EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
8681. 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন-
ক্ষমা
ক্ষমাপ্রার্থী
ক্ষমার্হ
ক্ষমাপ্রদ
8682. Who is a netizen?
one who uses the internet
a bad citizen
one who is not a citizen of a country.
a citizen of Nottingham
ব্যাখ্যা: Hints: Netizen হলো এমন ব্যক্তি, যিনি ইন্টারনেট ব্যবহার করেন বা যিনি ইন্টারনেটে পর্যাপ্ত সময় দেন।
8683. A person whose age is in the eighties is called a/an-.
80-year-old
Quadragenarian
octogenarian
eightish
8684. The word 'Diaspora' is related to-
migration
appearance
concentration
entrance
ব্যাখ্যা: Hints: Diaspora অর্থ আদিতে একই জাতিভুক্ত বা সংস্কৃতির বাহক কোনো সম্প্রদায়ের ছড়িয়ে ছিটিয়ে বিশ্বের অন্য প্রান্তে বসবাস। অর্থের দিক দিয়ে শব্দটি migration (এক স্থান বা দেশ থেকে অন্য স্থান বা দেশে গমন) এর অর্থে সম্পর্কিত।
8685. A--makes no difference between man and man in spreading his love.
Philander
Philistine
Philosopher
philanthropist
ব্যাখ্যা: Hints: Philanthropist (জনহিতৈষী ব্যক্তি, মানবপ্রেমিক ব্যক্তি) হলো এমন ব্যক্তি যিনি জনকল্যাণে বা মানবপ্রেম বিস্তারে মানুষে মানুষে ভেদাভেদ করেন না। অন্যদিকে philander অর্থ হালকাভাবে প্রেমদম্পর্ক স্থাপন করা, প্রেমের ভান করা; philosopher অর্থ দার্শনিক, যে ব্যক্তির হৃদয় আবেগ বা কষ্ট দ্বারা পরিচালিত হয় না; philistine অর্থ সংস্কৃতিবর্জিত অসভ্য ব্যক্তি, দক্ষিণ-পশ্চিম প্যালেস্টাইনের বহিরাগত প্রাচীন অধিবাসী।
8686. The word 'Emancipation' means-
advocate
freedom
engage
portrait
ব্যাখ্যা: Hints: Emancipation এবং freedom শব্দদ্বয়ের অর্থ মুক্তি; স্বাধীনতা। Aduocate অ সমর্থক, রাং অর্থ নিয়োজিত করা আর portrait অর্থ প্রতিকৃতি।
8687. A person whose head is in the clouds is-
proud
a day dreamer
an aviator
useless
ব্যাখ্যা: Hints: A person cohose head is in the clouds হলো a day dreamer (আকাশকুসুম কল্পনাকারী বাক্তি বা দিবাস্বপ্ন দেখা ব্যক্তি)।
8688. A misogynist is a-
a man who hates women
woman who hates men
person who hates mankind
man who misunderstands wamen
8689. Select the meaning of the word 'stagflation'.
controlled prices
a disintegrating government
economic slow down
cultural dullness
ব্যাখ্যা: Hints: Stagflation (যে বিশেষ সময়সীমার মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না) শব্দটি দ্বারা cconomic slote down (অর্থনৈতিক মন্দা অবস্থা)-এর অর্থ প্রকাশ করে।
8690. 'যে ভূমিতে ফসল জন্মায় না' এক কথায় কি হবে?
পতিত
বন্ধ্যা
অনুর্বর
ঊষর
8691. 'যার আকার কুৎসিত' এক কথায় প্রকাশ করুন।
কুশ্রী
বিশ্রী
কদর্য
কদাকার
8692. The expression 'distinctive qualities' means those qualities of a person which,--
are the same as those of others.
make him/her different from others.
emphasise honesty in him/her.
depend on his/her instincts.
ব্যাখ্যা: Hints: Distinctive qualities অর্থ স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য, যেগুলো একজন ব্যক্তিকে অন্য ব্যক্তিদের থেকে আলাদা করে রাখে। সুতরাং সঠিক expression হলো make homfer different from others!
8693. 'মৃত্তিকা দিয়ে তৈরি'- কথাটি সংকোচন করলে হবে-
তন্ময়
মন্ময়
মৃন্ময়
চিন্ময়
8694. Substitute in one word: The study and treatment of mental illness'.-
Psychology
Psycholinguistics
Psychiatry
Psychosis
ব্যাখ্যা: Hints: মানসিক রোগের গবেষণা ও চিকিৎসাকে এককথায় বলে psychiatry (মনোচিকিৎসা)। অন্যদিকে psychology অর্থ মনোবিদ্যা; মনোবিজ্ঞান, psycholinguistics অর্থ মনোবীক্ষণিক বিদ্যা আর psychosis অর্থ অস্বাভাবিক বা রগণ মানসিক অবস্থা: মনোবৈকল্য।
8695. Who is a bibliophile?
One who reads a lot of books.
One who does not like to read books.
One who loves or collects books.
One who has a pile of books.
ব্যাখ্যা: Hints: Bibliophile (বিবলিওফাইল) অর্থ গ্রন্থমনস্ক বা গ্রন্থপ্রিয় ব্যক্তি। অর্থাৎ Bibliophile হলো এমন একজন ব্যক্তিও যিনি বই সংগ্রহ এবং গ্রন্থকে ভালোবাসেন (one who loves or collects books)
8696. 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় কি হবে?
উদ্বাস্তু
সর্বহারা
বস্তিহীন
কাঙ্গাল
8697. 'Deciduous' trees are trees those-
have fleshy leaves
have delicious leaves
are extremely big
lose the leaves annually
ব্যাখ্যা: Hints: Deciduous trees হলো সেসব গাছ যেগুলোর প্রতিবছর (বিশেষত হেমন্তকালে) পাতা ঝরে যায় অর্থাৎ lose the leaves annually
8698. If you write about your father's life, you are writing:
diary
an autobiography
a biography
a chronicle
ব্যাখ্যা: Hints: যদি তুমি তোমার পিতার জীবন সম্পক লিখ্যে তাহলে তুমি যেটা লিখছ সেটা হলো biography (জীবন ইতিহাস, জীবনী)। Diary অর্থ দিনলিপি, ব্যক্তিগত দৈনিক জীবনযাত্রার কাহিনি, autobiography অর্থ আত্মজীবনী আর chronicle অর্থ কালানুক্রমিক ঘটনাপঞ্জি।
8699. A speech full of too many words is-
A big speech
An unimportant speech
Maiden speech
A verbose speech
8700. 'শত্রুকে দমন করে যে' এক কথায় প্রকাশ করুন।
শত্রুঘ্ন
অরিন্দম
শত্রুহন্তা
কৃতঘ্ন