EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
7381. 'Whom did she accuse?' Choose the right passive voice.
Who was accused by her?
Who had been accused by her?
Who was being accused by her?
Who has been accused by her?
ব্যাখ্যা: Whom যুক্ত active voice নিচের গঠন অনুযায়ী passive করতে হবে। গঠন: Who + সাহায্যকারী verb + 3 + by + subject এর objective form। সুতরাং গঠন অনুযায়ী সঠিক উত্তর (ক)।
7382. Correct meaning of 'Ridiculous' is-.
Impossible
Mad
Knowledgeable
Laughable
ব্যাখ্যা: Hints: Ridiculous (হাস্যকর)-এর সঠিক অর্থ হলো laughable (হাস্যকর)। অন্যদিকে impossible অর্থ অসম্ভব, mad অর্থ পাগল আর knowledgeable অর্থ জানাশোনা।
7383. The synonym of franchise is---
postage
indignation
privilege
tub out
ব্যাখ্যা: Hints: Franchise (কর্তৃপক্ষ কর্তৃক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদত্ত বিশেষ অধিকার)- এর সমার্থক শব্দ privilege (বিশেষাধিকার)। Postage অর্থ ডাকমাসুল, indignation অর্থ ক্ষোভ আর rub out অর্থ খুন করা।
7384. The passive voice of 'Post the letter' is-
Let the letter be posted.
Let the letter posted.
Let the letter post.
Let the letter be post.
ব্যাখ্যা: Imperative sentence কে passive করার নিয়মানুসারে গঠন: Let + object + be + verb এর past participle. সুতরাং সঠিক উত্তর (ক)।
7385. The antonym of the word 'alien' is-.
adverse
foreigner
newcomer
native
ব্যাখ্যা: Hints: Alien (পরদেশি; ভিনদেশি) এর বিপরীত শব্দ হলো native (দেশীয়; আদিবাসী)। Newcomer অর্থ আগন্তুক, adverse অর্থ প্রতিকূল আর foreigner অর্থ বিদেশী।
7386. Which pair of words is synonymous?
Waste, trash
Reduce, rubbish
Conserve, consume
Recycle, destroy
7387. Computer- all over the world at the moment.
is using
has used
has been using
is being used
ব্যাখ্যা: মূলত বাক্যটি Active voice-এ People are using computer ছিল। যেহেতু বাক্যটি passive voice এ লেখা সেহেতু computer is being used হবে। সঠিক উত্তর (ঘ)।
7388. Pick the word that is synonymous of 'Nostalgic'.
Soothing
Temperate
Realistic
Homesick
ব্যাখ্যা: Hints: Nostalgic (গৃহকাতর)-এর সমার্থক শব্দ homesick (গৃহকাতর)। Soothing অর্থ উপশম করে এমন, tentperate অর্থ সংযত আর realistic অর্থ বাস্তববাদী।
7389. What is the antonym of 'Delete?
Insert
Injure
Defy
Trap
ব্যাখ্যা: Hints: Delete অর্থ লিখিত বা মুদ্রিত কোনো কিছু কেটে বা তুলে দেয়া আর insert অর্থ সন্নিবিষ্ট করা; ঢোকানো। সুতরাং delete-এর বিপরীত শব্দ insert। অন্যদিকে trap অর্থ ফাঁদ পাতা, injure অর্থ আহত করা আর dely হলো delivery-এর সংক্ষিপ্ত রূপ।
7390. 'You're outstandingly gorgeous.' In this sentence, the word 'outstandingly' means-
too much
out wordly
extremely
outside
7393. Change the voice- 'Where did you see him?"
Where did the seen by you?
Where was he see by you?
Where was seen by you?
Where was he seen by you?
ব্যাখ্যা: Wh-word (সাধারণত who বাদে) দ্বারা শুরু interrogative sentence-এর active voice-কে passive করার নিয়ম: Wh-wordটি + tense অনুযায়ী auxiliary verb + objectটি Subject + মূল verb এর P. P + by + Subject টি object + প্রশ্নবোধক (?) চিহ্ন বসে। সুতরাং নিয়ম অনুসারে সঠিক উত্তর (ঘ)।
7394. What is the antonym of the word 'Spiritual?
metaphysical
ethical
physical
religious
7395. What is the synonym of the word 'gigantic'?
missile
muse
massive
monster
7396. "Bounty' means-
Generosity
Familiar
Dividing
Sympathy
ব্যাখ্যা: Hints: Bounty (অকৃপণ দান; উদারতা)-এর সমার্থক শব্দ হলো generosity (উদারতা)। Familiar অর্থ সুপরিচিত, dioiding fine অর্থ বিভক্তকারী রেখা আর sympathy অর্থ সহানুভূতি।
7398. Antonym of 'Obese' is-
White
pure
wealth
slim
ব্যাখ্যা: Hints: Obese (ভীষণ মোটা)-এর বিপরীত শব্দ হলো slimm (হালকাপাতলা; সরু)। White অর্থ সাদা, wealth অর্থ সম্পদ আর pure 'অর্থ বিশুদ্ধ।
7399. The word 'discrimination' refers to-
Inequity
Purity
Docile
Equity
ব্যাখ্যা: Hints: Discrimination (পার্থক্যকরণ; বৈষম্য) শব্দটি নির্দেশ করে mequity (অন্যায্য, অন্যায়) শব্দটিকে। Purity অর্থ বিশুদ্ধতা, docile অর্থ সহজে বশ মানে এমন আর equity অর্থ ন্যায়পরায়ণতা।
7400. 'Shut the door'- বাক্যটির Passive form হবে?
The door is no be shut
The door may be shut
Let the door be shut
Let the door shut
ব্যাখ্যা: Active Voice-Imperative Sentence-টি মূল verb দ্বারা শুরু হলে passive voice- এর শুরুতে Let বসে এবং Subject-এর পরে be + ট; বসে। উক্ত নিয়ম অনুসারে সঠিক উত্তর গ।