MCQ
8641. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান?
৫৭
৬১
৫৫
৫২
8642. এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে" এই উক্তিটি কার?
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রমথ চৌধুরী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
8643. "আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর" এই শাশ্বত বাণী রচনা করেছেন কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
রজনীকান্ত সেন
অতুলপ্রসাদ সেন
8644. "কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।" এ বাক্য যে গল্পে রয়েছে তার নাম?
শাস্তি
মেঘ ও রৌদ্র
জীবিত ও মৃত
মধ্যবর্তিনী
8645. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন-
১৯৩৮ সালে
১৯৪২ সালে
১৯৪১ সালে
১৯৪০ সালে
8646. 'একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু' পঙ্ক্তিটির রচয়িতা কে?
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
জীবনানন্দ দাস
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
8647. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি?
২২শে শ্রাবণ
২৪শে শ্রাবণ
২৩শে শ্রাবণ
২৫শে শ্রাবণ
8648. "আমরা আরম্ভ করি, শেষ করি না: আড়ম্বর করি, কাজ করি না; যাহা অনুষ্ঠান করি, তাহা বিশ্বাস করি না" এ উক্তিটি করেছেন
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
মোহাম্মদ বরকতউল্লাহ
রাজা রামমোহন রায়
8649. "শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।" রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
একরাত্রি
শুভা
সমাপ্তি
পোস্টমাস্টার
8650. “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। / সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে / সকালবেলায় সলতে পাকানো"- বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
নৌকাডুবি
যোগাযোগ
চোখের বালি
শেষের কবিতা
8651. "বৈরাগ্য সাধনে ...সে আমার নয়।" শূন্যস্থান পূরণ করুন।
আনন্দ
বিশ্বাস
মুক্তি
আশ্বাস
8652. "আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে” এই পক্তিটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
সত্যেন্দ্রনাথ দত্ত
সিকান্দার আবু জাফর
রবীন্দ্রনাথ ঠাকুর
8653. "কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।" উক্তিটি কোন গল্প লেখকের?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
8654. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে-
জামাই বারিক
গহিতে বিপরীত
বিবাহ-বিভ্রাট
বৈকুণ্ঠের খাতা
8655. "মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ" কার উক্তি?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মীর মশাররফ হোসেন
রবীন্দ্রনাথ ঠাকুর
8656. "কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল” উদ্ধৃতাংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প থেকে নেয়া হয়েছে?
শেষের কথা
করুণা
কাবুলিওয়ালা
হৈমন্তী
8657. "যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম, এখন ফিরিয়া ডাকাইতে গেলে দুঃখ পাইতে হবে।" উক্তিটি কোনটির অন্তর্গত?
বৈকালী
হৈমন্তী
বিলাসী
সৌদামিনী মালো
8658. 'চোখের বালি' উপন্যাসটি লিখেছেন কে?
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়খ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
সেলিনা হোসেন
8659. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত শিক্ষা বিষয়ক গ্রন্থ?
শিক্ষাতত্ত্ব
শিক্ষার বুনিয়াদ
শিক্ষার রূপরেখা
শিক্ষার হেরফের
8660. "সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না" বলেছেন-
কাজী নজরুল ইসলাম
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর