিবাসী
টোকাই
ঠিকানাবিহীন
উদ্বাস্তু
115. 'যা দমন করা যায় না' এক কথায় হবে-
দুর্দমনীয়
দুর্দম
অদম্য
অসম্ভব
116. 'যে উপকারীর উপকার স্বীকার করে' এক কথায় কী হবে?
অকৃতার্থ
কৃতজ্ঞ
কৃতঘ্ন
অকৃতজ্ঞ
117. 'যা বলা হয়নি' এক কথায় হবে-
অবহিত
অনুক্ত
অবাচ্য
অনুল্লেখ
118. 'হাতির বাসস্থান'-
গজগৃহ
হস্তিগৃহ
পিলখানা
গজনীড়
119. 'যা নিবারণ করা যায় না' এক কথায় কি হবে?
অনিবারিত
নির্বাণ
অনিবারণযোগ্য
দুর্নিবার
120. 'আপনাকে পণ্ডিত মনে করে যে' এক কথায় কি হবে?
অতিপণ্ডিত
মহাপণ্ডিত
পণ্ডিত নেতা
পণ্ডিতম্মন্য