Image
MCQ
541. 'জায়া ও পতি' সমাস করলে কি হয়?
স্বামী-স্ত্রী
পতি-পত্নী
দম্পতি
জায়া-পতি
542. 'আলোছায়া' পদটি কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
অব্যয়ীভাব সমাস
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
543. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
ইন্দ্রজিৎ
একরোখা
কালান্তর
ইহকাল
544. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
অন্যায়
অনাসক্ত
আমরণ
অহিনকুল
545. অহি-নকুল (অহি ও নকুল) কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
দ্বিগু
দ্বন্দ্ব
546. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
সিংহাসন
ভাই-বোন
কানাকানি
গাছপাকা
547. 'পথে ও প্রান্তরে = পথে-প্রান্তরে' এটি কোন সমাস?
দ্বিগু
দ্বন্দ্ব
তৎপুরুষ
কর্মধারয়
548. 'হাট-বাজার' কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
বিপরীতার্থে
মিলনার্থে
বিরোধার্থে
সমার্থে
549. 'নীল যে অম্বর = নীলাম্বর' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
550. 'ছেলে-মেয়ে' কোন প্রকার দ্বন্দ্ব সমাস?
সাধারণ দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব
একশেষ দ্বন্দ্ব
সমার্থক দ্বন্দ্ব
551. 'জমা-খরচ' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
জমা ও খরচ
জমাকে খরচ
জমা থেকে খরচ
জমার খরচ
552. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
দম্পতি
মহাবীর
নিটোল
প্রতিদিন
553. অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?
দুধে-ভাতে
মাতা-পিতা
কম-বেশি
সাত-পাঁচ
554. কোনটি 'অলুক দ্বন্দ্ব' সমাসের উদাহরণ?
ঘরে-বাইরে
ঘর-বাড়ি
ভাই-বোন
আমরা
555. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস?
কাগজ ও পত্র = কাগজ পত্র
সাপে ও নেউলে = সাপে নেউলে
কাগজ ও কলম = কাগজ কলম
যাকে ও তাকে যাকে তাকে
556. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?
দ্বন্দ্ব সমাস
কর্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
বহুব্রীহি সমাস
557. কোনটি দ্বন্দ্ব সমাস?
মধুকণ্ঠি
রাতকানা
গোমড়ামুখো
হাট-বাজার
558. 'জলে-স্থলে' কী সমাস?
সমার্থক দ্বন্দ্ব
বিপরীতার্থক দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব
একশেষ দ্বন্দ্ব
559. 'দম্পতি' শব্দটি কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
তৎপুরুষ সমাস
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
560. অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?
মায়ে-ঝিয়ে
ভাইবোন
ঘরবাড়ি
দম্পতি