Image
MCQ
1201. মঙ্গলকাব্যের কবি নন কে?
কানাহরি দত্ত
মানিক দত্ত
ভারতচন্দ্র
দাশু রায়
1202. ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন-
মুকুন্দরাম চক্রবর্তী
ভারতচন্দ্র রায়গুণাকর
ময়ূর ভট্ট
কানাহরি দত্ত
1203. 'মনসামঙ্গল' কাব্যের আদি কবি কে?
কৃত্তিবাস
মালাধর বসু
মানিক দত্ত
কানাহরি দত্ত
1204. মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী?
ঈশ্বরচন্দ্র গুপ্ত
রামরাম বসু
ভারতচন্দ্র রায়গুণাকর
শাহ মুহম্মদ সগীর
1205. কোন দেবীর কাহিনী নিয়ে 'মনসামঙ্গল' কাব্য রচিত?
লক্ষ্মীন্দরের দেবী
বেহুলা ও চাঁদসুন্দর
মনসা দেবী
পদ্মাবতী দেবী
1206. মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
হরি দত্ত
মুকুন্দরাম চক্রবর্তী
ভারতচন্দ্র রায়গুণাকর
চণ্ডীদাস
1207. 'মানসিংহ ভবানন্দ উপাখ্যান' কার রচনা?
কানাহরি দত্ত
মুকুন্দরাম
বিজয় গুপ্ত
ভারতচন্দ্র
1208. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া-
মুকুন্দরাম চক্রবর্তী
মদনমোহন তর্কালঙ্কার
ভারতচন্দ্র রায়গুণাকর
কামিনী রায়
1209. 'কবিকঙ্কন' কার উপাধি?
মালাধর বসু
মাইকেল মধুসূদন দত্ত
মুকুন্দরাম চক্রবর্তী
মানিক বন্দ্যোপাধ্যায়
1210. 'চণ্ডীমঙ্গল' কাব্যের প্রধান / শ্রেষ্ঠ কবি কে?
কানাহরি দত্ত
শাহ মুহম্মদ সগীর
মুকুন্দরাম চক্রবর্তী
ভারতচন্দ্র রায়গুণাকর
1211. 'অন্নদামঙ্গল' কাব্য কে রচনা করেন?
কানাহরি দত্ত
ঈশ্বরচন্দ্র গুপ্ত
বিজয় গুপ্ত
ভারতচন্দ্র রায়গুণাকর
1212. কোনো মঙ্গলকাব্যে কয়টি অংশ থাকে?
৩টি
৫টি
৭টি
৮টি
1213. মঙ্গলকাব্যের রচয়িতা নন-
ভারতচন্দ্র
বড়ু চণ্ডীদাস
মুকুন্দরাম চক্রবর্তী
বিজয় গুপ্ত
1214. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- বাংলার সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে?
মনসামঙ্গল কাব্য
অন্নদামঙ্গল
পদ্মাবতী
লায়লী-মজনু
1215. কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?
রায়গুণাকর
কবিকঙ্কন
কবিকণ্ঠহার
কবিরঞ্জন
1216. কোনটি আধুনিক যুগের কাব্য?
মনসামঙ্গল
অন্নদামঙ্গল
কালিকামঙ্গল
সারদামঙ্গল
1217. কোন কবি 'ধর্মমঙ্গল' কাব্যের প্রণেতা?
বংশীদাস চক্রবর্তী
রূপরাম চক্রবর্তী
মুকুন্দরাম চক্রবর্তী
বলরাম চক্রবর্তী
1218. 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে।'- এই মনোবাঞ্ছাটি কার?
ভবানন্দের
ঈশ্বরী পাটুনীর
ভাঁড়ুদত্তের
ফুল্লরার
1219. 'রায়গুণাকর' কার উপাধি?
মালাধর বসু
ভারতচন্দ্র
মুকুন্দরাম
ময়ূরভট্ট
1220. মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি?
মনসামঙ্গল
শীতলামঙ্গল
চণ্ডীমঙ্গল
পদাবলি