MCQ
12981. Which of the following is not the synonym of 'friendly?
amicable
intimate
hostile
close
ব্যাখ্যা: Hints: Amicable (বন্ধুত্বপূর্ণ), intimate এবং close (ঘনিষ্ঠ) friendly (বন্ধুত্বপূর্ণ)-এর সমার্থক। Hostile (শত্রুভাবাপন্ন বা কৈরী), যা friendly-এর বিপরীতার্থক শব্দ।
12982. Which one would be the right antonym for 'trivial'?
minor
incidental
meaningless
significant
ব্যাখ্যা: Hints: Trivial (তুচ্ছ, নগণ্য)-এর বিপরীত শব্দ হলো significant (তাৎপর্যপূর্ণ)। Minor অর্থ গৌণ, incidental অর্থ আনুষঙ্গিক আর meaningless অর্থ অর্থহীন।
12983. The synonym of 'increase' is--
Decrease
Quick
Augment
Less
ব্যাখ্যা: Hints: Increase অর্থ বৃদ্ধি করা বা পাওয়া; বাড়া বা বাড়ানো যার সমার্থক শব্দ হলো Augment যার অর্থও বর্ধিত করা; বাড়ানো। তাছাড়া Decrease অর্থ হ্রাস করা; Quick অর্থ দ্রুত আর Less অর্থ অধিকতর কম।
12984. The stranger - in through the window last night.
creeping
crept
creeps
creep
ব্যাখ্যা: বাক্যে Past tense indicator last night থাকায় বাক্যটি Past indefinite tense এ হবে আর Past indefinite tense structure অনুযায়ী verb-এর past form প্রয়োজন। Base form creep-এর past form হলো crept ।
12985. The antonym for 'inimical' is-
hostile
friendly
indifferent
angry
ব্যাখ্যা: Hints: Inimical (অহিতকর; ক্ষতিকর)-এর বিপরীত শব্দ frienilly (বন্ধুত্বপূর্ণ)। অন্যদিকে hostile অর্থ শত্রুভাবাপন্ন, indifferent অর্থ উদাসীন আর angry অর্থ রাগান্বিত।
12986. What is the antonym of 'malignant?
Worse
Harmful
Vindictive
Benign
ব্যাখ্যা: Hints: Malignant (অপকারী; ক্ষতিকর) শব্দের বিপরীত শব্দ হলো Benign (সদয়; বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ নয় এমন)। আর option-এর বাকি তিনটি শব্দ malignant-এর সমার্থক।
12987. . Which one is singular number?
data
media
glass
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে singular number হলো glass যার plural number glasses অন্যদিকে option-এর বাকি শব্দগুলো plural যাদের singular form যথাক্রমে
datum, medium এবং criterion।
12988. The synonym of 'die' is
pass for
pass out
pass off
pass away
ব্যাখ্যা: Hints: Die (মারা যাওয়া)-এর সমার্থক শব্দ pass aumy যার অর্থ মারা যাওয়া
12989. The opposite word of 'violence' is-
discord
harmony
sympathy
conflict
ব্যাখ্যা: Hints: Violence (সহিংসতা)-এর antonym হলো harmony (মিল)। Disconl- রূপড়া,sympathy- সহানুভূতি, conflict- সংঘাত।
12990. Write the meaning of the word 'waive'.
change
forgo
weak
pright
ব্যাখ্যা: Hints: Waite (ছেড়ে দেয়া, পরিত্যাগ করা) শব্দের একই অর্থবোধক শব্দ হলো foryo। অন্যদিকে change অর্থ পরিবর্তন করা; uvak অর্থ দুর্বল আর pright বলে dictionary-তে কোনো শব্দ নেই।
