Image
MCQ
921. 'নদীমাতৃক' কোন সমাস?
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
অব্যয়ীভাব
922. 'মেঘনায় ঢল' কবিতাটির লেখক-
হুমায়ুন কাদির
হুমায়ুন জহির
হুমায়ূন কবির
হুমায়ুন আহমেদ
923. নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
আশীবিষ
হাতেনাতে
কানাকানি
হাতেখড়ি
924. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস নয় কোনটি?
একচোখা
ঘরমুখো
দোটানা
নাচার
925. বিখ্যাত 'কাজলা' কি বা কে?
একটি কবিতা
কায়কোবাদের জন্মস্থান
একটি উপন্যাস
মধুসূদনের পত্নী
926. বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
কবিতা
উপন্যাস
নাটক
ছোটগল্প
927. বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত কোনটি?
দশগজি
ত্রিফলা
খেয়াঘাট
বর্ণচোরা
928. 'কাজলা দিদি' কবিতাটি কে রচনা করেছেন?
যতীন্দ্র মোহন বাগচী
রবীন্দ্রনাথ ঠাকুর
জসীম উদ্দীন
কাজী নজরুল ইসলাম
929. 'মহাত্মা' কোন সমাস?
দ্বিগু
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
930. 'দ্যা লিবারেশন অফ বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা—
রফিকুল ইসলাম
রশীদ করিম
মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
কর্নেল সিদ্দিক মালিক
931. মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস কোনটি?
শঙ্খনীল কারাগার
জলাংগী
খরাদাহ
কাঁটাতারে প্রজাপতি
932. মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ-
গায়েপড়া
কানেখাটো
হাতেখড়ি
সেতার
933. A Search for Identity বইটি কার লেখা?
কবির চৌধুরী
মেজর আবদুল জলিল
মেজর রফিকুল ইসলাম
সিরাজুল ইসলাম চৌধুরী
934. 'বিত্ত নাই বেসাতি নাই' এর রচয়িতা কে?
শহিদ কাদরী
কামিনী রায়
আসাদ চৌধুরী
ফজল শাহাবুদ্দিন
935. মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস কোনটি?
শঙ্খনীল কারাগার
আর্তনাদ
কাঁটাতারে প্রজাপতি
জাহান্নাম হইতে বিদায়
936. 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' কাব্যগ্রন্থের কবি কে?
রফিক আজাদ
শক্তি চট্টোপাধ্যায়
শঙ্খ ঘোষ
শামসুর রাহমান
937. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ?
চিরসুখী
দশানন
গায়েহলুদ
কানাকানি
938. কোনটি মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস-
চিলেকোঠার সিপাই
আগুনের পরশমণি
একাত্তরের দিনগুলি
পায়ের আওয়াজ পাওয়া যায়
939. নিম্নের কোনটি বহুব্রীহি সমাস?
একগুঁয়ে
কাঁচা-মিঠা
রাজপথ
উনিশ-বিশ
940. 'দিগম্বর' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
দ্বিগু