MCQ
1181. 'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
শৈবধর্ম
নাথধর্ম
বৌদ্ধ সহজযান
কোনটি নয়
1182. 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়' বিখ্যাত এই ভাবদ্যোতক প্রবচন এর কবি কে?
বিজয় গুপ্ত
দ্বিজ বংশীদাস
ভারতচন্দ্র রায়গুণাকর
বিপ্রদাস পিপিলাই
1183. বারমাস্যা কাকে বলে?
বারমাসের চাষাবাদের বিবরণ
নায়ক-নায়িকার প্রেমের ধারাবাহিক বিন্যাস
দেবদেবীর পূজা প্রচারের কাহিনী
নায়িকার বারমাসের সুখ-দুঃখের বর্ণনা
1184. 'চৈতন্যমঙ্গল' এর রচয়িতা-
রবিদাস
গুপিদাস
প্রেমদাস
লোচনদাস
1185. 'মঙ্গলকাব্য'-এ ধর্মীয় আরাধনা মুখ্য হলেও এর অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হলো-
ব্যক্তির মুক্তি
সামাজিক মিথষ্ক্রিয়া
শ্রেণিদ্বন্দ্ব
অন্ত্যেবাসী মানুষ
1186. 'বড়র পিরীতি বালির বাঁধ। ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ'- চরণ দুটি কার রচনা?
আলাওল
ভারতচন্দ্র রায়গুণাকর
রবীন্দ্রনাথ ঠাকুর
শেখ ফজলল করিম
1187. 'মর্সিয়া' শব্দের অর্থ কী?
শোক বা আহাজারি
দুঃখ
বেদনামিশ্রিত কাব্য
শোককাব্য
1188. 'মর্সিয়া' কী?
আনন্দগীতি
চমাকগীতি
শোকগীতি
পল্লীগীতি
1189. 'ভাঁড়ুদত্ত' চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে?
অন্নদামঙ্গল কাব্য
মনসামঙ্গল কাব্য
চণ্ডীমঙ্গল কাব্য
ধর্মমঙ্গল কাব্য
1190. দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান-
নোয়াখালী
আরাকান
চট্টগ্রাম
ফরিদপুর
1191. কোনটি শোকগীতি বা বিলাপ সংগীত?
সারিগান
মর্সিয়া
ভাটিয়ালী
হামদ
1192. 'নবীবংশ' পুস্তকটি কে রচনা করেছেন?
গোলাম মোস্তফা
মীর মশাররফ
হোসেন হাজী মোহাম্মিল
সৈয়দ সুলতান
1193. 'কাশিমের লড়াই' গ্রন্থটির রচয়িতা-
নাসির মাহমুদ
সৈয়দ সুলতান
আলাওল
শেররাজ
1194. 'চণ্ডীমঙ্গল' কাব্যের উপাস্য 'চণ্ডী' কার স্ত্রী?
জগন্নাথ
প্রজাপতি
বিষ্ণু
শিব
1195. মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী?
চণ্ডীমঙ্গল
মনসামঙ্গল
অন্নদামঙ্গল
ধর্মমঙ্গল
1196. 'কড়চা' কী?
জয়নুল আবেদীন এর শিল্পকর্ম
রবীন্দ্রনাথ ঠাকুর এর কাব্যগ্রন্থ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর জীবনীগ্রন্থ
শ্রীচৈতন্য দেব এর জীবনীগ্রন্থ
1197. 'মর্সিয়া' শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
উর্দু
আরবি
ফারসি
তুর্কি
1198. 'জঙ্গনামা' কাব্যের বিষয় কী?
যুদ্ধ-বিগ্রহ
রোমান্স
শোক-তাপ
প্রেম-ভালবাসা
1199. 'ফুল্লরার বারমাস্যা' কোন মঙ্গলকাব্যের অন্তর্গত?
মনসামঙ্গল
অন্নদামঙ্গল
চণ্ডীমঙ্গল
ধর্মমঙ্গল
1200. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
মনসামঙ্গল
মনসাবিজয়
পদ্মপুরাণ
পদ্মাবতী