MCQ
24521. Choose the correct sentence ?
He is angry upon me
He is angry with me
He is angry at me
He is angry of me
24522. 'সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন' বাক্যটি কোন দোষে দুষ্ট? (পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩/
বাহুল্য দোষ
উপমার ভুল প্রয়োগ
গুরুচণ্ডালী দোষ
কোনোটিই নয়
24523. বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে? (১৭তম শিক্ষক নিবন্ধন: ২২।
পদ
ধ্বনি
রূপ
শব্দমূল
24524. ঈশ্বর তাহারই সাহায্য করেন, যে নিজে নিজের সাহায্য করে। এটি কোন ধরনের বাক্য? পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার: ২২]
সরল বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
জটিল ও মিশ্র বাক্যের সমন্বয়
24525. একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ কয়টি? বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২২]
তিনটি
ছয়টি
পাঁচটি
চারটি
24526. 'অরণ্যে রোদন' না বলে 'বনে ক্রন্দন' বললে বাক্যটি কী হারাবে? গ্যাস ট্রান্সমিশন কোম্পানির সহকারী ব্যবস্থাপক: ২১)
আকাঙ্ক্ষা
উদ্দেশ্য
আসত্তি
যোগ্যতা
24527. যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা: ২৩।
সরল
অধীন
জটিল
যৌগিক
24528. 'আমি যে গান গাই, তা যৌবনের গান' কোন ধরনের বাক্য? [ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার: ২২।
সরল
জটিল
খন্ড
কোনটিই নয়
24529. কোন বাক্যটি শুদ্ধ ?
Panna is only present
The man was born in 1968
I feel myself hungry
The sheeps are quite healthy
24530. Which one of the following sentence is correct ?
Let us go out for walking
Let us go out for a walking
Let us go out for walk.
Let us go out for a walk.
24531. 'ড. আখতার হামিদ খান হলেন বাংলাদেশর পল্লী উন্নয়নের পথিকৃৎ' বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণির- (বার্ড এর সহকারী পরিচালক: ২২)
মিশ্র
জটিল
যৌগিক
সরল
24532. 'সে যে কোথায় তা আমার জানা নাই'- কোন ধরনের বাক্য? (সিজিএ এর কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২।
জটিল
খণ্ড বাক্য
যৌগিক
সরল
24533. কোন বাক্যটি শুদ্ধ ?
He succeeded to win the prize
He succeeded at winning the prize
He succeeded to wining the prize
He succeeded in winning the prize
24534. It is time (do) the work
did
doing
doesd
to do
24535. We will tell him about it after he -
had arrived
had come
arrives
has reached
24536. 'ছেলেটি গরীব কিন্তু মেধাবী'- এটি কোন শ্রেণির বাক্য? (সওজের উপ-সহকারী প্রকৌশলী: ২২।
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
ব্যাসবাক্য
24537. নিচের কোনটি যৌগিক বাক্য? (৪৪তম বিসিএস)
দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
24538. 'জ্ঞানী লোক সকলের সম্মান পান'- এটি কোন ধরনের বাক্য? রাজউকের ইমারত পরিদর্শক: ২২/
সরল
জটিল
যৌগিক
মিশ্র
24539. 'কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।' বাক্যটি কোন প্রকারে? বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২)
সরল
মিশ্র
জটিল
যৌগিক
24540. নিচের কোনটি জটিল বাক্য? অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২।
সূর্য অস্ত যাচ্ছিল এবং সভাপতি সভায় পৌঁছেছিলেন।
সূর্যাস্তের সময় সভাপতি সভায় পৌঁছেছিলেন।
যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন সভাপতি সভায় আসলেন।
সভাপতি সভায় পৌঁছানো মাত্রই সূর্য অস্ত গেল।