MCQ
12901. His father - tomorrow morning.
operates on
will operate on
will be operated on
being operated
ব্যাখ্যা: Operate on somebody অর্থ কারো উপর অস্ত্রোপচার করা/অপারেশন করা। তার বাবা যেহেতু ডাক্তার নয় আর operate on যেহেতু transitive verb, সুতরাং বাক্যটি passive voice-এ হবে। সুতরাং tense অনুযায়ী সঠিক expression হলো will be operated on .
12902. What is the meaning of the word 'supersede'?
go faster
move very fast
to take the place of something or somebody
suppress
ব্যাখ্যা: Hints: Supersede শব্দের অর্থ কোনো ব্যক্তি বা বন্ধুর স্থান অধিকার করা অর্থাৎ to take the place of something or somebody
12903. The book - is not in the library.
that are needed
I am needed
which I needed
I need
ব্যাখ্যা: বাক্যটি যেহেতু present tense-এ আছে। সুতরাং অন্য clause টিও presnt tense- এ হবে। সুতরাং sub relative pronoun ইত্যাদি দিক বিবেচনা করে সঠিক expression হলো I need. I need যোগে বাক্যটির বাংলা: আমার যে বইটা প্রয়োজন সেটি লাইব্রেরিতে নেই।
12904. - by air because the cost of flying is very high.
I don't often travel
I'II not often travelling
I'm not often travelling
I didn't often travel
12905. Choose the correct pair to fill in the blanks : What they - here - to plagiarism.
have done; amount
have done; amounts
did; had amounted
have done; have amounted
12906. When I saw the vase in the shop window, I knew I was exactly what I-.
have looked for
looked for
look for
had been looking for
ব্যাখ্যা: What পরবর্তী clause টি past perfect continuous tense-এ হবে। কারণ একটি নির্দিষ্ট সময় ধরে কাজটি চলছিল। তাই সঠিক বাক্যাংশ হলো had been looking for .
12907. Where to spend your holidays next summer?
you are going
are you going
you will go
you going
ব্যাখ্যা: Interrogative বাক্যে auxiliary verb টি sub-এর পূর্বে বসে। সুতরাং একমাত্র সঠিক option হলো are you going I
12908. Choose the most likely antonym of the following word: Ambiguous
obscure
opaque
equivocal
definite
ব্যাখ্যা:
Hints: Ambiguous অর্থ অনিশ্চিত, obscure-অস্পষ্ট, opaque- অস্বচ্ছ, equivocal- সন্দেহজনক, difinite- নিশ্চিত। সুতরাং ambiguinas এর antonym হলো definite)
12909. Which of the following word is not a verb?
Shorten
Sharpen
Stolen
Brighten
ব্যাখ্যা: Option-গুলোর মধ্যে verb নয় stolen। কারণ stolen হলো adjective, যা verb steal-এর p.p। তাছাড়া অন্য শব্দগুলো verb। Shorten অর্থ ছোট করা, sharpen অর্থ ধারালো করা আর brighten অর্থ উজ্জ্বল করা।
12910. At the end of this month, I - in this university for five years.
shall study
shall have studied
have studied
have been studying
12911. Which one is a synonym for 'random'?
choosy
essential
specific
arbitrary
ব্যাখ্যা: Hints: Random (এলোমেলো)-এর synonym হলো arbitrary ।
12912. My sister had lived in France for two years and my niece - there.
borned
born
was borned
was born
ব্যাখ্যা: মানুষের জন্ম সাধারণত past indefinite passive voice-এ হয়। Bear-এর past participle হলো born । সুতরাং সঠিক শব্দাংশ হলো was born ।
12913. It is important that the Admission office - your registration.
confirm
confirms
should confirm
must confirm
ব্যাখ্যা: বাক্যটিতে Subjunctive verb হবে, কারণ important, advised, necessary, imperative, obligatory- ইউনিট A (সেট-২ এর পরবর্তী clause- এ verb-এর base form নিয়ে আসে। সুতরাং সঠিক verb form হলো confirm |
12914. They reached the airport after the flight -.
left
has left
has been left
had left
ব্যাখ্যা: After যুক্ত দুটি clause-এর একটি past indefinite আর পূর্বে সংগঠিত clause টি past perfect tense-এ হয়। তাই past perfect tense অনুযায়ী সঠিক expression had left.
12915. Nothing - since he was on leave.
is done
was done
will be done
has been done
ব্যাখ্যা: নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে বা নির্দিষ্ট সময় থেকে চলতে থাকা বাক্যটি present perfect বা present perfect continuous tense-এ হয়। আর কাজটি passive voice-এ হবে, কারণ কাজটি কোনো না কোনো ব্যক্তি করেছে। সুতরাং সঠিক expression হলো has been done!
12916. Choose the correct form of verb. I-him only one
sent
had sent
have sent
send
ব্যাখ্যা: Up to now অর্থ এখনো পর্যন্ত। Phraseটি বাক্যে থাকাতে বাক্যটি present perfect tense-এ হবে। কারণ recently, already, yet, up to now ইত্যাদি থাকলে বাক্যটি present perfect tense-এ হবে।
12917. What is the past form of the word 'lie'?
Lied
Lay
Lain
Laid
ব্যাখ্যা: [Note: Lie (মিথ্যা কথা বলা)-এর past form এবং past participle হলো lied আবার lie (শয়ন করা; শোয়া)-এর past form lay আর past participle form হলো lain। সুতরাং lie- এর past form হিসেবে lied এবং lay দুটিই সঠিক।।
12918. He will explain it to you when he - back.
comes
came
will have come
would come
ব্যাখ্যা: When দ্বারা যুক্ত দুটি clause-এর একটি future tense-এ থাকলে অন্য clause টি present indefinite tense-এ হবে। সুতরাং, সঠিক verb form হলো comes.
12919. What you (to do) last night?
What did you do last night?
What you did last night?
What had you done last night?
What have you done last night?
ব্যাখ্যা: বাক্যে past indefinite tense indicator last night থাকাতে বাক্যটির সঠিক structure হবে: Wh question + did + sub + verb-এর base form + question mark / সুতরাং সঠিক বাক্যটি হলো What did you do last night?
12920. Which one is antonym for 'hate'?
admire
abhor
concem
loathe
ব্যাখ্যা: Hints: Hate (ঘৃণা করা)- এর বিপরীত শব্দ admire (প্রশংসা করা)। অন্যদিকে abiair এবং loathe উভয়ের অর্থ ঘৃণা করা আর concern অর্থ উদ্বিগ্ন করা বা হওয়া।