Image
MCQ
8661. "আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।" এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
সুকান্ত ভট্টাচার্য
কাজী নজরুল
রবীন্দ্রনাথ ঠাকুর
গোলাম মোস্তফা
8662. "খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে / বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে।" পঙক্তিটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
সুফিয়া কামাল
নজরুল ইসলাম
বিহারীলাল চক্রবর্তী
8663. "কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাক যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা।" পঙ্ক্তিটি কোন কবির রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
শেখ ফজলল করিম
সুকুমার রায়
সত্যেন্দ্রনাথ দত্ত
8664. "মরিতে চাহিনা আমি সুন্দর বাঁচিবারে চাই।" চরণ দুটি ভুবনে, মানবের মাঝে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় উল্লেখ আছে?
সোনার তরী
প্রাণ
নূতন
পুরাতন
8665. "ধরাতলে দীনতম ঘরে যদি জন্মে প্রেয়সী।' কার লেখা?
মোহিতলাল মজুমদার
দীননাথ সেন
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
8666. "এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান" কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছেন?
সত্যেন্দ্রনাথ দত্ত
নবীনচন্দ্র সেন
আশুতোষ মুখোপাধ্যায়
চিত্তরঞ্জন দাস
8667. তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি" রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
পূরবী
আকাশ প্রদীপ
শেষ লেখা
সেঁজুতি
8668. “ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল" ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার?
প্রমথ চৌধুরী
প্রথমনাথ বিশী
প্রেমেন্দ্র মিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর
8669. "নীল নবঘনে আষাঢ় গগনে... ঠাঁই আর নাহিরে।"
তিল
বিন্দু
এতটুকু
সামান্য
8670. "আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে" পঙ্ক্তিটির রচয়িতা কে?
গোলাম মোস্তফা
মোজাম্মেল হক
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
8671. "সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা” রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
সোনার তরী
বলাকা
চিত্রা
চক্রবাক
8672. "হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে ধীরে- এই ভারতের মহামানবের সাগরতীরে।" চরণগুলো কার রচিত?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
সত্যেন্দ্রনাথ দত্ত
8673. "বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান- বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এলো বান।" পঙ্ক্তিটির রচয়িতা কে?
ঈশ্বরচন্দ্র গুপ্ত
সত্যেন্দ্রনাথ দত্ত
দ্বিজেন্দ্রলাল রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
8674. "একখানি ছোট ক্ষেত আমি একেলা" রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
সোনার তরী
মানসী
চিত্রা
বলাকা
8675. "মা তোর বদন খানি মলিন হলে, আমি ভাসি"- শুন্যস্থান পূরণ –
চোখের জলে
নয়ন জলে
বুকের জলে
নদীর জলে
8676. "ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা" পঙ্ক্তিটির লেখক কে?
দীনবন্ধু মিত্র
সত্যেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
নজরুল ইসলাম
8677. "ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী / আমারি সোনার ধানে গিয়েছে ভরি।" এটি কোন কবির কোন কবিতার অংশ?
কবি রবীন্দ্রনাথ ঠাকুর: সোনার তরী
কবি কাজী নজরুল ইসলাম: সর্বহারা
কবিকাজী নজরুল ইসলাম: বিদ্রোহী
কবি জসীমউদ্‌দীন: কবর
8678. "গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা" এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
সুফিয়া কামাল
গোলাম মোস্তফা
কাজী নজরুল ইসলাম
8679. "আজ হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার... কৌতূহলভরে" শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?
রচনা খানি
গ্রন্থখানি
কবিতাখানি
কাব্যখানি
8680. 'নমো নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি' উদ্ধৃতাংশের লেখক-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সুফিয়া কামাল
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর