MCQ
2181. Any one of the following pairs are literary collaborators-
Eliot and Pound
Yeats and Eliot
Pope and Dryden
Shelley and Keats
2182. Who was the youngest of the Romantic poets?
Keats
Coleridge
Byron
Shelley
ব্যাখ্যা: Hints: রোমান্টিক কবিদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন John Keats ছিলেন। কারণ John Keats ১৭৯৫ সালে জন্মগ্রহণ করেন। S.T. Coleride, Lord Byron এবং P.B. Shelley-এর জন্ম সাল যথাক্রমে ১৭৭২, ১৭৮৮ এবং ১৭৯২। তাছাড়া John Keats সবচেয়ে অল্প বয়সে মারা যান। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ছাব্বিশ বছর।
2183. Who has written the poem 'Elegy Written in a Country Churchyard'?
Thomas Gray
P. B. Shelley
Robert Frost
W. B. Yeats
ব্যাখ্যা: Hints: ইংরেজি সাহিত্যে Thomas Gray বিখ্যাত তার Elegy'র জন্য। তার বিখ্যাত কবিতাগুলো হলো 'The Fatal Sisters: An Ode', 'Elegy Written in a Country Churchyard', 'Ode on the Spring' ইত্যাদি।
2184. Which English poet is known as the poet of nature?
William Wordsworth
Alexander Pope
John Milton
J.S Eliot
ব্যাখ্যা: Hints: ইংরেজি সাহিত্যের Poet of nature হিসেবে পরিচিত romantic যুগের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র William Wordsworth
2185. Fill in the blank. '-' is Shakespeare's last play.
As You Like It
Macbeth
Tempest
Othello
ব্যাখ্যা: Hints: প্রদত্ত অপশনগুলোর সবই শেক্সপিয়রের নাটক, যা তিনি বিভিন্ন সময়ে লিখেছেন। যেমন-As You Like It (1599-1600), Othello (1603-1604), Macbeth (1606) এবং The Tempest (1610-1611)। দেখা যাচ্ছে, উল্লিখিত চারটি নাটকের মধ্যে শেক্সপিয়র সবার শেষে লিখেছেন The Tempest
2186. Who was the famous poet of Victorian age?
Samuel Taylor Coleridge
TS Eliot
Alfred Lord Tennyson
William Blake
ব্যাখ্যা: Hints: Victorian period (১৮৩২-১৯০১) ইংল্যান্ডের রানী Victoria-এর নামানুসারে নামকরণ করা হয়েছে। এ যুগের বিখ্যাত কবি হলেন Alfred Lord Tennyson।
2187. The play 'The Spanish Tragedy' is written by -
Thomas Kyd
Christopher Marlowe
Shakespeare
Ben Jonson
ব্যাখ্যা: Hints: The Spanish Tragedy' হলো Elizabethan Period-এর একটি tragedy নাটক, যা Thomas Kyd 1582 থেকে 1592 সালের মাঝামাঝি সময়ে রচনা করেন।
2188. The most famous satirist in English literature is-
Jonathan Swift
Alexander Pope
Joseph Addision
Richard Steel
ব্যাখ্যা: Hints: ইংরেজি সাহিত্যে সবচেয়ে বিখ্যাত satirist (ব্যঙ্গ রচয়িতা, ব্যঙ্গনবিশ) হলেন Jonathan Swift। তার বিখ্যাত 'Satire Gulliver's Travel'-এর মাধ্যমে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান।
2189. 'Gerontion' is a poem by-
T.S. Eliot
W.B.Yeats
Matthew Arnold
Robert Browning
ব্যাখ্যা: Hints: ইংরেজি সাহিত্যে T.S. Eliot-এর বিখ্যাত কবিতাগুলোর মধ্যে 'The Waste Land', 'The Love Song of J. Alfred Prufrock', 'The Gerontion' অন্যতম।
2190. The drama 'Twelfth Night' was written by-
Ben Jonson
Christopher Marlowe
G.B. Shaw
William Shakespeare
ব্যাখ্যা: Hints: "Twelfth Night' dramaটি হলো Bard of Avon নামে পরিচিত William Shakespeare-এর। তার উল্লেখযোগ্য কয়েকটি Comedy হলো The Tempest, As You Like It, Much Ado About Nothing |
2191. 'The Waste Land' is a -
novel
poem
drama
movie
ব্যাখ্যা: Hints: The Waste Land কবিতাটির রচয়িতা T.S.Eliot। তিনি একাধারে কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক ছিলেন। আধুনিক কবিতার ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য ১৯৪৮ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন।
