Image
MCQ
8681. যৌগিক বাক্যের অন্যতম গুণ কী?
একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
8682. 'তাঁর চুল পেকেছে, কিন্তু বুদ্ধি পাকেনি' এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
8683. 'আমি যাব, তবে কাল যাব' এটি কোন শ্রেণির বাক্য?
সরল বাক্য
মিশ্র বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
8684. 'সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।' কোন শ্রেণির বাক্য?
সরল
জটিল
মিশ্র
যৌগিক
8685. "মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না' কার কথা?
ঈশ্বরচন্দ্র গুপ্ত
শেক্সপীয়র
রবীন্দ্রনাথ ঠাকুর
কবি কায়কোবাদ
8686. 'যতই পরিশ্রম করবে, ততই ফল পাবে'-
নির্দেশক বাক্য
যৌগিক বাক্য
সরল বাক্য
জটিল বাক্য
8687. 'তিনি সৎ, কিন্তু কৃপণ' কোন ধরনের বাক্য?
সরল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
বিস্ময়বোধক বাক্য
8688. যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে।' কোন ধরনের বাক্য?
সরল
জটিল
যৌগিক
অনুজ্ঞামূলক
8689. 'যদি বৃষ্টি হয়, তবে বের হব না।' বাক্যটি কোন ধরনের?
সরল বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
নির্দেশাত্মক বাক্য
8690. 'সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র।' কোন বাক্য?
নির্দেশাত্মক বাক্য
যৌগিক বাক্য
বিস্ময়বোধক বাক্য
জটিল বাক্য
8691. 'তুমি আসবে বলে, আমি অপেক্ষা করছি'। কোন ধরনের বাক্য?
সরল বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
যোগরূঢ়
8692. নিচের কোনটি সরল বাক্য তা চিহ্নিত করুন।
ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে অনুপস্থিত
ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরের বাইরে আছে
ইহাদের মত রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই
ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই
8693. 'তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি' এটা কোন ধরনের বাক্য?
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
সাধারণ বাক্য
সরল বাক্য
8694. 'তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান।' কোন ধরনের বাক্য?
সরল
যৌগিক
জটিল
খণ্ডবাক্য
8695. 'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এটি একটি-
জটিল বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
8696. 'যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে' এটি কোন ধরনের বাক্য?
সংযুক্ত বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
8697. 'লোকটি ধনী, কিন্তু কৃপণ' কোন ধরনের বাক্য?
জটিল
সরল
যৌগিক
মিশ্র
8698. 'তাঁর বুদ্ধি হয়েছে, কিন্তু বুদ্ধি পাকেনি' এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
8699. 'তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল।' এটি কোন ধরনের বাক্যের উদাহরণ?
সরল
যৌগিক
মিশ্র বা জটিল
বিভ্রমপূর্ণ বাক্য
8700. 'যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম' এটি কোন জাতীয় বাক্য?
সরল বাক্য
যৌগিক বাক্য
মৌলিক বাক্য
মিশ্র বাক্য