Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3241. Which sentence is in past indefinite tense?
Tomal has played football.
Salam had a house.
Boys were playing.
It has rained.
ব্যাখ্যা: Past indefinite tense-এর structure হলো sub + verb-এর past form + extension, সুতরাং past indefinite tense যুক্ত বাক্য হলো Salam had a house। কারণ have verbটির past form হলো had।
3242. Past form of 'Wear' is -
Weared
Wore
Worn
Worned
ব্যাখ্যা: Wear (পরিধান করা; অঙ্গে ধারণ করা)-এর past form 'wore' আর past participle form হলো worn।
3243. the word opposite in meaning to the given word: LIABILITY
Treasure
Debt
Assets
Property
3244. the word opposite in meaning to the given word: HATE
Admire
Abhor
Concern
Loathe
3245. Considering how long she yearned to see Italy, her first reaction was curiously tepid.
Almost
should
rather
had
No word is missing
ব্যাখ্যা: How long যুক্ত বাক্যটি past perfect বা present perfect tense হয়। দুটি clause-এর একটি clause past tense-এ থাকায় অপর clauseটি past perfect tense-এ হবে। সুতরাং she এবং yearned-এর মাঝে past perfect tense-এর structure অনুযায়ী had বসবে।
3246. If a substance is cohesive, it tends to-.
retain heat
bend without much difficulty
break easily
stick together
ব্যাখ্যা: Hints: Cohesive দৃঢ়ভাবে একত্রে লেগে রাখা, Bend without too much difficulty together- একত্রে লেগে থাকা, Break easily (দৃঢ়ভাবে লেগে থাকে) তা অবশ্যই stick together খুব বেশি কাঠিন্য ছাড়াই বাঁকা হয়, Stick সহজেই ভেঙে যায়। যে জিনিস Cohesive (একত্রে লেগে থাকে)।
3247. Rina proceeded as though she (know) everything.
Knows
had known
knew
Known
ব্যাখ্যা: As though-এর পূর্বের clauseটি past indefinite tense এ থাকায় এর পরবর্তী clauseটি past perfect tense এ হবে। সুতরাং past perfect tense-এর structure অনুযায়ী সঠিক expression হবে had known।
3248. the synonym words of : INFRINGE
Transgress
Purloin
Invade
Intrude
ব্যাখ্যা: Hints: Infringe ভঙ্গ করা, লঙ্ঘন করা। Transgress লঙ্ঘন করা, ভঙ্গ করা, Purloin- হামলা করা, হানা দেয়া, Invade হামলা করা, হানা দেয়া এবং Intrude জোর করে প্রবেশ করা।
3249. the same meaning: Handy
comfortable
useful
necessary
convenient to handle or use
3250. Which phrase contains words opposed to each other in meaning?
Hopes and aspiration.
Reproduction and death.
Heat and dust.
Emerged and advanced.
3251. We shall start the programme provided-
circumstances favour us
circumstances favoured us
circumstance favoured us
circumstances are favouring us
ব্যাখ্যা: Provided-এর পূর্বে future indefinite tense হওয়ায় provided-এর পরবর্তী clauseটি present indefinite tense এ হবে। সুতরাং শূন্যস্থানের জন্য সঠিক expression হলো circumstances favour us.
3252. Choose the correct synonym for- Menacing'.
Encouraging
Alarming
Promising
Auspicious
ব্যাখ্যা: Hints: Menacing অর্থ ভীতিকর। Encouraging অর্থ- উৎসাহব্যঞ্জক, Alarming অর্থ- ভীতিকর; Promising অর্থ- সম্ভাবনাময় এবং Auspicious অর্থ- শুভং অনুকূল।
3253. A synonym for 'resentment' is
fear
anger
indignation
panic
ব্যাখ্যা: Hints: 'Resentment' অর্থ রাগ, বিরক্তি। fear-ভয়। anger-রাগ, ক্ষোভ। indignation (অবিচারহেতু) ক্ষোভ। panic-আতংক।
3254. The synonym for 'Obdurate'-
Stubborn
Deceitful
Sly
Swindler
ব্যাখ্যা: Hints: Deceitful-প্রবঞ্চনাপূর্ণ। Stubborn- অবাধ্য। Sly- চতুর, শঠ, হুর্ত। Swindler-প্রতারক, জোচ্চর। Obdurate- একগুঁয়ে, অবাধ্য।
3255. Choose the meaning of the given words: AMICABLE
Interesting
Loving
Affectionate
Friendly
ব্যাখ্যা: Hints: Amicable-শান্তিপ্রবণ, বন্ধুত্বপূর্ণ; Interesting- আকর্ষণীয়, চিত্তাকর্ষক; Loving- প্রীতিপূর্ণ, স্নেহশীল; Affectionate- স্নেহময়, মমতাময়; Frienilly- বন্ধত্বপূর্ণ, বন্ধুসুলভ।
3256. Complete the sentence: Rahim has been working-.
from morning
since morning
by morning
for morning
ব্যাখ্যা: নির্দিষ্ট সময়ের পূর্বে since আর ব্যাপক সময়ের পূর্বে for বসে। Morning যেহেতু নির্দিষ্ট সময় সুতরাং এর পূর্বে since বসবে। Since morning বসিয়ে প্রদত্ত বাক্যের অর্থ সকাল থেকে রহিম কাজ করছে।
3257. Choose the meaning of the given words: IMPROVEMENT
Promotion
Advancement
Betterment
Preference
ব্যাখ্যা: Hints: Improvement-উৎকর্ষ বা উৎকর্ষ সাধন; Promotion- পদোন্নতি; Advancement- পদোন্নতি, উন্নতি; Betterment- উৎকর্ষ বা উৎকর্ষ সাধন; Preference- অ্যাধিকার।
3258. the same meaning: Viable
possible
that can be done
capable
that will work
3259. the same meaning: Gullible
foolish
simple
willing to believe anything or anyone
easily deceived
ব্যাখ্যা: Hints: Gullible- অর্থ বিশ্বাসপ্রবণ। foolish- বোকা, Willing to believe anything or anyone- যে কোনো কিছু বা যে কাউকে বিশ্বাস করতে ইচ্ছুক, Simple- সাধারণ এবং easily deceived- অনায়াসে প্রতারিত।
3260. Choose the correct synonym for- 'Extempore'
Planned
Improvise
Impromptu
Immediate
ব্যাখ্যা: Hints: Extempore অর্থ- পূর্বপ্রস্তুতিহীন; উপস্থিত। Planned অর্থ- পরিকল্পিত; Improvise অর্থ- তাৎক্ষণিকভাবে উদ্ভাবন বা প্রস্তুত করা; Impromtu অর্থ- প্রত্যুৎপন্ন, পূর্বপ্রস্তুতিহীন এবং Immediate অর্থ- তাৎক্ষণিক।