ব্যাখ্যা: ব্যাখ্যা: ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত 'মুজিববর্ষ' ঘোষণা করা হয়েছে। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এটি ১৯৫টি দেশ পালন করে।
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাঠের seasoning-এর আরো কিছু উদ্দেশ্য রয়েছে-
(ক) টিম্বারকে রংকরণের উপযোগী করা।
(খ) টিম্বারের শক্তি বৃদ্ধি করা।
(গ) টিম্বারের সংকোচন ও প্রসারণ দূর করা।
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইউফ্রেটিস নদীর তীরে খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে ব্যাবিলনের সভ্যতায় সম্রাট নেবুচাদনেজার সম্রাজ্ঞীর মাটি থেকে ৮০ ফুট উচ্চতায় নির্মাণ করেছিলেন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, যা ইরাকে অবস্থিত।
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন 'ফখরুদ্দিন মোবারক শাহ'। তিনি ১৩৩৮ সালে বাংলায় সুলতানি শাসন সূচনা করেন। তিনি ফখরা নামে পরিচিত ছিলেন।
9496. কোন Survey method এ Field observation এবং Plotting একই সাথে করা হয়?
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্লেন টেবিল জরিপ একটি লৈখিক জরিপ। প্লেন টেবিল জরিপে মাঠ পরীক্ষা এবং নকশায়ন একই সাথে করা হয়। জরিপকর মাঠে সরাসরি নকশায় অঙ্কিত তথ্যাদি যাচাই করে নিতে পারে।
9497. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে দুর্বল?
ব্যাখ্যা: ব্যাখ্যা: আফ্রিকা মহাদেশের শীর্ষ উপনিবেশবাদ যুক্তরাজ্য। যেমন- লিবিয়া, ঘানা, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, মরিশাস প্রভৃতি দেশ ব্রিটেনের উপনিবেশ ছিল।