2192. Which period is known as 'The golden age of English literature'?
The Victorian age
The Elizabethi age
The Restoration age
The Eighteenth Century
ব্যাখ্যা: Hints: ইংরেজি সাহিত্যের Golden age নামে পরিচিত যুগ হলো The Elizabethan age/ কারণ এ যুগের আগের যুগের সাহিত্য ছিল অনুর্বর কিন্তু এ যুগে এসে সাহিত্য নতুন মাত্রা পায়।
2193. Who has written the play 'Volpone'?
John Webster
William Shakespeare
Ben Jonson
Christopher Marlowe
ব্যাখ্যা: Hints: Ben Jonson তার ব্যঙ্গ রসাত্মক নাটকের জন্য ইংরেজি সাহিত্যে বিখ্যাত হয়ে আছেন। তাকে কমেডি নাটকের জনকও বলা হয়। 'Volpone' তার বিখ্যাত কমেডি নাটক। তিনি আরো যেসব নাটক লিখেছেন তার মধ্যে The Alchemist, Everyman in His
2194. Shakespeare is known mostly for his-
novels
plays
poetry
autobiography
2195. Who is called an optimist in the Victorian Age?
Arnold
Tennyson
Dickens
Browning
ব্যাখ্যা: Hints: Victorian Age-এর নামকরণ করা হয় Queen Victoria-এর নামানুসারে। Victorian যুগের সময়কাল ১৮৩২ থেকে ১৯০১। আর এ যুগের অধিকাংশ কবি pessimist (হতাশাবাদী) হলেও Victorian Age-এর optimist (আশাবাদী) হলো Tennyson
2196. 'As You Like It' is a play by-
TS Eliot
Hemingway
Marlowe
Shakespeare
ব্যাখ্যা: Hints: 'As You Like it' comedy টি Bard of Avon এবং Father of English Drama হিসেবে খ্যাত William Shakespeare-এর। William Shakespeare-এর আরও কয়েকটি উল্লেখযোগ্য comedy হলো The Comedy of Errors, The Merchant of Venice, Much Do About Nothing, Measure for Measure
2197. Who among the following Indian English writers is a famous novelist?
Gayatri Chakravorty Spivak
Nissim Ezekiel
R.K. Narayan
Kamala Das
ব্যাখ্যা: Hints: অপশনে প্রদত্ত ভারতীয় ইংরেজি লেখকদের মধ্যে বিখ্যাত ঔপন্যাসিক হলেন R. K. Narayan। তার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হলো The Bachelor of Arts, The Dark Room, The Man-Eater of Malgudi। গায়ত্রী চক্রবর্তী হলেন সাহিত্য সমালোচক ও তাত্ত্বিক; নিসিম এজেকিল কবি, নাট্যকার ও সম্পাদক এবং কমলা দাস কবি, ছোট গল্পকার ও ঔপন্যাসিক।
2198. 'Hamlet' is a/an-.
epic
drama
novel
short story
ব্যাখ্যা: Hints: Hamlet হলো William Shakespeare-এর একটি drama। তার কয়েকটি উল্লেখযোগ্য drama হলো As You Like It, The Comedy of Errors, Measure for Measure ইত্যাদি।
2199. Who translated 'Gitanjale' into English?
TS Eliot
PB Shelley
Rudyard Kippling
WB Yeats
ব্যাখ্যা: Hints: রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' নামক কাব্যগ্রন্থটি মূলত ইংরেজিতে অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ নিজেই। তবে W. B. Yeats কাব্যগ্রন্থটির ভূমিকা লিখেন। তাই সঠিক উত্তর W.B.Yeats।
2200. Shakespeare is known mostly for his-.
poetry
short stories
novels
plays
ব্যাখ্যা: Hints: William Shakespeare (1564-1616) মূলত তার plays বা নাটকের জন্য বিখ্যাত। তিনি সর্বমোট ৩৭টি নাটক লিখেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 'Macbeth',Romeo and Juliet, As You Like It ইত্যাদি।