12991. Choose the word opposite in meaning to the word: LIABILITY.
Assets
obese
Treasure
Debt
ব্যাখ্যা: Hints: Liability শব্দটির অর্থ দায়, বা মোট দেনা, যার বিপরীত শব্দ হলো sets যার অর্থ মূল্যবান বা হিতকদর গুণ সম্পদ। তাছাড়া property অর্থ বিষয় সম্পত্তি, বিত্ত, বৈভব, treasure অর্থ স্বর্ণ, রৌপ্য; অলংকার এর ভান্ডার আর dicit অর্থ কাণ যা এপ্রদত্ত শব্দটির synonym
12992. Which one is the opposite of 'modest?
immdoest
inmodest
nonmodest
unmodest
ব্যাখ্যা: Hints: Modest (বিনীত, বিনয়ী) শব্দটির সাথে 'im' prefix যোগ করলে বিপরীত শব্দ গঠিত হয়। Immodest অর্থ দুর্বিনীত, অবিনয়ী, নির্লজ্জ।
12993. The past participle of 'Spit' :
spite
spitten
spat
spate
ব্যাখ্যা: Spit অর্থ থুতু ফেলা যার past form এবং past participle form হলো spat। কিন্তু North American English spit-এর past ও past participle form হিসেবে spit ব্যবহৃত হয়।
12994. What is the antonym for 'honorary'?
Salaried
Official
Honorable
Literary
ব্যাখ্যা: Hints: Hononary ('অবৈতনিক; সম্মানসূচক)-এর বিপরীত শব্দ হলো official অর্থ আনুষ্ঠানিক কর্তৃত্বপ্রসূত, honorable অর্থ সম্মানিত আর literary অর্থ সাহিত্যসংক্রান্ত। অন্যদিকে salaried (বেতনভুক্ত)।
12995. Gravity শব্দটির অর্থ কি?
Irrelevant
Strange
Seriousness
Regular
ব্যাখ্যা: Hints: Gravity (অভিকর্ষ; গুরুত্বর অবস্থা; গম্ভীর ভাব) শব্দটির অর্থ Seriousness (গুরুত্বর অবস্থা; গাম্ভীর্য)।
12996. The antonym of healthy' is:
shy
emaciated
obese
playful
ব্যাখ্যা: Hints: Healthy অর্থ স্বাস্থ্যবান, হালকা-পাতলা ও দুর্বল। অন্যদিকে shy অর্থ লাজুক, obese অর্থ ভীষণ মোটা আর playful সুস্থ; নীরোগ- যার বিপরীত শব্দ হলো emaciated অর্থ অর্থ কৌতুকপূর্ণ, ক্রীড়াপরায়
12997. What is the antonym of 'anarchy'?
Instability
Unrest
Peace
Lawiessness
ব্যাখ্যা: Hints: Anarchy (নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা)- এর বিপরীত শব্দ Peace (শান্ত অবস্থা)। Option-এর বাকি তিনটি শব্দের অর্থ anarchy-এর সমার্থক।
12998. The synonym of 'active' is-
passive
mature
busy
averse
ব্যাখ্যা: Hints: Active (সত্রিনা বা কর্মপরায়ণ)-এর synonym হলো busy (কর্মব্যস্ত)। Mature পরিপক্ক, passive- নিষ্ক্রিয়, averse- বিমুখ।
12999. They - living here since 2000.
are
have been
are still
will be
ব্যাখ্যা: Since + নির্দিষ্ট সময় উল্লেখ থাকায় বাক্যটি Present perfect continuous tense এ হবে। Present perfect continuous tense এর structure হলো Sub + have/has + been + verb + ing + since/for + time। সুতরাং শূন্যস্থানে have been বসবে।
13000. Find the antonym of 'superficial'
careless
indifferent
profound
sufficient
ব্যাখ্যা: Hints: Superficial (উপরিগত; অগভীর; বাহ্য)-এর বিপরীত শব্দ হলো profound (গভীর)। Careless অর্থ যত্নহীন, অসাবধান, midiferent অর্থ উদাসীন, নিরুৎসুক আর suffuient অর্থ পর্যাপ্ত।