ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। এটি ১৯০৭ সালে নেপালের রাজ গ্রন্থাকার থেকে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। এটিতে মোট ৫১টি পদ রয়েছে। এর প্রকৃত নাম চর্যাচর্যবিনিশ্চয়।
ব্যাখ্যা: ব্যাখ্যা: মধ্যযুগের শ্রেষ্ঠকবি ভারতচন্দ্রের রচনা অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল তিন অংশে বিভক্ত। উক্তিটি অন্নদামঙ্গল কাব্যের। ভারতচন্দ্রের জন্ম হাওড়া জেলায়। মৃত্যু ১৭৬০ সালে।
9527. 'একি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লীজননী' গানটির রচয়িতা কে?
ব্যাখ্যা: ব্যাখ্যা: চরণটি কাজী নজরুলের রচনা। কাজী নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, যা ১৯২২ সাল প্রকাশিত। তাঁর অন্যান্য গ্রন্থ
চক্রবাক, সিন্ধু হিন্দোল, সাম্যবাদী, বিষের বাঁশি।
ব্যাখ্যা: ব্যাখ্যা: চোখের বালি উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ। এটি বাংগা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। এর চরিত্র বিনোদিনী, বিহারী। তাঁর অন্যান্য উপন্যাস- দুই বোন, চার অধ্যায়, গোয়া।
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিহারীলাল চক্রবর্তীকে সাহিত্যের ভোরের পাখি বলা হয়। এ নামকরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিহারীলাল চক্রবর্তী বাংলা গীতিকবিতার প্রবক্তা। তাঁর গ্রন্থ বঙ্গসুন্দরী, সারদামঙ্গল
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলা সাহিত্যে প্রথম যতিচিহ্নের প্রয়োগ ঘটান। তাঁর রচিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাশ, প্রভাবতী, সম্ভাষণ ইত্যাদি।
9533. Don't pour boiling water. Here the word 'boiling' does the function of-
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূধন দত্ত। বঙ্গভাষা কবিতা বাংলা সাহিত্যের প্রথম সনেট। চতুর্দশপদাবলি সনেট সংকলন। সনেটে তাঁর দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে।
ব্যাখ্যা: ব্যাখ্যা: সাহিত্যিক শওকত আলী রচিত উপন্যাস "প্রদোষে প্রাকৃতজন"। তাঁর রচিত অন্যান্য উপন্যাস হলো- ওয়ারিশ, কুলায় কালস্রোতে এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'যাত্রা'।