Image
MCQ
1221. 'গীতগোবিন্দ' কোন ভাষায় রচিত?
প্রাচীন বাংলা
সংস্কৃত
ব্রজবুলি
অবহটঠ
1222. নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা?
মঙ্গলকাব্য
অনুবাদ সাহিত্য
রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান
বৈষ্ণব পদাবলি
1223. মঙ্গলকাব্য রচনার মূলে উল্লিখিত কারণ কী?
রাজাদের প্রাপ্তি
রাজা ও সভাসদের মনোরঞ্জন করা
রাজকবির দায়িত্ব পালন
স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ
1224. বৈষ্ণব পদকর্তা 'চণ্ডীদাস' কত জন?
৩ জন
২ জন
৪ জন
৫ জন
1225. 'মঙ্গলকাব্য' সমূহের বিষয়বস্তু মূলত-
লোকসংগীত
পীর পাঁচালী
ধর্মবিষয়ক আখ্যান
মধ্যযুগের সমাজ ব্যবস্থার বর্ণনা
1226. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?
ভাবরস
মধুররস
প্রেমরস
লীলারস
1227. 'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?
শশাঙ্কদেবের
যশোবর্ধনের
লক্ষ্মণসেনের
হর্ষবর্ধনের
1228. মধ্যযুগীয় এক শ্রেণির ধর্মবিষয়ক আখ্যান কাব্যের উদাহরণ-
মঙ্গলকাব্য
চর্যাচর্যবিনিশ্চয়
গীতকাব্য
জীবনীকাব্য
1229. মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কী?
চতুর্দশপদী কবিতা
চর্যাপদ
ছোটগল্প
মঙ্গলকাব্য
1230. বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কী?
মাগধী
অসমিয়া
ব্রজবুলি
জগাখিচুড়ি
1231. কবি গোবিন্দদাস কার ভাবশিষ্য ছিলেন?
জয়দেব
শ্রী চৈতন্যদেব
বিদ্যাপতি
চণ্ডীদাস
1232. 'ব্রজবুলি' বলতে কী বোঝায়?
ব্রজধামে কথিত ভাষা
মৈথিলি ভাষার একটি উপভাষা
এক রকম কৃত্রিম কবিভাষা
বাংলা ও হিন্দির যোগফল
1233. বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?
সন্ধ্যাভাষা
অধিভাষা
ব্রজবুলি
সংস্কৃত ভাষা
1234. 'ব্রজবুলি'তে কোন কবি পদাবলি রচনা করেন?
চণ্ডীদাস
জ্ঞানদাস
বিদ্যাপতি
গোবিন্দদাস
1235. মঙ্গলকাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশী?
শিবায়ন ও ধর্মঠাকুর
মনসা ও শিবমঙ্গল
চণ্ডী ও শিবায়ন
মনসা ও চণ্ডী
1236. বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
মারাঠি
হিন্দি
মৈথিলি
গুজরাটি
1237. 'ব্রজবুলি'র প্রবর্তক / স্রষ্টা কে?
চণ্ডীদাস
বিদ্যাপতি
আলাওল
রবীন্দ্রনাথ ঠাকুর
1238. ব্রজভাষা কী?
বাংলার ভাষা
ব্রজভূমির ভাষা
বৃন্দাবনের ভাষা
মিথিলা ও বাংলার মিশ্র ভাষা
1239. নিচের কোন জন বাংলা ভাষার কবি?
সুরদাস
জ্ঞানদাস
কালিদাস
জয়দেব
1240. 'ব্রজবুলি' কোন স্থানের ভাষা?
আসাম
মিথিলা
গৌড়
পশ্চিমবঙ্গ